অঙ্ক প্র্যাকটিস সেট পিডিএফ - Math Practice Set PDF in Bengali for Competitive Exams

অঙ্ক প্র্যাকটিস সেট পিডিএফ - Math Practice Set PDF in Bengali for Competitive Exams

অঙ্ক প্র্যাকটিস সেট পিডিএফ - Math Practice Set PDF in Bengali for Competitive Exams


অঙ্ক প্র্যাকটিস সেট পিডিএফ - Math Practice Set PDF in Bengali for Competitive Exams

 


1. বার্ষিক 6 % সরল সুদে কোনও টাকার 2 বছরের সুদ 300 টাকা হলে, একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ কত হবে ?


(a) 310 টাকা 


(b) 308 টাকা 


(C) 307 টাকা 


(d) 309 টাকা


 2. বার্ষিক 5 % সরল সুদে কোনও নির্দিষ্ট সময়ে সুদ-আসল আসলের 6 গুণ হয়। ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ-আসল আসলের 12 গুণ হবে ?


(a) 10 % 


(b) 12 % 


(c) 9 % 


(d) 11 % 


3. এক ব্যক্তি ব্যাঙ্কে বার্ষিক 5 % সরল সুদে 2400 টাকা জমা রাখলেন। ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাঁকে কত বছর অপেক্ষা করতে হবে ?


(a) 2 বছর 


(b) 2 1/2 বছর 


(c) 3 1/2 বছর


(d) 5 বছর


4. A বছরের শুরুতে 7500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে B, 18000 টাকা নিয়ে ওই ব্যবসায় যােগ দেয়। বছরের শেষে দু’জনে সমান লভ্যাংশ পায়। B কত মাসের জন্য ব্যবসায় যােগ দিয়েছিল ?


(a) 7 মাস 


(b) 5 মাস 


(c) 3 মাস 


(d) 4 মাস 


5. স্রোতের অনুকূলে 36 কিলােমিটার পথ অতিক্রম করতে 3 ঘণ্টা এবং স্রোতের প্রতিকূলে 24 কিলােমিটার পথ অতিক্রম করতে 3 ঘণ্টা সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ ঘণ্টায় কত ?


(a) 12 কিমি / ঘণ্টা 


(b) 10 কিমি / ঘণ্টা 


(c) ৪ কিমি / ঘণ্টা 


(d) 6 কিমি / ঘণ্টা 


6. একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 মিনিটে যায় 2 কিলােমিটার এবং স্রোতের অনুকূলে 2 ঘণ্টা 20 মিনিটে যায় 14 কিলােমিটার। স্রোতের গতি ঘণ্টায় কত ?


(a) 1 কিলােমিটার 


(b) 1.5 কিলােমিটার 


(c) 2 কিলােমিটার 


(d) 2.5 কিলােমিটার 


7. একই গতিবেগে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন, প্রতিটির দৈর্ঘ্য 135 মিটার হলে, একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দু’টির গতিবেগ কত ?


(a) 104 কিমি / ঘণ্টা 


(b) 27 কিমি / ঘণ্টা 


(c) 54 কিমি / ঘণ্টা 


(d) কোনটিই নয় 


8. দু’টি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 12 কিমি / ঘণ্টা এবং 6 কিমি / ঘন্টা গতিবেগে আসে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত ?


(a) 50 মিটার


(b) 75 মিটার 


(c) 40 মিটার 


(d) 150 মিটার


9. রাম ঘণ্টায় 3 কিলােমিটার গতিতে অফিসে গেলে অফিস পৌছাতে 15 মিনিট দেরি হয় এবং 4 কিলােমিটার গতিতে 15 মিনিট আগে অফিসে পৌঁছলে অফিসে পৌঁছনাের নির্দিষ্ট সময় কত ?


(a) 1 ঘন্টা 


(b) 1 ঘন্টা 45 মিনিট 


(c) 2 ঘণ্টা 15 মিনিট 


(d) 2 ঘণ্টা


10. দু’জন ব্যক্তি দু’টি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে। যাত্রা শুরুর যথাক্রমে 9 ও 6 ঘণ্টা পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হয়। দ্বিতীয় জনের গতিবেগ ঘণ্টায় 27 কিলােমিটার হলে, প্রথম জনের ঘণ্টায় গতিবেগ কত ?


(a) 30 কিমি 


(b) 36 কিমি 


(c) 48 কিমি 


(d) 40 কিমি 


11. পরপর 6 টি বিজোড় সংখ্যার গড় 8 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত ?


(a) 10 


(b) 12 


(c) 9 


(d) 8 


12. 21 টাকা কিলােগ্রাম দরের কফির সঙ্গে 28 টাকা কিলােগ্রাম দরের কফি কী অনুপাতে মিশ্রিত করলে, মিশ্র কফির দাম হবে 25 টাকা কিলােগ্রাম ?


