ভারতের স্বাধীনতা সংগ্রাম এর গুরুত্বপূর্ন প্রশ্ন ও উত্তর: Indias Freedom Struggle Questions And Answers

ভারতের স্বাধীনতা সংগ্রাম এর গুরুত্বপূর্ন প্রশ্ন ও উত্তর: Indias Freedom Struggle Questions And Answers

 

ভারতের স্বাধীনতা সংগ্রাম এর গুরুত্বপূর্ন প্রশ্ন ও উত্তর: Indias Freedom Struggle Questions And Answers


ভারতের স্বাধীনতা সংগ্রাম এর গুরুত্বপূর্ন প্রশ্ন ও উত্তর: Indias Freedom Struggle Questions And Answers



1. ‘পথের দাবি’ গ্রন্থের লেখক কে ?


উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।


2. ‘ আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক কে ?


উত্তর: স্বামী বিবেকানন্দ।


3. কবে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত হয় ?


উত্তর: ১৮৫৫ সালে।


4. শ্রীরামপুর কলেজ কবে স্থাপিত হয় ?


উত্তর: ১৮১৮ সালে।


5. কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ?


উত্তর: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।


6. জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ?


উত্তর: অ্যালান অক্টাভিয়ান হিউম।


7. ' হাজং ' উপজাতিদের বিদ্রোহকে ‘হাতিখেদা বিদ্রোহ’ কেন বলা হয় ?


উত্তর – ১৭৭০ সাল থেকে সুসঙ্গের জমিদারের হয়ে হাতি ধরার কাজ করত বলে।


8. নেতাজী কবে আজাদ হিন্দ ফৌজের  সিপাহসালার’ (সেনাবাহিনীর প্রধান) হন ?


উত্তর: ১৯৪৩ সালের ২৫ আগস্ট।


9. রায়তওয়ারি প্রথা প্রথম কোথায় কার্যকরী হয় ?


উত্তর: চেন্নাই ও মুম্বইয়ে।


10. বরাহগিরি ভেঙ্কট গিরিও দিওয়ান চমনলাল কাদের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ?


উত্তর: শ্রমিক আন্দোলন।


11. ব্রাহ্ম সমাজ কী উদ্দেশ্যে গড়া হয়েছিল ?


উত্তর: একেশ্বরবাদ প্রচারের জন্য।


12. স্বাধীনতা আন্দোলনের শুরুতে কোন জাতীয়তাবাদী নেতা ভারতীয় জাতীয় আন্দোলনের প্রতি ইংল্যান্ডে জনমত গড়তে উদ্যোগ নেন ?


উত্তর: দাদাভাই নওরােজি।


13. ১৭৮২ সালে চাকমা উপজাতিরা কার নেতৃত্বে দ্বিতীয়বার বিদ্রোহ করেন ?


উত্তর: জানবক্স খাঁর নেতৃত্বে (দৌলত খাঁর ছেলে)।


14. বাঁকুড়া ও বীরভূমে পাহাড়িয়া আদিবাসীরা প্রথম কবে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করে ?


উত্তর: ১৭৮৯ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে (প্রতিপক্ষ ছিল ব্রিটিশ জেলা শাসক খ্রিস্টোফার কিটিং)।


15. বাঁকুড়া জেলার দক্ষিণ-পশ্চিম, মেদিনীপুর জেলার উত্তর-পশ্চিম ও মানভূম জেলার পূর্বাঞ্চলকে ব্রিটিশ শাসকরা কী নাম দেন ?


উত্তর: জঙ্গল মহল।


16. হেনরি লুই ভিভিয়ান ডিরােজিও কবে হিন্দু কলেজ থেকে অধ্যাপনার কাজ ছেড়ে দেন ?


উত্তর: ১৮৩১ সালে। 


17. ন্যাশনাল লাইব্রেরি’র নাম আগে কী ছিল ?


উত্তর: ক্যালকাটা পাব্লিক লাইব্রেরি ( ১৮৩৬ সালে )।


18. মেদিনীপুরের বগড়ী অঞ্চলের আদিবাসী নায়েকরা কার নেতৃত্বে ১৮০৬ সালে ইস্টইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে জমি উদ্ধারের জন্য সশস্ত্র লড়াই করেন ?


উত্তর: অচল সিংহের।


19. ভারতীয় জাতীয় কংগ্রেসেরই উপদল সােশ্যালিস্ট পার্টিতে ১৯৫৩ ও ১৯৫৪ সালে চেয়ারম্যান কে ছিলেন ?


উত্তর: আচার্য নরেন্দ্র দেব।


20. ময়মনসিংহ জেলার গারাে পার্বত্য অঞ্চলের উপজাতিরা কার নেতৃত্বে ১৭৭৫ সালে জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করেন ?


উত্তর: করম শাহ নামে এক ফকিরের নেতৃত্বে (পরে নেতা হন সুসঙ্গ পরগনার শঙ্করপুরের গারাে সর্দার ছপতি গারাে)।


21. ময়মনসিংহ জেলার হাজং উপজাতির লােকেরা কার নেতৃত্বে সুসঙ্গের জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ করেন, যা ইতিহাসে ‘হাতিখেদা বিদ্রোহ’নামে পরিচিত ?


