বিশ্বের বিভিন্ন বিষয়ের জনক ও প্রতিষ্ঠাতার নামের তালিকা: List Of Fathers And Founders Of Various Subjects
বিশ্বের বিভিন্ন বিষয়ের জনক ও প্রতিষ্ঠাতার নামের তালিকা: List Of Fathers And Founders Of Various Subjects
1. গুগল এর প্রতিষ্ঠাতা কে ?
➨ ল্যারি পেজ ও সের্গেই বিন
2. ফেসবুক এর প্রতিষ্ঠাতা কে ?
➨ মার্ক জুকারবার্গ
3. হােয়াটসঅ্যাপ এর প্রতিষ্ঠাতা কে ?
➨ অ্যাকটন ও কুউম
4. অ্যাপেল এর প্রতিষ্ঠাতা কে ?
➨ স্টিভ জোবস, রােনান্ডওয়েন, স্টিভ ওজনিয়াক
5. মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা কে ?
➨ বিল গেটস ও পল অ্যালেন
6. টুইটার এর প্রতিষ্ঠাতা কে ?
➨ জ্যাক ডােরসি, ইভান উইলিয়ামস, নােয়া গ্লাস, বিজ স্টোন
7. ইউটিউব এর প্রতিষ্ঠাতা কে ?
➨ স্টিভ চেন, জাভেদ করিম, চাড হারালে
8. ইয়াহু -র প্রতিষ্ঠাতা করেন কে ?
➨ জেরি ইয়াং, ডেভিড ফিলাে
9. মােবাইলের জনক কে ?
➨ মার্টিন কুপার
10. WWW আবিষ্কারক এর নাম কি ?
➨ টিম বানার্স লি
11. আইম্যাক আইফোন আইপড় আইপ্যাড উদ্ভাবকের জনক কে ?
➨ স্টিভ জোবস
12. ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ?
➨ ডঃ এম এস স্বামীনাথন
13. ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় ?
➨ ডঃ ভার্গিস কুরিয়েন
14. অর্থনীতির জনক কে ?
➨ অ্যাডাম স্মিথ
15. বিজ্ঞানের জনক কাকে বলা হয় ?
➨ অ্যারিস্টটল
16. রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় ?
➨ অ্যারিস্টটল
17. ইতিহাসের জনক কে ?
➨ হেরােডােটাস
18. আধুনিক সেল ফোনের জনক কে ?
➨ মার্টিন কুপার
19. কম্পিউটারের জনক কাকে বলা হয় ?
➨ চার্লস ব্যাবেজ
20. ভারতের রেলপথের জনক কে
➨ লর্ড ডালহৌসি
21. জ্যামিতির জনক কাকে বলা হয় ?
➨ ইউক্লিড
22. আধুনিক পরমাণুবাদের জনক কে ?
➨ জন ডালটন
23. আধুনিক কার্টুনের জনক কে ?
➨ উইলিয়াম ডিজনি
24. আধুনিক ব্যাঙ্গ চিত্রের জনক কাকে বলা হয় ?
➨ উইলিয়াম হােগার্থ
25. আধুনিক বাংলা গদ্যের জনক কাকে বলা হয় ?
➨ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
26. হােমিওপ্যাথির জনক কে ?
➨ হ্যানিম্যান
27. ভারতের ফুটবলের জনক কে ?
➨ নগেন্দ্র প্রসাদ
28. ইংরিজি কবিতার জনক কে ?
➨ জিওফ্রে চসার
29. ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় ?
➨ ডঃ বি আর আম্বেদকর
30. আধুনিক মুদ্রণ শিল্পের জনক কে ?
➨ চার্লস উইলকিন্স
31. নিউক্লিয়ার পদার্থবিদ্যার জনক কাকে বলে ?
➨ আর্নেস্ট রাদারফোর্ড
32. ত্রিকোণমিতির জনক কে ?
➨ হিপারকাস
33. জীববিদ্যার জনক কে ?
➨ চার্লস ডারউইন
34. রসায়নের জনক কে ?
➨ রবাট বায়েল
35. জেনেটিক্স এর জনক কাকে বলা হয় ?
➨ মেন্ডেল (অস্ট্রিয়া)
36. প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রকৃতির ইতিহাসের জনক কে ?
➨ অ্যারিস্টটল (গ্রিস)
37. মাইক্রোবায়ােলজির জনক কে ?
➨ লুই পাস্তুর (ফ্রান্স)
38. নার্সিং এর জনক কাকে বলা হয় ?
➨ ফ্লোরেন্স নাইটিঙ্গেল
39. টেলিফোনের জনক কে ?
➨ আলেকজান্ডার গ্রাহাম বেল
40. আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয় ?
➨ গ্যালিলিও গ্যালিলি
41. রক্তের গ্রুপের জনক কে ?
➨ কার্ল ল্যান্ড স্টেইনার
42. আয়ুর্বেদ শাস্ত্রের জনক কাকে বলা হয় ?
➨ চরক
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box