অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


Indian Constitution Question and Answer in Bengali PDF: গুরুত্বপূর্ণ ভারতের সংবিধানের প্রশ্নোত্তর

Indian Constitution Question and Answer in Bengali PDF: গুরুত্বপূর্ণ ভারতের সংবিধানের প্রশ্নোত্তর

Indian Constitution Question and Answer in Bengali PDF: গুরুত্বপূর্ণ ভারতের সংবিধানের প্রশ্নোত্তর


Indian Constitution Question and Answer in Bengali PDF: গুরুত্বপূর্ণ ভারতের সংবিধানের প্রশ্নোত্তর



1. ভারতে নাগরিকত্ব অর্জনের উপায় কী ?


উত্তর: 1। জন্মসূত্রে 2। উত্তরাধিকার সূত্রে। 3। রেজিস্ট্রিকরণের মাধ্যমে নাগরিকত্ব 4। দেশীয়করণের মাধ্যমে নাগরিকত্ব। 5। ভারত ভিত্তির মাধ্যমে নাগরিকত্ব।


2. রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ 


উত্তর: চীন, রাশিয়া, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র।


3. রাষ্ট্র সংঘের সরকারী ভাষা – আরবী, চীনা, ইংরাজী, রুশ, ফরাসী, স্পেনীয়।


4. রাষ্ট্র সংঘ গঠিত হয় – 1945 সালের 24 শে অক্টোবর।


5. জম্মু ও কাশ্মীরের সংবিধান চালু হয় – 1957 সালের 26 শে জানুয়ারী।


6. রাষ্ট্রহীন সমাজের প্রবক্তা – গান্ধীজী।


7. হিন্দু স্বরাজ বইটির লেখক — গান্ধীজী।


8. সরকারের নতুন আর্থিক বছর শুরু হয় ১ লা এপ্রিল।


9. রাষ্ট্রপতি লােকসভায় 2 জন ভারতীয় নিয়ােগ করেন।


10. মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সত্বা মুখ্যসচিব।


11. অর্থবিল শুধুমাত্র লােকসভাতে উত্থাপন করা হয়।


12.মন্ত্রীসভায় তিন প্রকারের মন্ত্রী থাকেন।


13. জিরাে আওয়ারে বিবিধ বিষয়ে আলােচনা করা হয়।


14. অর্থবিল রাজ্যসভা সর্বাধিক 14 দিন আটকে রাখতে পারে।


15. ভারতীয় গণপরিষদে মােট কমিটির সংখ্যা ছিল 22 টি।


16. এখনও পর্যন্ত ভারতের সংবিধানের প্রস্তাবনা একবার সংশােধিত হয়েছে।


17. প্রস্তাবনা সংবিধানের প্রথম অংশ যুক্ত।


18. ভারতের সংবিধান এখনও পর্যন্ত 108 বার সংশােধন করা হয়েছে।


19. ভারতে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় রাজস্থানে ( 1959 সালে )।


20. নরেন্দ্র মােদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে ভুটান যান।


21. ভারতের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট।


22. লোকসভায় zero hour - এর স্থায়ীত্বকাল নেই।


23. লােকসভায় Question hour - এর স্থায়ীত্ব ১ ঘন্টা।


24. ভারতে রাষ্ট্রপতি কতবার নির্বাচিত হতে পারেন – যতবার খুশী।


25. কোন দেশের সংবিধানকে ‘ আইনজীবিদের স্বর্গরাজ্য ’ বলা হয় – ভারত।


26. বেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল – 1973।


27. কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন – ঠাকুরদাস ভার্গব।


28. ‘ Unto the last ' বইটির লেখক কে ? – জন রাসকিন।


29. ভারতের সংবিধান সংশােধন পদ্ধতিটি যুক্ত হয় – 368 নং ধারায়।


30. 19 নং ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলি বর্তমান সংখ্যা কত ? - 6।


31. ভারতে কাকে আধুনিক মনু বলে গণ্য করা হয় ? – ডঃ বি . আর . আম্বেদকর।


32. পাবলিক সার্ভিস কমিশনের সদস্যগণ কত বছরের জন্য নিযুক্ত হন ? – 6 বছর।


33. ভারতীয় সংবিধানের কোন ধারায় পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় – 246 নং ধারায়।


34. U. P. S.C. কমিশনের সভাপতি ও সদস্যবৃন্দ কার দ্বারা নিযুক্ত হন ?


উত্তর: রাষ্ট্রপতি।


35. সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন ?


উত্তর: ফতিমা বিবি।


36. ভারতীয় সংবিধানে অবশিষ্ট ক্ষমতা কাকে প্রদান করা হয়েছে ?


উত্তর: পার্লামেন্ট।


37. পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি ?


উত্তর: জেলা পরিষদ।


38. হাইকোর্টের বিচারপতির সংখ্যা প্রয়ােজনানুসারে কে স্থির করে থাকেন ?


উত্তর: রাষ্ট্রপতি।


39. কে উপ-রাষ্ট্রপতি পদে প্রথম দুইবার নির্বাচিত হন ?


উত্তর: ডঃ রাধাকৃষ্ণাণ।


40. পঞ্চায়েত ব্যবস্থা কোন তালিকার অন্তর্ভুক্ত ?


উত্তর: রাজ্য তালিকা।


41. ভারতের লােক - আদালত কোথায় বসে ?


উত্তর: দিল্লী।


42. গ্রাম পঞ্চায়েতে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত ?


উত্তর: 30 জন।


43. ভারতের দ্বিতীয় উপ-রাষ্ট্রপতি কে ছিলেন ?


উত্তর: জাকির হােসেন।


44. ভারতীয় সংবিধানে কাকে নির্ণায়ক ভােট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে ?


