Indian Constitution GK in Bengali PDF - ভারতীয় সংবিধান জিকে PDF
Indian Constitution GK in Bengali PDF - ভারতীয় সংবিধান জিকে PDF
1) ভারতীয় সংবিধানের সংশােধনীর ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে ?
(ক) দক্ষিণ আফ্রিকা
(খ) আমেরিকা
(গ) কানাডা
(ঘ) আয়ারল্যান্ড
উত্তর: (ক) দক্ষিণ আফ্রিকা
2) ভারতের জাতীয় পতাকা কবে ভারতীয় জনগণকে উৎসর্গ করা হয় ?
(ক) ৯ ডিসেম্বর ১৯৪৫
(খ) ১৪ আগস্ট ১৯৪৭
(গ) ২৬ জানুয়ারি ১৯৪৭
(ঘ) ১৫ ই আগস্ট ১৯৪৭
উত্তর: (খ) ১৪ আগস্ট ১৯৪৭
3) ভারতের সংবিধানে কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি পাওয়া যায় -
(ক) নির্দেশাত্মক নীতিসমূহে
(খ) মৌলিক অধিকারের প্রস্তাবনায়
(গ) মৌলিক কর্তব্যে
(ঘ) বাক স্বাধীনতার পরিচ্ছেদে
উত্তর: (ক) নির্দেশাত্মক নীতিসমূহে
4) ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র জমা দেবেন-
(ক) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে
(খ) উপরাষ্ট্রপতিকে
(গ) বিধানসভার অধ্যক্ষকে
(ঘ) প্রধানমন্ত্রীকে
উত্তর: (খ) উপরাষ্ট্রপতিকে
5) ভারতীয় সংবিধানের কোনটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না ?
(ক) বন্যপ্রাণীর সংরক্ষণ
(খ) বিজ্ঞানমনস্কতা
(গ) সকল ধর্মের প্রতি সহমত পােষণ
(ঘ) সহমর্মিতাবােধ
উত্তর: (গ) সকল ধর্মের প্রতি সহমত পােষণ
6) ভারতীয় সংবিধানের রাজ্যসভার মেয়াদ কত বছর ?
(ক) ৬ বছর
(খ) ৫ বছর
(গ) ৪ বছর
(ঘ) ১০ বছর
উত্তর: (ক) ৬ বছর
7) ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ?
(ক) বারােটি
(খ) পাঁচটি
(গ) দশটি
(ঘ) ছয়টি
উত্তর: (ঘ) ছয়টি
8) সংবিধানের প্রস্তাবনায় ৪২ তম সংশােধনে নিম্নলিখিত কোন শব্দগুলি যুক্ত হয়েছে ?
(ক) সার্বভৌম সমাজবাদী
(খ) সার্বভৌম গণতন্ত্র
(গ) ধর্মনিরপেক্ষ গণতন্ত্র
(ঘ) ধর্মনিরপেক্ষ সার্বভৌম
উত্তর: (ক) সার্বভৌম সমাজবাদী
9) ভারতের সংবিধান অনুযায়ী কোনাে রাজ্যপালকে -
(ক) রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন
(খ) ইমপিচমেন্টের মাধ্যমে অপসারণ করা
(গ) রাজ্যমন্ত্রীমণ্ডলীর বিবেচনার দ্বারা
(ঘ) কোনটাই নয়
উত্তর: (ক) রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন
10) ভারতীয় সংবিধানে নিচেরগুলির মধ্যে কোনটির সর্বাধিক প্রভাব দেখা যায় ?
(ক) ব্রিটেনের সংবিধান
(খ) কানাডার সংবিধান
(গ) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান
(ঘ) আয়ারল্যান্ডের সংবিধান
উত্তর: (ক) ব্রিটেনের সংবিধান
11) রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীর বয়স কমপক্ষে কত হতে হবে ?
(ক) 15
(খ) 25
(গ) 35
(ঘ) 30
উত্তর: (ঘ) 30
12) হাইকোর্টের লেখজারির ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় আছে ?
