ভারতীয় শিল্প এবং প্রথম ডাক পরিষেবা জি.কে: Indian Industry and the First Postal Service G.K.
ভারতীয় শিল্প এবং প্রথম ডাক পরিষেবা জি.কে: Indian Industry and the First Postal Service G.K.
1. কার্পাস শিল্প প্রথম গড়ে ওঠে কত সালে ?
উত্তর:1818 সালে (ঘুষুড়ি, কলকাতা)
2. পাট শিল্প প্রথম গড়ে ওঠে কত সালে ?
উত্তর:1855 সালে (রিষড়া)
3. চিনি শিল্প প্রথম গড়ে ওঠে কত সালে ?
উত্তর:1900 সালে (বিহার)
4. সিমেন্ট শিল্প প্রথম গড়ে ওঠে কবে ?
উত্তর:1904 সালে (চেন্নাই)
5. লৌহ - ইস্পাত শিল্প প্রথম গড়ে ওঠে কত সালে ?
উত্তর: 1907 সালে (জামসেদপুর)
6. কাগজ শিল্প প্রথম গড়ে ওঠে কবে ?
উত্তর: 1812 সালে (শ্রীরামপুর)
7. বাই সাইকেল শিল্প কবে গড়ে ওঠে ?
উত্তর: 1938 সালে (কলকাতা)
8. ভারতে প্রথম ডাক পরিষেবা শুরু হয় কত সালে ?
উত্তর:1837 সালে
9. প্রথম ডাক টিকিট চালু হয় কবে ?
উত্তর:1852 সালে
10. ভারতে প্রথম ডাকবিভাগ স্থাপিত হয় ?
উত্তর:1854 সালে
11. প্রথম সর্বভারতীয় ডাকটিকিট চালু হয় কত সালে ?
উত্তর:1854 সালে
12. ডাক পরিষেবা প্রথম মানি অর্ডার ব্যবস্থা চালু হয় ?
উত্তর:1880 সালে
13. প্রথম ডাকসঞ্চয় ব্যাঙ্ক প্রকল্প চালু হয় কবে ?
উত্তর:1882 সালে
14. এয়ারসেল পরিসেবা চালু হয় কত সালে ?
উত্তর:1911 সালে
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box