International Borders Of Different Countries: বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমান্ত
International Borders Of Different Countries: বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমান্ত
1. 8° Channel➨ লাক্ষাদ্বীপ ও মিনিকয়
2. 9º Channel➨ কাভারাত্রি ও মিনিকয়
3. 10° Channel➨ উত্তর আন্দামান ও দক্ষিণ নিকোবর
4. 16° Parallel➨ অ্যাঙ্গোলা ও নামিবিয়া
5. 17° Parallel➨ উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম
6. 24° Parallel➨ ভারত ও পাকিস্তান
7. 35° Parallel➨ ভারত ও মায়ানমার
8. 38° Parallel➨ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া
9. 49° Parallel➨ কানাডা ও আমেরিকা
10. ডুরান্ড লাইন➨ আফগানিস্তান ও পাকিস্তান
11. ম্যাকমােহন লাইন➨ ভারত ও চিন
12. রর্যাডক্লিফ লাইন (Radcliffe Line)➨ ভারত ও পাকিস্তান
13. হিন্ডেনবাগ➨ জার্মানি ও পােল্যান্ড
14. ওর্ডার নিসে লাইন➨ জার্মানি ও পােল্যান্ড
15. ম্যাগিনট লাইন➨ জার্মানি ও ফ্রান্স
16. সিগফ্রয়েড লাইন➨ জার্মানি ও ফ্রান্স
17. বারলেভ লাইন➨ ইজরায়েল ও প্যালেস্টাইন
18. মান্নার হিম লাইন➨ রাশিয়া ও ফিনল্যান্ড
19. হট লাইন➨ ক্রেমলিন ও হােয়াইট হাউসের মধ্যে টেলিফোন যােগাযােগ
21. সাত-এল-আরব➨ ইরাক ও ইরান
22. ব্লু লাইন➨ ইজরায়েল ও লেবানন
23. সেমধিরাে চ্যানেল ➨ গ্রেট আন্দামান ও লিটিল আন্দামান
24. জিব্রাল্টার চ্যানেল ➨ স্পেন এবং মরক্কো
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box