History Of India In Bengali Pdf: ইতিহাস প্রশ্নোত্তর নোট বুক

History Of India In Bengali Pdf: ইতিহাস প্রশ্নোত্তর নোট বুক

History Of India In Bengali Pdf: ইতিহাস প্রশ্নোত্তর নোট বুক

History Of India In Bengali Pdf: ইতিহাস প্রশ্নোত্তর নোট বুক



প্রশ্ন: কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?


উত্তর: ১৮৩৫খ্রিঃ।


প্রশ্ন: কৃষক প্রজা পার্টি কে গঠন করেন?


উত্তর: ফজলুল হক।


প্রশ্ন: কাই- জার- হিন্দ উপাধিতে কে ভূষিত হন?


উত্তর: মহাত্মা গান্ধি।


প্রশ্ন: কাকে বাংলার বিপ্লববাদের জনক বলা হয়?


উত্তর: প্রমথ নাথ মিত্র কে।


প্রশ্ন: কাকে ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয়?


উত্তর: বাসুদেব বলবন্ত ফাদকে।


প্রশ্ন: কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়?


উত্তর: মাদাম কামা।


প্রশ্ন: কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়?


উত্তর: বি. আর. আম্বেদকর।


প্রশ্ন: কাকে ভারতের জাতির জনক বলা হয়?


উত্তর: মহাত্মা গান্ধি।


প্রশ্ন: কলকাতা মেডিকেল  কে প্রতিষ্ঠা করেন? 


উত্তর: গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 


প্রশ্ন: কাকে ভারতের বিস্মার্ক বলা হয়?


উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল।


প্রশ্ন: কাকে ভারতের মহান বৃদ্ধ বলা হয়?


উত্তর: দাদাভাই নৌরজী।


প্রশ্ন: কাকে রাষ্ট্র গুরু উপাধিতে ভূষিত করা হয়?


উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।


প্রশ্ন: কার আমলে জার্মানিতে শিল্পবিপ্লব ঘটে?


উত্তর: ফ্রেডারিখ তৃতীয়।


প্রশ্ন: কার উদ্যোগে রাশিয়ার তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়?


উত্তর: মানবেন্দ্রনাথ রায়।


প্রশ্ন: কার জন্মদিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালিত হয়?


উত্তর: মহাত্মা গান্ধি।


প্রশ্ন: কার নেতৃত্বে ‘ওয়াংশো চুক্তি সংস্থা’ কবে গঠিত হয়?


উত্তর: ১৯৫৫-সোভিয়েত ইউনিয়ন এর নেতৃত্বে।


প্রশ্ন: কার নেতৃত্বে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?


উত্তর: মাও সে তুং।


প্রশ্ন: কার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের প্রথম মন্ত্রীসভা গঠিত হয়?


উত্তর: সুখময় সেন্গুপ্ত।


প্রশ্ন: কার স্বাক্ষরের ফলে গণ পরিষদে সংবিধান পাশ হয়?


উত্তর: রাজেন্দ্র প্রসাদ


প্রশ্ন: কার সভাপতিত্বে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়?


উত্তর: রিবেনট্রপ ।


প্রশ্ন: কার সম্পাদনায় ‘হিন্দুপেট্রিয়ট’ পত্রিকা সম্পাদিত হয়?


উত্তর: হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়।


প্রশ্ন: কার্বোনারি দলের দুজন নেতার নাম লেখো।


উত্তর: মাৎসিনি, ও গ্যারিবল্ডি


প্রশ্ন: কার্বোনারী দলের প্রতিষ্ঠাতা কে?


উত্তর: লেনিন।


প্রশ্ন: কার্লাইল সার্কুলার কে জারী করেন?


উত্তর: সি.ডব্ল.কার্লাইল।


প্রশ্ন: কারা কবে কাবুলে মুক্ত ভারত সরকার গঠন করেছিলেন?


উত্তর: ১৯১৫ খ্রিঃ মৌলানা বরকতুল্লা ও রাজা মহেন্দ্রপ্রতাপ।


প্রশ্ন: কারা কবে মিত্রমেলার প্রতিষ্ঠা করেন?


উত্তর: গণেশ সাভারকর ও দামোদর সাভারকর ১৮৯৯ খ্রিঃ।


প্রশ্ন: কালো গান্ধি(Black Gandhi)- কাকে বলে?


উত্তর: ড. নেলসন মেন্ডেলা।


প্রশ্ন: কে ইটালিতে ইলদুচে বা একনায়ক হিসাবে পরিচিত?


উত্তর: মুসোলিনি।


প্রশ্ন: কে কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে তিনদিনের তামাসা বলেছেন?


উত্তর: অশ্বিনী কুমার দত্ত।


প্রশ্ন: কে গান্ধি বুড়ি নামে খ্যাত?


উত্তর: মাতঙ্গিনী হাজরা।


প্রশ্ন: কে গান্ধীজীকে মহাত্মা নামে অভিহিত করেন?


উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

Also Read:

❏ বাংলা ব্যাকরণ বই PDF Free

❏ Bengali to English Translation writing Pdf

❏ সমার্থক শব্দের তালিকা Pdf

❏ বাংলা ব্যাকরণ বাক্য ও বাচ্য Pdf

❏ Bengali Grammar Pdf

❏ সন্ধি বিচ্ছেদ Pdf

❏ বাংলা প্রতিবেদন রচনা Pdf

❏ অনুবাদ লিখন বাংলা থেকে ইংরাজি Pdf

❏ বাংলা ব্যাকরণ বই Pdf

❏ বাংলা ব্যাকরণ বচন Pdf

❏ 900 + সমার্থক শব্দ তালিকা Pdf

❏ 400+ বাগধারা তালিকা


প্রশ্ন: কে চৌদ্দদফা দাবী পেশ করেন?


উত্তর: মহম্মদ আলি জিন্নাহ।


প্রশ্ন: কে ঝাঁসি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন?


উত্তর: লক্ষ্মী স্বামিনাথন।


প্রশ্ন: কে দেশীয় ভাষায় সংবাদ পত্র আইন পাশ করেন?


উত্তর: লর্ড লিটন।


প্রশ্ন: কে নাইট উপাধি ত্যাগ করেন?


উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।


প্রশ্ন: কে নিজেকে ইলদুচে হিসেবে ঘোষণা করেন?


উত্তর: মুসোলিনি।


প্রশ্ন: কে প্রথম পাকিস্তান গঠনের প্রস্তাব দেন?


উত্তর: মহম্মদ ইকবাল।


প্রশ্ন: কে প্রথম মুসলমান রাষ্ট্রের ধারণা ব্যক্ত করেন?


উত্তর: মহম্মদ ইকবাল।


প্রশ্ন: কে ব্ল্যাকশার্ট বাহিনী গঠন করেন্?


উত্তর: মুসোলিনি।


প্রশ্ন: কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন?


উত্তর: প্রফুল্লচন্দ্র রায়।


প্রশ্ন: কে ভারতের মহান বৃদ্ধ নামে পরিচিত?


উত্তর: দাদাভাই নওরোজি।


প্রশ্ন: কে মুসোলিনিকে কে প্রধান মন্ত্রী হিসাবে নিযুক্ত করেন?


উত্তর: ভিক্টর ইমানুয়েল।


প্রশ্ন: কে রাখিবন্দন উৎসব প্রবর্তন করেন?


উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।


প্রশ্ন: কে শুদ্ধি আন্দোলন প্রবর্তন করেন?


উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী।


প্রশ্ন: কে শের-ই-বঙ্গাল নামে পরিচিত?


উত্তর: আব্দুল কাসেম ফজলুল হক।


প্রশ্ন: কে সিবাজি ও গণপতি উৎসবের সূচনা করেন?


উত্তর: বাল গঙ্গাধর তিলক।


প্রশ্ন: কেশরী পত্রিকার সম্পাদক কে?


উত্তর: বাল গঙ্গাধর তিলক।


প্রশ্ন: কোন দেশে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল?


উত্তর: ইংল্যান্ড।


প্রশ্ন: কোথায় প্রথম আণবিক বোমা ফেলা হয়?


উত্তর: হিরোশিমায়।


প্রশ্ন: কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়?


উত্তর:  ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনে।


প্রশ্ন: কোন আইনে ব্রিটিশ কোম্পানি সর্বপ্রথম শিক্ষাখাতে বার্ষিক একলক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেয়?


উত্তর: ১৮১৩ খ্রিঃ সনদ আইনে।


প্রশ্ন: কোন আন্দোলনের সময় গান্ধিজি ব্রিটিশ প্রদত্ত কাইজার-ই-হিন্দ খেতাব বর্জন করেন?


উত্তর:  ১৯২১ খ্রিঃ খিলাফত আন্দোলনের প্রাক্কালে।


প্রশ্ন: কোন গ্রন্থটিকে নাৎসিবাদের বাইবেল বলা হয়?


উত্তর:  মেইন ক্যাম্প।


প্রশ্ন: কোন দেশ প্রথম পরমাণু বোমা ব্যবহার করে?


উত্তর: আমেরিকা।


প্রশ্ন: কোন পত্রিকাকে কেন্দ্র করে বাংলায় একটি বিপ্লবী দল গড়ে অথেছিল?


উত্তর: যুগান্তর পত্রিকা।


প্রশ্ন: কোন পত্রিকায় প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়?


উত্তর: সঞ্জীবনী পত্রিকায়।


প্রশ্ন: কোন বছর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়?


উত্তর: ১৯৪২ খ্রিঃ।


প্রশ্ন: কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন?


উত্তর: রামসে ম্যাকডোনাল্ড।


প্রশ্ন: কোন বিপ্লবী চার্লস টেগার্টকে হত্যা করতে ভুলবশত আর্নেস্ট ডে কে হত্যা করেন?


উত্তর: গোপীণাথ সাহা।


প্রশ্ন: কোন যুদ্ধে প্রথম পারমানবিক বোমা ব্যবহার করা হয়?


উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধে।


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.