প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর: History Question In Bengali GK

প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর: History Question In Bengali GK

প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর: History Question In Bengali GK


প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর: History Question In Bengali GK



ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর


১)কবে এবং কার নেতৃত্বে ভারতের সর্বপ্রথম পর্তুগিজ বাণিজ্যকুঠি নির্মিত হয়?


উত্তর: 1500 খ্রিস্টাব্দে, ক্যাব্রালের নেতৃত্বে, কালিকটে।


২)প্রাচ্যদেশে পর্তুগিজ আধিপত্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?


উত্তর: আলবুকার্ক।


৩)আলবুকার্ক কবে বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করেছিলেন?


উত্তর: 1510 খ্রিস্টাব্দে।


৪)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়?


উত্তর: 1600 খ্রিস্টাব্দের 31 শে ডিসেম্বর।


৫)ইংরেজরা ভারতের কোথায় এবং কবে প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করেছিলেন?


উত্তর: সুরাট,1613 খ্রিস্টাব্দে।


৬)স্যার টমাস রো কার দূত হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন?


উত্তর: ইংল্যান্ডের রাজা প্রথম জেমস,1615 খ্রিষ্টাব্দে।


৭)ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়?


উত্তর: 1664 খ্রিস্টাব্দে।


৮)ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করেছিল?


উত্তর: সুরাট,1668 খ্রিস্টাব্দে।


৯)ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় তাদের  দ্বিতীয় বাণিজ্যকুঠি নির্মাণ করেছিল?


উত্তর: মুসলিপত্তনম,1669 খ্রিস্টাব্দে।


১০)মুর্শিদকুলি খাঁর প্রকৃত নাম কি ছিল?


উত্তর: মহম্মদ হাদি


১১)মহম্মদ হাদিকে কে মুর্শিদকুলি খাঁ উপাধি দিয়েছিলেন?


উত্তর: মোগল সম্রাট ঔরঙ্গজেব।


১২)কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে (মকসুদাবাদ)  স্থানান্তর করেছিলেন?


উত্তর: মুর্শিদকুলি খাঁ।


১৩)মারাঠা জাতির নেপোলিয়ন কাকে বলা হয়?


উত্তর: প্রথম বাজিরাও (গ্রান্ট ডাফ অভিহিত করেছেন)


১৪)"হিন্দু-পাদ-পাদশাহী আদর্শ কে প্রচার করেছিলেন?


উত্তর: প্রথম বাজিরাও


১৫)বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?


উত্তর: আয়ার কূট।


১৬)জব চার্নক কবে সুতানুটি গ্রামে বাণিজ্য কুঠি স্থাপন করেন?


উত্তর: 1690 খ্রীঃ।


১৭)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এবং কার কাছ থেকে প্রথম বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করেন?


উত্তর: 1691 খ্রীঃ মোগল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে বাংলার শাসনকর্তা ইব্রাহিম খানের কাছ থেকে।


১৮)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক কত টাকার বিনিময়ে 1691 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বাংলাদেশ বিনা শুল্কে বাণিজ্যের অধিকার লাভ করেন?


উত্তর: 3000 টাকা।


১৯)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলাদেশে দুর্গ নির্মাণ করার অধিকার লাভ করে?


উত্তর: 1696 খ্রিস্টাব্দে।


২০)কলকাতায় ফোর্ট উইলিয়াম কবে এবং কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়?


উত্তর: 1700 খ্রিস্টাব্দে, ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে।


২১)ফারুকশিয়ারের ফরমান কবে জারি হয়?


উত্তর: 1717 খ্রিস্টাব্দে।


২২)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে মুর্শিদাবাদের টাঁকশাল ব্যবহারের অনুমতি পায়?


উত্তর: 1717 খ্রিস্টাব্দে (ফারুকশিয়ারের ফরমান অনুসারে)।


২৩)ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যাগনাকার্টা বা মহাসনদ কাকে বলা হয়?


উত্তর: 1717 খ্রিস্টাব্দের ফারুকশিয়ারের ফরমানকে।


২৪)অন্ধকূপ হত্যা (Black Hole Tragedy) কাহিনী কে প্রচার করেন?


উত্তর: হলওয়েল।


২৫)সিরাজউদ্দৌলা কবে ইংরেজদের কাশিমবাজার কুটি আক্রমণ করেছিল?


উত্তর: 1756 খ্রিস্টাব্দের 4ঠা জুন।


২৬) কলকাতার নাম কে আলিনগর রেখেছিলেন?


উত্তর: সিরাজদৌলা (আলীবর্দী খাঁর নাম অনুসারে)।


২৭)সিরাজদৌলা কাকে আলিনগরের শাসনকর্তা নিযুক্ত করেছিলেন?


উত্তর: মানিকচাঁদকে।


২৮)পলাশীর যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


উত্তর: 1757 খ্রিস্টাব্দের 23শে জুন; ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব সিরাজদৌলার মধ্যে।


২৯)পলাশীর যুদ্ধে সিরাজদৌলার কোন কোন সেনাপতি নিহত হয়েছিলেন?


উত্তর: মোহনলাল এবং মীর মদন।


৩০)মীরজাফরের মৃত্যুর পর কে বাংলার মসনদে বসেছিলেন?


উত্তর: নজমউদ্দৌলা।


৩১)ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়?


উত্তর: নানা ফড়নবিশ।


৩২)রাজঘাটের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?


উত্তর: 1806 খ্রিস্টাব্দে, হোলকার ও জর্জ বার্লো।


৩৩)কোন গভর্নর জেনারেলের শাসনকালে মারাঠা শক্তির চরম অবক্ষয় ঘটেছিল?


উত্তর: লর্ড হেস্টিংস বা লর্ড ময়রা।


৩৪)স্বাধীন মহীশূর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?


উত্তর: হায়দার আলী।


৩৫)1784 ম্যাঙ্গালোরের সন্ধিকে কে "অপমানজনক শান্তি" বলে অভিহিত করেছেন?


উত্তর: ওয়ারেন হেস্টিংস।


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.