ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম উচ্চতম দীর্ঘতম এর তালিকা: List Of The Largest Shortest Highest Longest In India
ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম উচ্চতম দীর্ঘতম এর তালিকা: List Of The Largest Shortest Highest Longest In India
ভারতের বৃহত্তম
১) ভারতের বৃহত্তম রাজ্য – রাজস্থান (আয়তন)
২) ভারতের বৃহত্তম গম্বুজ – গোল গম্বুজ
৩) ভারতের বৃহত্তম রাজ্য – উত্তর প্রদেশ ( জনসংখ্যায় )
৪) ভারতের বৃহত্তম সমাধি সৌধ – তাজমহল
৫) ভারতের বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল – লাদাখ
৬) ভারতের বৃহত্তম বন্দর – মুম্বাই
৭) ভারতের বৃহত্তম গির্জা – সেন্ট ক্যাথিড্রাল, গোয়া
৮) ভারতের বৃহত্তম মন্দির – মীনাক্ষী মন্দির, মাদুরাই
৯) ভারতের বৃহত্তম মসজিদ – তাজ উল মসজিদ
১০) ভারতের বৃহত্তম ব্যাংক – স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
১১) ভারতের বৃহত্তম হোটেল – অবেরয়-শেরাটন
১২) ভারতের বৃহত্তম নগরী – মুম্বাই
১৩) ভারতের বৃহত্তম সার কারখানা – সিন্ধ্রি, বিহার
১৪) ভারতের বৃহত্তম গুহা মন্দির – কৈলাস, ইলোরা
১৫) ভারতের বৃহত্তম বনভূমি – কাজিরাঙ্গা, অসম
১৬) ভারতের বৃহত্তম মিউজিয়াম – ভারতীয় জাদুঘর, কলকাতা
১৭) ভারতের বৃহত্তম জলাধার – টালা ট্যাঙ্ক
১৮) ভারতের বৃহত্তম গুরুদ্বার – স্বর্ণ মন্দির, অমৃতসর
১৯) ভারতের বৃহত্তম স্টেডিয়াম – নরেন্দ্র মোদী স্টেডিয়াম, গুজরাট
২০) ভারতের বৃহত্তম চিড়িয়াখানা – কোমাডো ড্রাগনও (বিশ্বের বৃহত্তম ভারতে গড়ে উঠতে চলেছে)
২১) ভারতের বৃহত্তম স্তূপ – সাঁচি স্তূপ, মধ্যপ্রদেশ
২২) ভারতের বৃহত্তম মরুভূমি – থর, রাজস্থান
২৩) ভারতের বৃহত্তম তারামণ্ডল – বিড়লা তারামণ্ডল
২৪) ভারতের বৃহত্তম রেল স্টেশন – ভিক্টোরিয়া টারমিনাস
২৫) ভারতের বৃহত্তম বিমানবন্দর – মুম্বাই বিমানবন্দর
২৬) ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা – ভিলাই
২৭) ভারতের বৃহত্তম বাজার – নিউ মার্কেট, কলকাতা
২৮) ভারতের বৃহত্তম কারাগার – তিহার জেল, দিল্লি
২৯) ভারতের বৃহত্তম গ্রন্থাগার – ন্যাশনাল লাইব্রেরি, কলকাতা
৩০) ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান – শিবপুর বোটানিক্যাল গার্ডেন, হাওড়া
Also Read:
- বিখ্যাত ভারতীয় শাসকদের রাজধানীর নাম
- আকবরের শাসনকালে মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি
- ভারতীয় সংবিধান জিকে PDF
- বাংলায় সমাজ সংস্কার
- আলাউদ্দিন খলজীর শাসনব্যবস্থা
- দ্বৈত শাসন ব্যবস্থা - Dual Governance System
- ভারতের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ পুস্তক
- ভারতের স্বাধীনতা সংগ্রাম এর গুরুত্বপূর্ন প্রশ্ন ও উত্তর
