স্বাধীন ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য়: Important Information Constitution Of Independent India
স্বাধীন ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য়: Important Information Constitution Of Independent India
❏ ১৯৪৬ খ্রিষ্টাব্দে গণপরিষদে প্রথম অধিবেশন বসে।
❏ ১৯৪৯ খ্রিষ্টাব্দে ২৬ নভেম্বর ভারতের নতুন সংবিধান গণপরিষদে গৃহীত হয়।
❏ ১৯৫০ খ্রিষ্টাব্দে ২৬ জানুয়ারী স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়।
❏ গণপরিষদের প্রথম সভাপতি ড. রাজেন্দ্র প্রসাদ।
❏ ভারতীয় গণপরিষদের শেষ অধিবেশন ১৯৫০ খ্রিষ্টাব্দে ২৬ জানুঃ।
❏ প্রদেশের সর্বোচ্চ শাসক রাজ্যপাল।
❏ ডা. বি. আর. আম্বেদকরের নেতৃত্বে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়।
❏ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডা. রাজেন্দ্র প্রসাদ।
❏ রাজ্যের প্রকৃত শাসক মুখ্যমন্ত্রী।
❏ রাজ্য আইনসভা বিধানসভা নামে পরিচিত।
❏ বর্তমান ভারতের রাজধানীর নাম নয়াদিল্লি।
❏ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডা. সর্বপল্লী রাধাকৃষ্নণ।
❏ রাজ্য বিচার বিভাগের প্রধান আদালত হাইকোর্ট।
❏ স্বাধীন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রীর নাম লালবাহাদুর শাস্ত্রী।
❏ রাজ্য আইনসভা নিম্নকক্ষের নাম বিধানসভা।
❏ ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম রাজ্যসভা।
❏ ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম লােকসভা।
❏ রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি।
❏ বর্তমানে ভারতীয় যুক্তরাষ্ট্রে ২৮ টি অঙ্গরাজ্য আছে।
❏ লােকসভায় সভাপতিত্ব করেন স্পিকার।
❏ রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ােগ করেন।
❏ ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম সুপ্রিমকোর্ট।
❏ ভারতের সুপ্রিমকোর্ট নয়াদিল্লিতে অবস্থিত।
❏ বর্তমানে ভারতে ৭ টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে।
❏ অঙ্গরাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন।
❏ সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে নিয়ােগ করেন রাষ্ট্রপতি।
❏ দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম বিধান পরিষদ।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box