(a) 4 : 3 


(b) 4 : 5 


(c) 5 : 4 


(d) 3 : 4 


13. একটি চিড়িয়াখানয় কিছু খরগােশ এবং পায়রা আছে, তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290 টি হলে, খরগােশের সংখ্যা কত ?


(a) 55 


(b) 45 


(c) 40 


(d) 50


14. একটি পাত্রে দুধ জলের অনুপাত 5 : 3। ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ সমপরিমাণ জল মিশ্রিত করলে পাত্রে দুধ ও জলের অনুপাত 1 : 1 হবে ?


(a) 1/5 অংশ


(b) 1/7 অংশ 


(c) 4/5 অংশ 


(d) 3/10 অংশ 


15. A, B এবং C তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়। তিনটি নল একত্রে 6 মিনিট চলার পর C নল বন্ধ করে দিলে A ও B নল দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত সময় লাগবে ?


(a) 30 মিনিট 


(b) 24 মিনিট 


(c) 36 মিনিট 


(d) 45 মিনিট 


16. A এবং B দু’টি নল দ্বারা একটি চৌবাচ্চা জলপূর্ণ হতে যথাক্রমে 30 ও 20 মিনিট সময় লাগে। অপর নল C দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 6 লিটার জল বাইরে বেরিয়ে যায়। তিনটি নল একসঙ্গে খুলে দিলে ওই ভর্তি চৌবাচ্চাটি 60 মিনিটে পুরােপুরি খালি হয়ে যায়। তবে চৌবাচ্চাটির জলধারণ ক্ষমতা কত ?


(a) 10 লিটার 


(b) 30 লিটার 


(c) 60 লিটার 


(d) 45 লিটার


17. একটি চৌবাচ্চার দু’টি নল দিয়ে যথাক্রমে 12 ও 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে। যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটি 10 মিনিটে পূর্ণ হয়। খালি করার নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে ?


(a) 10 মিনিটে 


(b) 20 মিনিটে 


(c) 15 মিনিটে 


(d) 25 মিনিটে


18. A একা একটি কাজ 14 দিনে এবং B একা সেই কাজটি 21 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করে, কাজ শেষ হওয়ার 3 দিন আগে A চলে গেলে কাজটি শেষ করতে মােট কতদিন সময় লাগবে ?


(a) 10 দিন 


(b) 5 দিন 


(C) 5 1/5 দিন 


(d) 10 1/5 দিন


19. 1 জন পুরুষ বা 2 জন স্ত্রীলােক বা 4 জন বালক একটি কাজ 56 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ 1 জন পুরুষ, 1 জন স্ত্রীলােক এবং 1 জন বালক কতদিনে শেষ করবে ?


(a) 24 দিন 


(b) 28 দিন 


(c) 20 দিন 


(d) 32 দিন 


20. এক ব্যবসায়ী 670 টাকায় কিছু বই ক্রয় করে। মােট বইয়ের 3/8 অংশ 16 % ক্ষতিতে বিক্রয় করে। বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মােটের ওপর কোনও লাভ বা ক্ষতি হবে না ?


(a) 9 3/5 % 


(b) 9 2/5 %


(c) 9 1/5 % 


(d) 8 3/5 %


21. এক ব্যক্তি একটি ক্যামেরা 5 % লাভে বিক্রয় করে। যদি ক্যামেরাটি আরও 120 টাকা বেশিতে বিক্রয় করা হত, তাহলে 15 % লাভ হত। ক্যামেরাটির ক্রয়মূল্য কত ?


(a) 1300 টাকা 


(b) 1200 টাকা 


(c) 1100 টাকা 


(d) 1000 টাকা 


22. গমের বাজারদাম 40 % বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারে ওই দ্রব্যটির ব্যবহার 25 % বৃদ্ধি পেলে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত হবে : 


(a) 9 : 20 


(b) 20 : 9 


(c) 7 : 4 


(d) 4 : 7 


23. পরীক্ষায় একজন ছাত্র 46 % নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন 81 % নম্বর পেয়ে পাশ নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়। তবে পরীক্ষায় মােট কত নম্বর ছিল ?


(a) 350 


(b) 100 


(C) 150 


(d) 200


24. আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 30 % বৃদ্ধি ও প্রস্থ 20 % বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফলের পরিবর্তন হয় : 


(a) 50 % 


(b) 59 % 


(c) 56 % 


(d) 55 %


25. দুটি সংখ্যা, তৃতীয় সংখ্যার যথাক্রমে 16 % এবং 48 % হলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ ?


(a) 33 1/2 % 


(b) 33 1/3 % 


(c) 66 1/3 % 


(d) 33 2/3 %


উত্তর

1. (d) 2. (d) 3. (d) 4. (b) 5. (b) 6. (a) 7. (b) 8. (a) 9. (b) 10. (b) 11. (a) 12. (d) 13. (b) 14. (a) 15. (c) 16. (c) 17. (b) 18. (d) 19. (d) 20. (a) 21. (b) 22. (c) 23. (d) 24. (c) 25. (b)


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.