Indian History Questions For Competitive Exams: আধুনিক ভারতের ইতিহাস প্রশ্নোত্তর

Indian History Questions For Competitive Exams: আধুনিক ভারতের ইতিহাস প্রশ্নোত্তর

Indian History Questions For Competitive Exams: আধুনিক ভারতের ইতিহাস প্রশ্নোত্তর

Indian History Questions For Competitive Exams: আধুনিক ভারতের ইতিহাস প্রশ্নোত্তর



১. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? 


উত্তর: মঙ্গল পান্ডে


২. সলবাইয়ের সন্ধি কত সালে হয়? 


উত্তর: ১৭৮২ সালে


৩. জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? 


উত্তর: ডাফরিন


৪. গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে? 


উত্তর: অশ্বত্থ


৫. কবিরের ভক্তিমূলক গান কে কি বলে? 


উত্তর: দোঁহা


৬. পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে? 


উত্তর: মর্লেমিন্টো


৭. মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল? 


উত্তর: ফার্সি


৮. অতীশ দীপঙ্কর কে ছিলেন? 


উত্তর: বৌদ্ধ পণ্ডিত


৯. জামা মসজিদ কে নির্মান করেন? 


 উত্তর: শাহজাহান


১০. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? 


উত্তর: কৃষ্ণকুমার মিত্র


১১. মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী? 


উত্তর: ঔরঙ্গজেব


১২. কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন? 


উত্তর: শিবাজী


১৩. স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন? 


উত্তর: জাহাঙ্গীরের আমলে


১৪. মালিক কাফুর কে ছিলেন? 


উত্তর: আলাউদ্দিন খলজির সেনাপতি


১৫. বিজয়নগর এর প্রতিষ্ঠাতা কে? 


উত্তর: হরিহর


১৬. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? 


উত্তর: খিজির খান


১৭. ভারত সভা কত সালে স্থাপিত হয়? 


উত্তর: ১৮৭৬ সালে


১৮. আলিপুর বোমা মামলায় প্রধান আসামী কে ছিলেন? 


উত্তর: অরবিন্দ ঘোষ


১৯. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? 


উত্তর: ব্রহ্মবান্ধব উপাধ্যায়


২০. বক্সারের যুদ্ধ কত সালে হয়? 


উত্তর: ১৭৬৪ সালে


২১. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? 


উত্তর: লালা হরদয়াল


২২. সাইমন কমিশন কত সালে ভারতে আসে? 


উত্তর: ১৯২৮ সালে


২৩. গান্ধী বুড়ি কাকে বলা হয়? 


উত্তর: মাতঙ্গিনী হাজরা


২৪. ভারতছাড়ো আন্দোলনের সূচনা কে করেন? 


উত্তর: গান্ধীজি


২৫. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? 


উত্তর: লর্ড মাউন্টব্যাটেন


Also Read:

❏ বাংলা সাহিত্যের Mcq প্রশ্নোত্তর Pdf

❏ বাংলা গ্রামার Pdf

❏ কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম মনে রাখার উপায়

❏ কবি সাহিত্যিকদের ছদ্মনামের তালিকা Pdf

❏ বিভিন্ন বিষয়ের জনক

❏ বাংলা সাহিত্য কর্মের প্রধান চরিত্র Pdf

❏ গুরত্বপূর্ণ বাংলা বই ও তার লেখক Pdf

❏ একই নামে ভিন্নধর্মী গ্রন্থ ও লেখক Pdf

❏ পুরষ্কার সম্পর্কিত প্রশ্ন উত্তর Pdf


২৬. নৌ বিদ্রোহ কত সালে হয়? 


উত্তর: ১৯৪৬ সালে


২৭. কুনিক উপাধি কে গ্রহণ করেন? 


উত্তর: অজাতশত্রু


২৮. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? 


উত্তর: বিম্বিসার


২৯. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? 


উত্তর: সুভাষচন্দ্র বসু


৩০. গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? 


উত্তর: ১৯৩১ সালে


৩১. বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন? 


উত্তর: ধর্মপাল


৩২. প্রিয়দর্শীকা কে লিখেন? 


উত্তর: হর্ষবর্ধন


৩৩. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? 


উত্তর: হর্ষবর্ধন


৩৪. কালিদাস কার সভাকবি ছিলেন? 


উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্তের


৩৫. মেঘদুত এর রচয়িতা কে? 


উত্তর: কালিদাস


৩৬. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে? 


উত্তর: প্রথম নরসিংহ বর্মন


৩৭. গুপ্তাব্দের প্রচলন কবে হয়? 


উত্তর: ৩২০ সালে


৩৮. কনিষ্কের সভাকবি কে ছিলেন? 


উত্তর: অশ্বঘোষ


৩৯. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? 


উত্তর: শিমুক


৪০. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? 


উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত


৪১. শকাব্দ কে প্রচলন করেন? 


উত্তর: কনিষ্ক


৪২. গান্ধার শিল্প কোন যুগের? 


উত্তর: কুষাণ যুগের


৪৩. পুনা চুক্তি হয় কত সালে? 


উত্তর: ১৯৩২ সালে


৪৪. মাস্টারদা নামে কে পরিচিত? 


উত্তর: সূর্য সেন


৪৫. স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন? 


উত্তর: যতীন দাস


৪৬. গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি? 


উত্তর: দিল্লি চুক্তি


৪৭. কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? 


উত্তর: রামপ্রসাদ বিসমিল


৪৮. রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? 


উত্তর: ১৯৩০ সালে


৪৯. রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে? 


উত্তর: ১৯১৭ সালে


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.