জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর: Life Science Question and Answer in Bengali

জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর: Life Science Question and Answer in Bengali

জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর: Life Science Question and Answer in Bengali


জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর: Life Science Question and Answer in Bengali



প্রশ্ন: কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় ? 


উত্তর: গ্লোকাগন


প্রশ্ন: চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি ? 


উত্তর: রেটিনা


প্রশ্ন: কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী। 


উত্তর: বিলিরুবিন


প্রশ্ন: মুত্র প্রস্তুত হয় কোথায় ? 


উত্তর: কিডনীতে 


প্রশ্ন: থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী ? 


উত্তর: থাইরক্সিন।


প্রশ্ন: মস্তিস্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ হয়।


উত্তর: ৩৫০ মি.লি.


প্রশ্ন: চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি ? 


উত্তর: রেটিনা


প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস ? 


উত্তর: পেপসিন


প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস ? 


উত্তর: পেপসিন


প্রশ্ন: বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি ? 


উত্তর: টিস্প্যানিক পর্দা


প্রশ্ন: জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ ? 


উত্তর: কার্বন


প্রশ্ন: যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে ? 


উত্তর: গ্লাইকোজেন রূপে


প্রশ্ন: প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি? 


উত্তর: দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা


প্রশ্ন: কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয় ?


উত্তর: প্যারা হরমোন


প্রশ্ন: প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি? 


উত্তর: দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা


প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে ? 


উত্তর: অ্যাড্রনালিন


প্রশ্ন: দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য ? 


উঃ টেস্টোস্টেরন


প্রশ্ন: জীবন রক্ষাকারী হরমোন কোনটি? 


উঃ অ্যালডোস্টেরন


প্রশ্ন: ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে ? 


উত্তর: অস্থিতে


প্রশ্ন: খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে ? 


উত্তর: ক্ষুদ্রান্তে


প্রশ্ন: মহিলাদের পরিনত জনন কোষকে কি বলে ? 


উত্তর: ডিম্বাণু


প্রশ্ন: মানুষের করোটিতে কতটি অস্থি থাকে ? 


উত্তর: ২৪ টি


প্রশ্ন: প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত ?


উত্তর: ৭২


প্রশ্ন: ধমনী শেষ হয় কোথায় ? 


উত্তর:লসিকায়


প্রশ্ন: মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে? 


উত্তর: মেলানিন


প্রশ্ন: পরিপাক তন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফিত অংশের নাম কি ? 


উত্তর: পাকস্থলী 


প্রশ্ন: নিউরন কি?


উত্তর: স্নায়ু কলার প্রতিটি কোষকে নিউরন বলে


প্রশ্ন: কোন সন্ধিতে সবচেয়ে বেশী Movement হয় ? 


উত্তর: সাইনভিয়াল সন্ধি


প্রশ্ন: মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি ? 


উত্তর: স্টেপিস


প্রশ্ন: রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রস ?


উত্তর: পিত্তরস


প্রশ্ন: মানব দেহের রক্ত সঞ্চালন চক্র আবিস্কার করেন কে ? 


উত্তর: উইলিয়াম হার্ভে


প্রশ্ন: কোন অ্যাসিড মানব দেহে অপেক্ষাকৃত বেশি পরিমানে আছে ? 


উত্তর: HCL


প্রশ্ন: মুত্র প্রস্তুত হয় কোথায় ? 


উত্তর: কিডনীতে 


প্রশ্ন: থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী ? 


উত্তর: থাইরক্সিন।


প্রশ্ন: বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি ? 


উত্তর: টিস্প্যানিক পর্দা


প্রশ্ন: জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ ? 


উত্তর: কার্বন


প্রশ্ন: যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে ? 


উত্তর: গ্লাইকোজেন রূপে


প্রশ্ন: একজন বয়স্ক লোক প্রতি মিনিটে কত বার শ্বাস নেয় ? 


উত্তর: ১২ - ১৮ বার


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.