Indian Geography GK in Bengali: ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর
Indian Geography GK in Bengali: ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর
1. শিকড় আলগা শিল্প কাকে বলে ?
উত্তর: কার্পাস বয়ন শিল্প কে।
2. ভারতের কফির পাত্র কাকে বলা হয় ?
উত্তর: কর্ণাটক কে।
3. কোন রাজ্যে জোয়ার উৎপাদন সব থেকে বেশি ?
উত্তর: মহারাষ্ট্র রাজ্যে।
4. উদীয়মান শিল্প কাকে বলে ?
উত্তর: পেট্ররসায়ন শিল্প কে।
5. কোন দেশের সহায়তায় দূর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে ?
উত্তর: ব্রিটেন এর সহায়তায়।
6. ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা কোনটি ?
উত্তর: দুর্গাপুরে।
7. SAIL কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: 1973 সালে।
8. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ?
উত্তর: 7 নং জাতীয় সড়ক।
9. কবে সোনালী চতুর্ভুজ প্রকল্প চালু হয় ?
উত্তর: 2001 সালে।
10. ভারতের ডেট্রয়েট কাকে বলা হয় ?
উত্তর: চেন্নাই কে।
11. উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে ?
উত্তর: কানপুর কে।
12. ভারতের কোথায় যুদ্ধ জাহাজ তৈরী হয় ?
উত্তর: মুম্বাই তে।
13. কোন শহরে প্রথম মেট্রো রেল চালু হয় ?
উত্তর: কলকাতায়।
14. উত্তর পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: গোরক্ষপুর।
15. সোনালী তন্তু কাকে বলা হয় ?
উত্তর: পাট কে ।
16. কোন পরিবহন ব্যাবস্থার সাথে হীরক চতুর্ভুজ কথা টি জড়িত ?
উত্তর: রেলপথ।
17. ভারতের বৃহত্তম পেট্রোরাসায়নিক শিল্প কেন্দ্র কোনটি ?
উত্তর: জামনগর ।
18. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
উত্তর: আমেদাবাদ কে।
19. কার্পাস বয়ন শিল্পের রাজধানী কাকে বলে ?
উত্তর: মুম্বাই শহর কে।
20. আধুনিক শিল্প দানব কাকে বলে ?
উত্তর: পেট্রোরসায়ন শিল্প কে ।
21. কোন শহর কে ইলেকট্রনিক্স শহর বলা হয় ?
উত্তর: বেঙ্গালুরু কে ।
22. ভারতের ব্যাস্ততম সড়কপথ কোনটি ?
উত্তর: NH 2
23. ভারতের বৃহত্তম শহর কোনটি ?
উত্তর: দিল্লি।
24. 2011 সালের আদম শুমারি অনুযায়ী সর্বাধিক জনঘনত্ব পূর্ন শহর কোনটি ?
উত্তর: বিহার।
25. ভারতের বেসরকারি বৃহৎ ইস্পাত কারখানা কোনটি ?
উত্তর: TISCO
26. মারুয়া কি?
উত্তর: স্হানীয় ভাষায় রাগী - কে মারুয়া বলা হয় ।
27. কোন সময়ে রবি শস্য চাষ করা হয় ?
উত্তর: শীতের সময়।
28. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
উত্তর: কোয়েম্বাটুর কে।
29. ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র কোনটি ?
উত্তর: ট্রম্বে ।
30. রাউরকেল্লা স্টিল প্লান্ট কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে ?
উত্তর: জার্মানির ক্রুপস ও ডেমার্গ কোম্পানির সহায়তায়।
31. ভারতের সাক্ষরতার হার কত ?
উত্তর: 74.04 শতাংশ।
32. গম উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি ?
উত্তর: উত্তর প্রদেশ।
33. ভারতের ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তর: লখনউ তে।
34. ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কোম্পানি কোনটি ?
উত্তর: রিলায়েন্স।
35. পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচা মালের নাম কি ?
উত্তর: ন্যাপথা।
36. টাইডাল পার্ক কেন বিখ্যাত ?
উত্তর: তথ্যপ্রযুক্তির জন্য বিখ্যাত।
37. কমলা লেবুর শহর কাকে বলে ?
উত্তর: নাগপুর কে ।
39. E-mail এর পুরো নাম কি ?
উত্তর: ইলেকট্রনিক মেইল।
40. রেটুন পদ্ধতি কি ?
উত্তর: আঁখ চাষের সঙ্গে জড়িত একটি পদ্ধতি।
41. গোপীনাথ বরদলুই বিমান বন্দর কোথায় অবস্থিত ?
উত্তর: গুয়াহাটি।
42. স্বামী বিবেকানন্দ বিমান বন্দর কোথায় অবস্থিত ?
উত্তর: ছত্রিশগড় রাজ্যের রায়পুরে।
43. ভারতের ক্ষুদ্রতম সড়ক পথ কোনটি ?
উত্তর: NH - 47A
44. ভারতের একটি শুল্কমুক্ত বন্দর কোনটি ?
উত্তর: গুজরাটের কান্ডালা।
45. পশ্চিমবঙ্গের কোথায় তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়ে উঠেছে ?
উত্তর: কলকাতার সল্টলেকে।
46. একটি উচ্চফলনশীল ধান বীজের নাম লেখ ।
উত্তর: জয়া বা রত্না।
47. ভারতের বৃহত্তম বিমান বন্দরের নাম কি ?
উত্তর: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর।
48. কবে ভারতে মোবাইল ফোন চালু হয় ?
উত্তর: 1995 সালে।
49. RMS কথার অর্থ কি ?
উত্তর: রেলওয়ে মেইল সার্ভিস।
50. চা চাষের জন্য কত বৃষ্টি পাতের প্রয়োজন ?
উত্তর: 200 থেকে 300 সেন্টিমিটার।
51. ভারতের রেল ইঞ্জিন ও রেলবগি কোথায় তৈরী হয় ?
উত্তর: রেল ইঞ্জিন চিত্তরঞ্জন ও রেল বগি পেরাম্বুরে।
52. NHAI এর পুরো নাম কি ?
উত্তর: ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া।
53. ভারতের রূঢ় কাকে বলে?
উত্তর: দূর্গাপুর কে।
54. ভারতের প্রাচীন সড়ক কোনটি ?
উত্তর: গ্রান্ট ট্রাংক রোড।
55. ভারতের দীর্ঘতম রেল প্লাটফ্রর্ম কোনটি ?
উত্তর: পশ্চিমবঙ্গের খড়গপুর।
56. SAIL এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: নিউ দিল্লি।
57. ক্যাপিটাল অফ আইটি (IT) কাকে বলে ?
উত্তর: কর্ণাটকের বেঙ্গালুরু।
58. কোন কোম্পানি প্রথম রেল ইঞ্জিন তৈরী করে ?
উত্তর: TISCO ।
59. ভারতের প্রত্যাশিত আয়ুষ্কাল কত ?
উত্তর: 66 বছর।
60. ভারতের "সিলিকন ভ্যালি" কাকে বলে ?
উত্তর: বেঙ্গালুরু।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box