উত্তর: মনা সর্দার (ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে হয়)।


22. সিংহলের মহাবােধি সােসাইটি কাকে সম্বুদ্ধাগম চক্রবর্তী উপাধি দেন ?


উত্তর: আশুতােষ মুখােপাধ্যায়কে।


23. ব্রিটিশদের বিরুদ্ধে রংপুরের কৃষকদের বিদ্রোহ কবে হয় ?


উত্তর: ১৭৮৩ সালে।


24. যশাের-খুলনায় কবে জমিদারদের বিরুদ্ধে প্রজারা সশস্ত্র বিদ্রোহ করে ?


উত্তর: ১৭৮৪ সালে, যা ১৭৯৬ সাল পর্যন্ত চলে।


25. ত্রিপুরায় তিপ্রা উপজাতিরা কার নেতৃত্বে রাজার দেওয়ান বলরাম হাজারিকার বিরুদ্ধে ১৮৫০ সালে সশস্ত্র বিদ্রোহ করে ?


উত্তর: পরীক্ষিত ও কীর্তি।


26. ত্রিপুরায় কার নেতৃত্বে পইতু কুকিরা প্রথম স্বাধীন কুকি রাজ্যের জন্য বিদ্রোহ করে ?


উত্তর: শিববুত ( ১৮৪৪ সালে )।


27. ১৭৮৭ সালে চাকমা উপজাতিরা আবার চতুর্থবার কার নেতৃত্বে বিদ্রোহ করে ?


উত্তর  - দ্বিতীয় দৌলত খাঁ।


28. কুকি ও রিয়াং বিদ্রোহের সময় ত্রিপুরা রাজ্যের রাজধানী কোথায় ছিল ?


উত্তর – উদয়পুরে।


29. বিপ্লবী ভগত সিং শৈশবে কোন বিদ্যালয়ে পড়তেন ?


উত্তর: লাহােরের ব্রাডলাও হল স্কুলে (এখন পাক-ই-স্তানের অন্তর্গত)।


30. ইস্টইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস কলকাতার কোন বাড়িতে বসবাস করতেন ?


উত্তর: কলকাতার আলিপুরে বেলভিডিয়ার রােডে প্রাচীন ন্যাশনাল লাইব্রেরি ভবনটিতে।


31. ছােটনাগপুরের আদিবাসীরা চৌকিদারের খাজনার বিরুদ্ধে যে আন্দোলন করেন, তার নাম ?


উত্তর: তানা ভাগত আন্দোলন।


32. হায়দরাবাদের শেষ নিজাম ওসমান আলি খান কোন প্রাসাদে থাকতেন ?


উত্তর: রাজপ্রাসাদে (১৯০৯ সালে স্থাপিত)।


33. ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি পাওয়ার পর কোম্পানির প্রথম গভর্নর কে হন ?


উত্তর: রবার্ট ক্লাইভ (১৭৫৮ সালে)।


34. ভারতে ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল কে হন ?


উত্তর: ওয়ারেন হেস্টিংস।


35. ব্রিটিশ সরকারের উপনিবেশ হওয়ার পর গভর্নর জেনারেল পদের নাম বদলে রানি ভিক্টোরিয়ার প্রতিনিধি হিসাবে যিনি কাজ করতেন, তার পদের নাম কী হয় ?


উত্তর: ভাইসরয়।


36. ব্রিটিশ ইন্ডিয়ার প্রথম ভাইসরয় কে হন ?


উত্তর: চার্লস জন (ব্রিটেনের ক্যানিং অঞ্চলের প্রথম আল ছিলেন বলে, রাজভক্তিতে ইতিহাসে তিনি লর্ড ক্যানিং নামে পরিচিতি পান)।


37. হরিশ্চন্দ্র মুখার্জী কোন সংবাদপত্রের সম্পাদক ছিলেন ?


উত্তর: হিন্দু প্যাট্রিয়ট।


38. ব্রিটিশ শাসিত ভারতে প্রথম কোন মারাঠি মূলত আদিবাসীদের নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেন ?


উত্তর: বাসুদেব বলবন্ত ফাড়কে।


39.দক্ষিণ ২৪ পরগনা জেলার মজিলপুর গ্রামের কানাইলাল ভট্টাচার্য কবে দীনেশ গুপ্তের ফাঁসির আদেশদাতা আলিপুর জাজেস কোর্টের সেশন জাজ গার্লিককে গুলি করে হত্যা করেন ?


উত্তর: ১৯৩১ সালের ২৭ জুলাই।


40. গদর পার্টির সদস্যদের সঙ্গে কোন বাঙালি সানফ্রান্সিসকো থেকে সশস্ত্র অভ্যুত্থানের জন্য ভারতে আসেন ?


উত্তর: কেদারেশ্বর গুহ।


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.