(ক) 326
(খ) 226
(গ) 224
(ঘ) 252
উত্তর: (খ) 226
13) সংবিধানে প্রদত্ত স্বাধীনতার অধিকার কত ধারায় গৃহীত হয় ?
(ক) 25-28
(খ) 25-27
(গ) 24-29
(ঘ) 27-32
উত্তর: (ক) 25-28
14) সম্পত্তির অধিকার কততম সংবিধান সংশােধনের মাধ্যমে প্রত্যাহৃত হয়েছে ?
(ক) 42
(খ) 41
(গ) 44
(ঘ) 51
উত্তর: (গ) 44
15) ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে ?
(ক) রাষ্ট্রপতি
(খ) উপরাষ্ট্রপতি
(গ) লােকসভার স্পিকার
(ঘ) প্রধানমন্ত্রী
উত্তর: (গ) লােকসভার স্পিকার
16| ভারতের বর্তমান সংবিধানে সম্পত্তির অধিকার একটি -
(ক) বিধিবদ্ধ অধিকার
(খ) মৌলিক অধিকার
(গ) উত্তরাধিকার
(ঘ) কোনােটিই নয়
উত্তর: (ক) বিধিবদ্ধ অধিকার
17) ভারতীয় সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয় ?
(ক) 352
(খ) 365
(গ) 356
(ঘ) 271
উত্তর: (খ) 365
18) ভারতের সংবিধানের কোন ধারা লঙ্ঘিত হলে ব্যক্তিকে সরাসরি সুপ্রিমকোর্টের দ্বারস্থ হতে হয় ?
(ক) 32 ধারা
(খ) 21 ধারা
(গ) 28 ধারা
(ঘ) 132 (1)
উত্তর: (ক) 32 ধারা
19) হাইকোর্টের বিচারপতিদের কে নিয়ােগ করেন ?
(ক) রাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) লােকসভার অধ্যক্ষ
(ঘ) মুখ্যমন্ত্রী
উত্তর: (ক) রাষ্ট্রপতি
20) ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর ?
(ক) ৮ বছর
(খ) ৬ বছর
(গ) ৫ বছর
(ঘ) ১২ বছর
উত্তর: (গ) ৫ বছর
21) ভারতীয় সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিয়ােগ হন ?
(ক) রাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) মুখ্যমন্ত্রী
(ঘ) কোনােটাই নয়
উত্তর: (ক) রাষ্ট্রপতি
22) ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সংবিধানের কত ধারায় রয়েছে ?
(ক) প্রথম
(খ) তৃতীয়
(গ) পঞ্চম
(ঘ) চতুর্থ
উত্তর: (খ) তৃতীয়
23) ভারতের সংবিধান কত সালে গৃহীত হয় ?
(ক) ১৯৪২ সালে ১৫ আগস্ট
(খ) ১৯৪৭ সালে ১৪ আগস্ট
(গ) ১৯৪৫ ১ লা জানুয়ারী
(ঘ) ১৯৫০ সালে ২৬ শে জানুয়ারী
উত্তর: (ঘ) ১৯৫০ সালে ২৬ শে জানুয়ারী
24| সংসদে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত হয় কততম সংবিধান সংশােধনের মাধ্যমে ?
(ক) ১০৭
(খ) ১০৮
(গ) ১১০
(ঘ) ১৯
উত্তর: (খ) ১০৮
25) ভারতের প্রতিটি রাজ্যে 'পাবলিক সার্ভিস কমিশন' থাকবে - সংবিধানের কত নম্বর ধারায় আছে ?
(ক) ৩১৭
(খ) ৩২৫
(গ) ৩২০
(ঘ) ৩৪৪
উত্তর: (গ) ৩২০
26) রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হল কত বছর ?
(ক) ৪ বছর
(খ) ৩ বছর
(গ) ৫ বছর
(ঘ) ৭ বছর
উত্তর: (গ) ৫ বছর
27) সাময়িকভাবে মৌলিক অধিকার বাতিল বা স্থগিত করতে পারেন -
(ক) রাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) লােকসভার স্পীকার
(ঘ) এদের কেউ নয়
উত্তর: (ক) রাষ্ট্রপতি
28) অস্পৃশ্যতা দূরীকরণ করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারা অনুসারে ?
