অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


History MCQ GK In Bengali: ভারতের ইতিহাস প্রশ্নোত্তর

History MCQ GK In Bengali: ভারতের ইতিহাস প্রশ্নোত্তর

History MCQ GK In Bengali: ভারতের ইতিহাস প্রশ্নোত্তর


History MCQ GK In Bengali: ভারতের ইতিহাস প্রশ্নোত্তর



1. "বঙ্গদর্শন" পত্রিকার সম্পাদক কে ছিলেন?


উত্তর: বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।


2. "সত্তর বছর" কোন বিশিষ্ট ব্যক্তির আত্মজীবনী?


উত্তর: বিপিন চন্দ্র পাল।


3. "কলকাতা মেডিক্যাল কলেজ" কবে প্রতিষ্ঠিত হয়?


উত্তর: 1835 খ্রীঃ।


4. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?


উত্তর: উইলিয়াম কোলভিল।


5. 'তিন আইন' কবে পাশ হয়?


উত্তর: 1872 খ্রীঃ।


6. 'নববিধান ব্রাহ্মসমাজ' কে প্রতিষ্ঠা করেন?


উত্তর: কেশবচন্দ্র সেন।


7. চিল নায়েক কোন বিদ্রোহের নেতা কে ছিলেন ?


উত্তর: ভিল বিদ্রোহের।


8. বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে সন্ন্যাসী-ফকির বিদ্রোহের বর্ণনা পাওয়া যায়?


উত্তর: আনন্দমঠ উপন্যাসে।


9. "মহারাণীর ঘোষণাপত্র" কবে পেশ করা হয়?


উত্তর: 1858:খ্রীঃ 1লা নভেম্বর (এলাহবাদে, লর্ড ক্যানিং)


10. 'বেঙ্গল ভলান্টিয়ার্স' দল কে প্রতিষ্ঠা করেন?


উত্তর: হেমচন্দ্র ঘোষ।


11. কোন ভাইসরয়কে "উজ্জ্বল বিফলতা" বলা হয়?


উত্তর: লর্ড লিটন।


12. ইলবার্ট বিল আন্দোলন কবে হয়েছিল?


উত্তর: 1883 খ্রীঃ


13. কে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কে 'তিনদিনের তামাশা' বলে অভিহিত করেছেন?


উত্তর: অশ্বিনী কুমার দত্ত।


14. স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কী?


উত্তর: মূলাশঙ্কর।


15. 'দক্ষিণ ভারতের বিদ্যাসাগর ' কাকে বলা হয়?


উত্তর: বিরসালিঙ্গম পান্ডালু।


16. ড: বি.আর.আম্বেদকর কোন হিন্দু ধর্মগ্রন্থ জনসমক্ষে পুড়িয়ে ফেলেন?


উত্তর: মনুস্মৃতি।


17. AITUC কবে গঠিত হয়?


উত্তর: 1920 খ্রীঃ।


18. ক্রীপস মিশনের ব্যর্থতার পর ভারতে কোন আন্দোলন শুরু হয়েছিল?


উত্তর: ভারত ছাড়ো আন্দোলন।


19. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে 'পূর্ণ স্বরাজ' এর প্রস্তাব গৃহীত হয়?


উত্তর: 1929 খ্রীঃ লাহোর অধিবেশনে।


20. 'অ্যান্টি সার্কুলার সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?


উত্তর: শচীন্দ্র প্রসাদ বসু (1905 খ্রীঃ)।


21. ভারতের জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন?


উত্তর: অ্যালান অক্টোভিয়ান হিউম (1885 খ্রীঃ)।


22. কোন বড়োলাটের রাজত্বকালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?


উত্তর: লর্ড ডাফরিন।


23. কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?


উত্তর: 1911 খ্রীঃ।


24. "Young India" গ্রন্থের রচয়িতা কে?


উত্তর: লালা লাজপৎ রায়।


25. 'ডন সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?


উত্তর: সতীশচন্দ্র মুখোপাধ্যায়।


26. জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়?


উত্তর: 1906 খ্রীঃ।


27. ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন?


উত্তর: শ্যামজী কৃষ্ণবর্মা।


28. ঢাকার অনুশীলন সমিতি কে  প্রতিষ্ঠা করেন?


উত্তর: পুলিন বিহারি দাশ।


29. "A Nation in Making"  গ্রন্থটি কে রচনা করেন?


উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।


30. 'মারাঠা' ও 'কেশরী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?


উত্তর: বাল গঙ্গাধর তিলক।


31. কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়?


উত্তর: চৌরিচৌরা ঘটনা।


32. "নারী সত্যাগ্রহ সমিতি" কে প্রতিষ্ঠা করেন?


উত্তর: বাসন্তী দেবী।


33. "গুলামগিরি" গ্রন্থটি কার লেখা?


উত্তর: জ্যোতিবা ফুলে।


34. "ভারতী" পত্রিকার সম্পাদক কে ছিলেন?


উত্তর: সরলাদেবী চৌধুরানী।


35. বিরসা মুন্ডার সেনাপতির নাম কী?


উত্তর: গয়া মুন্ডা।


36. 'দীপালি সংঘ' কে প্রতিষ্ঠা করেন?


উত্তর: লীলা নাগ রায় 1923 খ্রীঃ।


37. ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়?


উত্তর: বাসুদেও বলবন্ত ফাদকে।


38. ভারতে বিপ্লববাদের জননী কাকে বলা হয় ?


উত্তর: ভিকাজী রুস্তমজী মাদাম কামা।


39. রসিদ আলি দিবস কবে পালন করা হয়?


উত্তর: 1946 খ্রী: 12ই ফেব্রুয়ারি।


40. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব কে ছিলেন?


উত্তর: ভি.পি.মেনন।


41. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?


উত্তর: লর্ড ক্যানিং।


42. রংপুর বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?


উত্তর: নুরুলউদ্দিন।


43. বঙ্গীয় প্রজাস্বত্ত্ব আইন কবে পাশ হয়?


উত্তর: 1885 খ্রীঃ।


44. বাংলার কৃষক প্রজা পার্টি কে গঠন করেন?


উঃআবুল কাশেম ফজলুল হক।


45. সিপাহী বিদ্রোহের সময় মোঘল সম্রাট কে ছিলেন?


উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।


46. মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল?


উত্তর: 1929 খ্রীঃ।


47. জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন?


উত্তর: রাধাকান্ত দেব।


48. "সত্যার্থ প্রকাশ" গ্রন্থটি কার লেখা?


উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী।


49. বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন?


উত্তর: রাজা রামমোহন রায়।


50. "সঞ্জীবনী" পত্রিকার সম্পাদক কে ছিলেন?


উত্তর: কৃষ্ণ কুমার মিত্র।


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.