- ভারতের জাতীয় পতাকার বিবর্তন
- ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- চেঙ্গিস খান ও মােঙ্গল সাম্রাজ্য
- ভারত বিভাজনের ইতিহাস
৩১) ভারতের বৃহত্তম শৈলাবাস – সিমলা, হিমাচল প্রদেশ
৩২) ভারতের বৃহত্তম বদ্বীপ – সুন্দরবন
৩৩) ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয় – কলকাতা বিশ্ববিদ্যালয়
৩৪) ভারতের বৃহত্তম তেল শোধনাগার – জামনগর, গুজরাত
৩৫) ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ – চিল্কা, ওড়িশা
৩৬ ) ভারতের বৃহত্তম জলপ্রপাত – গেরসোপ্পা, কর্ণাটক
৩৭) ভারতের বৃহত্তম হ্রদ – উলার হ্রদ, কাশ্মীর
৩৮) ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা – ভাকরা নাঙ্গাল
৩৯) ভারতের বৃহত্তম মেলা – কুম্ভ মেলা
৪০) ভারতের বৃহত্তম পশু মেলা – শোনপুর, বিহার
ভারতের উচ্চতম
৪১) ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ – গডউইন অস্টিন
৪২) ভারতের উচ্চতম অট্টালিকা – বিকাশ মিনার, নতুন দিল্লি
৪৩) ভারতের উচ্চতম বিমান বন্দর – লেহ, লাডাক
৪৪) ভারতের উচ্চতম মন্দির - মীনাক্ষী মন্দির, মাদুরাই
৪৫) ভারতের উচ্চতম ধাতু নির্মিত স্তম্ভ – অশোক স্তম্ভ, সারনাথ
৪৬) ভারতের উচ্চতম বাঁধ – তেহেরি বাঁধ
৪৭) ভারতের উচ্চতম স্তম্ভ – কুতুব মিনার
৪৮) ভারতের উচ্চতম তোরণদ্বার – বুলন্দ দরওয়াজা
৪৯) উচ্চতম উচ্চতম রেল স্টেশন – ঘুম, দার্জিলিং
৫০) ভারতের উচ্চতম স্তূপ – সাঁচি স্তূপ
ভারতের দীর্ঘতম
৫১) ভারতের দীর্ঘতম সুড়ঙ্গপথ – জওহর টানেল
৫২) ভারতের দীর্ঘতম নদী সেতু – মহাত্মা গান্ধি সেতু
৫৩) ভারতের দীর্ঘতম পর্বতমালা – হিমালয়
৫৪) ভারতের দীর্ঘতম গুহা মন্দির – ইলোরা
৫৫) ভারতের দীর্ঘতম গুহা – অমরনাথ, জম্মু ও কাশ্মীর
৫৬) ভারতের দীর্ঘতম খাল – ইন্দিরা গান্ধি খাল , রাজস্থান
৫৭) ভারতের দীর্ঘতম সেতু – ভূপেন হাজারিকা সেতু বা ঢোলা-সাদিয়া সেতু
৫৮) ভারতের দীর্ঘতম ময়দান – গড়ের মাঠ, কলকাতা
৫৯) ভারতের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু – হাওড়া ব্রিজ
৬০) ভারতের দীর্ঘতম রেলপথ – উত্তর রেলপথ
Also Read:
৬১) ভারতের দীর্ঘতম বাঁধ – হিরাকুঁদ বাঁধ
৬২) ভারতের দীর্ঘতম হাইওয়ে – NH 44, শ্রীনগর থেকে কন্যাকুমারী
৬৩) ভারতের দীর্ঘতম গিরিপথ – খাইবার গিরিপথ
৬৪) ভারতের দীর্ঘতম নদী – গঙ্গা, ২৫১০ কিমি
৬৫) ভারতের দীর্ঘতম হিমবাহ – সিয়াচেন
ভারতের সর্বাপেক্ষা বেশি
৬৬) ভারতের সর্বাপেক্ষা বেশি দিন মুখ্যমন্ত্রী – পবন চামলিং
৬৭) ভারতের সর্বাপেক্ষা বেশি জনাকীর্ণ শহর – মুম্বাই
৬৮) ভারতের সর্বাপেক্ষা বেশি শিক্ষিতের হার – কেরল
৬৯) ভারতের সর্বাপেক্ষা কাগজ কল – পশ্চিমবঙ্গ
৭০) ভারতের সর্বাপেক্ষা প্রাচীন পর্বত – আরাবল্লি
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box