(ক) ১৫
(খ) ১৬
(গ) ১৭
(ঘ) ১৮
উত্তর: (গ) ১৭
29) সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে কত নম্বর সংবিধান সংশােধনীর মাধ্যমে ?
(ক)৪২
(খ) ৪৪
(গ) ৪৬
(ঘ) ৪৮
উত্তর: (খ) ৪৪
30) সংবিধান সংশােধন করা যায় কত নম্বর সংবিধান ধারা অনুসারে ?
(ক) ৩৬৫
(খ) ৩৬৮
(গ) ৩৬৩
(ঘ) ৩৭৬
উত্তর: (খ) ৩৬৮
31) ভারতের কোন রাজ্যে লােকসভার জন্য সর্বোচ্চ সীট বা আসন পরিলক্ষিত হয় ?
(ক) উত্তর প্রদেশ
(খ) উত্তরাখণ্ড
(গ) ঝাড়খণ্ড
(ঘ) ছত্রিশগড়
উত্তর: (ক) উত্তর প্রদেশ
32) লােকসভার গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপনের সময়কে বলে-
(ক) জিরাে আওয়ার
(খ) ফার্স্ট আওয়ার
(গ) ওয়ান আওয়ার
(ঘ) রিসেশন আওয়ার
উত্তর: (ক) জিরাে আওয়ার
33) হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত ?
(ক) ৬৪ বছর
(খ) ৬২
(গ) ৫৪
(ঘ) ৬০
উত্তর: (খ) ৬২
34) কোনাে নতুন রাজ্য সৃষ্টি বা তার পুর্নগঠন করা যায় সংবিধানের কত নং ধারার মাধ্যমে ?
(ক) ২, ৩ ও ৪
(খ) ১, ২ ও ৩
(গ) ৩, ৪ ও ৫
(ঘ) কোনটিই নয়
উত্তর: (ক) ২, ৩ ও ৪
35) লােকসভার স্পীকার অপসারিত হতে পারেন কার দ্বারা ?
(ক) প্রধানমন্ত্রী
(খ) রাষ্ট্রপতি
(গ) ডেপুটি স্পীকার
(ঘ) লােকসভার সদস্যগণের দ্বারা
উত্তর: (ঘ) লােকসভার সদস্যগণের দ্বারা
36) সংবিধানের কত ধারায় অঙ্গরাজ্যগুলিতে সরকারি কর্মচারি নিয়ােগের জন্য জনকৃত্যকে কমিশন গঠনের কথা বলা হয়েছে ?
(ক) ৩১৫ (১) ধারায়
(খ) ৩১৬ (২) ধারায়
(গ) ১৪৫ (৩) ধারায়
(ঘ) ৩১৫ (৪) ধারায়
উত্তর: (ক) ৩১৫ (১) ধারায়
37) সংবিধানের কত ধারায় রাজ্য জনকৃত্যকে কমিশনের সদস্যদের অপসারণের ব্যবস্থা আছে ?
(ক) ৩১৭ ধারায়
(খ) ৩১৯ ধারায়
(গ) ২১৬ ধারায়
(ঘ) কোনটিই নয়
উত্তর: (ক) ৩১৭ ধারায়
38) সংবিধানের কোন ধারা অনুসারে একই ব্যক্তি দুই বা ততােধিক রাজ্যের রাজ্যপাল হিসাবে থাকতে পারেন ?
(ক) ১৫২
(খ) ১৫৩
(গ) ১৫৪
(ঘ) ১৫৫
উত্তর: (খ) ১৫৩
39) শিক্ষা ও সংস্কৃতির অধিকার সংবিধানের কোন ধারায় বর্তমান ?
(ক) ২৯ এবং ৩০
(খ) ২৬ এবং ২৭
(গ) ২৮ এবং ২৯
(ঘ) ৩১ এবং ৩২
উত্তর: (ক) ২৯ এবং ৩০
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Dada etar download options koi
ReplyDeletePresidential role section 356 not 365
ReplyDeletePlease do not share any spam link in the comment box