উত্তর: লােকসভার স্পীকার।


45. সংসদীয় সরকারের সবচেয়ে অপরিহার্য বৈশিষ্ট্যটি হল


উত্তর: সংসদের সার্বভৌমত্য।


46. ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকার সমূহের অভিভাবক কে ?


উত্তর: সংসদ।


47. ভারতে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনের অনুপস্থিতির সময়ে, কোন পদাধিকারী রাষ্ট্রপতির কার্যকরেন ?


উত্তর: উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়মূর্তি।


48. ভারতে লােকসভার প্রধান কার্য পরিচালক হলেন – লােকসভার অধ্যক্ষ। 


49. প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণ হল – সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্ম - নিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র।


50. হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত করেন ভারতের রাষ্ট্রপতি।


51. ভারতীয় সংসদের উভয় কক্ষের যুগ্ম অধিবেশনের সভাপতি হন ?


উত্তর: লােকসভার স্পীকার।


52. কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় ?


উত্তর: 1935 সালে।


53. ভারতীয় সংবিধানে গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন ?


উত্তর: ডঃ বি.আর.আম্বেদকর।


54. ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল ?


উত্তর: 389 জন।


55. শাসনতন্ত্রে চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে ?


উত্তর: সুপ্রিম কোর্ট।


56. ভারতীয় সংবিধানে 109 তম সংশােধনিটি সরকারী ভাষার সঙ্গে সম্পর্কিত।


57. বর্তমানে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কে ?


উত্তর: বান-কি-মুন।


58. জাতীয় সংহতি দিবস পালিত হয় ?


উত্তর: 31 অক্টোবর।


59. ভারতবর্ষে রাষ্ট্রপতি নির্বাচন হয় লােকসভা , রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার সদস্যদের দ্বারা।


60. লােকসভার আয়ুকে বাড়াতে পারেন - রাষ্ট্রপতি।


61. স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন - উঃ প্রফুল্লচন্দ্র ঘােষ।


62. ভারতের সংবিধানে তিন প্রকার জরুরি অবস্থার কথা বলা হয়।


63. রাজ্যসভার সদস্য - 250 জন।


64. ভারতীয় সেনাবাহিনীর প্রধান - রাষ্ট্রপতি।


65. লােকসভার সদস্য সংখ্যা প্রথম বাড়ে - 1956 সালে।


66. পশ্চিমবঙ্গে বিধান পরিষদ বিলােপ হয় - 1969 সালে।


67. ভারতের সংবিধানের প্রথম ধারণা দেন - মানবেন্দ্র রায়।


68. প্রধানমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়স - 25 বছর।


69. লােকসভার দুটি অধিবেশনের ব্যবধান সর্বোচ্চ - 6 মাস।


70. ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশােধন হয়েছে - 1 বার।


71. লােকসভা ও রাজ্যসভার অধিবেশন শেষ করার ক্ষমতা আছে - রাষ্ট্রপতির।


72. ভারতের লােকসভার প্রথম উপাধক্ষ্য S.A. আয়াঙ্গার।


73. ভারতে এম হিদায়াতুল্লা প্রধান বিচারপতি রাষ্ট্রপতি হন।


74. কেন্দ্র ও রাজ্যে অর্থবন্টন করে -    অর্থ - কমিশন।


75. কেশবানন্দ ভারতী মামলা হয় - 1973 সালে।


76. নির্বাচন কমিশনের সদস্য - ( উল্লেখ নেই )।


77. ভারতের সংবিধানের সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে ডঃ বি আর আম্বেদকর ‘ সংবিধানের আত্মা ' বলেছেন।


78. প্রধানমন্ত্রী পদাধিকার বলে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান।


79. রাষ্ট্রপতি রাজ্যসভায় ভােট দিতে পারে না।


80. নতুন উদার নীতির প্রবক্তা - কিনস।


81. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো পাওয়ার দেওয়া হয়েছে।


82. কোন বিল অর্থ বিল কিনা নির্ধারণ করে লোকসভার অধ্যক্ষ।


83. ভারতের সংবিধানের অষ্টম তপশিলে 14 টি ভাষার কথা বলেছে।


84. পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য - 22 জন।


85. পঞ্চম পরিকল্পনাকে বলা হয় জনগনের পরিকল্পনা।


86. ভারতের সংবিধানের স্তপতি বলা হয় ডঃ বি আর আম্বেদকরকে।


87. ভারতের রাষ্ট্রপতি কত বার রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন - যতবার খুশি।


88. মর্যাদার দিক থেকে লােকসবার অধ্যক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল্য।


89. ভারতের সংবিধানে মােট তালিকা 12 টি।


90. পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান ভারতীয় সংবিধান।


91. বর্তমানে ভারতীয় সংবিধানে 12 টি তপশীল আছে।


92. বর্তমানে ভারতীয় সংবিধানে 22 টি অংশ ( পার্ট ) আছে।


93. বর্তমানে ভারতীয় সংবিধানে 444 টি ধারা আছে।


94. বর্তমানে ভারতীয় সংবিধানে 6 টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে।


95. বর্তমানে ভারতীয় সংবিধানে 17 টি নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে। 


96. বর্তমানে ভারতীয় সংবিধানে 11 টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে।


97. বর্তমানে ভারতীয় সংবিধানে 10 টি তালিকার কথা বলা হয়েছে।


98. পশ্চিমবঙ্গে কবে প্রথম পঞ্চায়েত বাবস্থা কার্যকর হয় ?


উত্তর: ১৯৫৭ সালে।


99. রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান ?


উত্তর: হাইকোর্টের প্রধান বিচারপতি।


100. লোকসভার সভাপতি কে ?


উত্তর: স্পিকার।


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.