ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর: Indian History Important Question And Answer

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর: Indian History Important Question And Answer

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর: Indian History Important Question And Answer


ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর: Indian History Important Question And Answer



1. কার শাসনকালে সাঁচী স্তূপ নির্মিত হয় ?


উত্তর: অশোক


2. কে বল্লভভাই প্যাটেলকে 'সর্দার' আখ্যা দেন ?


উত্তর: মহত্মা গান্ধী


3. কে পাটালিপুত্র নগরের প্রতিষ্ঠাতা ?


উত্তর: উদয়ন


4. অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল ?


উত্তর: ব্রাহ্মী


5. বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিলেন ?


উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত


6. আনন্দমঠ এর রচয়িতা কে?


উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


7. পথের দাবী কে রচনা করেন ?


উত্তর: শরত্চন্দ্র চট্টোপাধ্যায়


8. বর্তমান ভারত কে রচনা করেন ?


উত্তর: স্বামী বিবেকানন্দ


9. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ?


উত্তর: উমেশচন্দ্র বন্দোপাধ্যায়


10. কে লোকনায়ক হিসাবে পরিচিত ?


উত্তর: জয়প্রকাশ নারায়ন


11. 'সত্যমেব জয়তে' কথাটির উৎস ?


উত্তর: মুন্ডক উপনিষদ


12. কলকাতা মেডিকাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?


উত্তর: 1835 সালে


13. কবে বঙ্গভঙ্গ রদ হয়েছিল ?


উত্তর: 1911 সালে


14. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি কবে স্থানান্তর করা হয় ?


উত্তর: 1911 সালে


15. গদর দল কে প্রতিষ্ঠা করেন ?


উত্তর: লালা হরদয়াল


16. 'পাকিস্তান' শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?


উত্তর: রহমত আলি


17. মুসলিম লিগ কবে প্রতিষ্ঠিত হয় ?


উত্তর: 1906 সালে


18. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় ?


উত্তর: 1945 সালে


19. মিউনিখ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?


উত্তর: 1938 সালে


20. অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড কত সালে ঘটে ?


উত্তর: 1919 সালে


21. আন্দামান দ্বীপপুঞ্জর সুভাষচন্দ্র বসু কী নামকরণ করেছিলেন ?


উত্তর: শহিদ দ্বীপ


22. ক-টি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ?


উত্তর: তিনটি


23. ভারতীয় জাতীয় সংগীতের রচয়িতা কে ?


উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর


24. ভারতের জাতীয় গান কে রচনা করেন ?


উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


25. স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে 'শের ই পাঞ্জাব' নামে পরিচিত ?


উত্তর: লালা লাজপত রাই


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.