History Gk Question In Bengali: ইতিহাসের জিকে প্রশ্নোত্তর

History Gk Question In Bengali: ইতিহাসের জিকে প্রশ্নোত্তর

History Gk Question In Bengali: ইতিহাসের জিকে প্রশ্নোত্তর

History Gk Question In Bengali: ইতিহাসের জিকে প্রশ্নোত্তর



1. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন?


➤ হর্ষবর্ধন।


2. হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল?


➤ কনৌজ।


3. "হর্ষাব্দ" কবে প্রবর্তিত হয়?


➤ 606 খ্রিস্টাব্দ।


4. হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন?


➤ বানভট্ট।


5. "হর্ষচরিত" কার রচনা?


➤ বানভট্ট।


6. হর্ষবর্ধন শেষজীবনে কোন ধর্মালম্বী ছিলেন?


➤ বৌদ্ধ।


7. 'রত্নাবলী' বইটির লেখক কে?


➤ হর্ষবর্ধন।


8. হর্ষবর্ধনের সময় নালান্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন?


➤ মহাপণ্ডিত শীলভদ্র।


9. বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন?


➤ শশাঙ্ক।


10. শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন?


➤ গৌড়ের।


11. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?


➤ কর্ণসুবর্ণ।


12. শশাঙ্ক কোন ধর্মালম্বী ছিলেন?


➤ শৈব।


13. বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন?


➤ ধর্মপাল।


14. সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?


➤ বল্লালসেন।


15. সেন বংশের শেষ রাজা কে ছিলেন?


➤ লক্ষনসেন।


16. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?


➤ বল্লালসেন।


17. গুপ্তযুগের একটি সামুদ্রিক বন্ধরের নাম কি?


➤ তাম্রলিপ্ত।


18. কোন গ্রন্থকে প্রাচীন ভারতের ভেষজ বিজ্ঞানের বিশ্বকোষ বলা হয়?


➤ চরকসংহিতা।


19. "কামসূত্র" কে রচনা করেন?


➤ বাৎস্যায়ন।


20. পঞ্চতন্ত্রের কাহিনী কে রচনা করেন?


➤ বিষ্ণুশর্মা।


21. "মনুসংহিতা" কি?


➤ মনুর রচিত একটি গ্রন্থ।


22. "স্বপ্নবাসবদত্তা" নাটকটি কার রচনা?


➤  ভাস এর।


23. সম্রাট অশোক কতগুলি স্তুপ নির্মিত করেন?


➤ 84 হাজার।


24. ইলোরার গুহামন্দির কোন যুগে নির্মিত হয়?


➤ গুপ্তযুগে।


25. কোন শাসক কোনারকের সূর্যমন্দির নির্মাণ করেন?


➤ প্রথম নরসিংহ বর্মন।


26. হজরত মহাম্মব্দের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে?


➤ 632


27. সুলতান মামুদ প্রথম কবে ভারতবর্ষ আক্রমন করেন?


➤ 1000 খ্রিস্টাব্দে।


28. সুলতান মামুদকে কে প্রথম বাধা দেন?


➤ রাজা জয়পাল।


29. সোমনাথ মন্দির কে লুট করেন?


➤ সুলতান মামুদ।


30. আলবেরুনী কার সঙ্গে ভারতে আসেন?


➤ সুলতান মামুদের সঙ্গে।


31. ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?


➤ মোহাম্মদ ঘড়ি।


32. "তহকিক-ই-হিন্দ" কার রচনা?


➤ আলবেরুনী।


33. দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?


➤ ইলতুমিস।


34. ইলতুৎমিসের রাজত্বকালে কোন মোগল নেতা ভারত সীমান্তে উপস্থিত হন?


➤ চেঙ্গিজ খাঁ।


35. খলজী বংশের প্রতিষ্ঠাতা কে?


➤ জালালউদ্দীন খলজী।


36. খলজী বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?


➤ আলাউদ্দিন খলজী।


37. দিল্লির কোন সুলতান রেশনিং ব্যবস্থা চালু করেন?


➤ আলাউদ্দিন খলজী।


38. তুঘলক বংশের প্রতিষ্ঠতা কে?


➤ গিয়াসউদ্দিন তুঘলক।


39. দিল্লির কোন সুলতান "কর্মবিনিয়োগ কেন্দ্র" তৈরি করেন?


➤ ফিরোজ শাহ তুঘলক।


40. তৈমুর লঙ কবে ভারত আক্রমন করেন?


➤ 1398


Also Read:


41. কোন সুলতানের আমলে তৈমুর লঙ ভারত আক্রমন করেন?


➤ নাসিরুদ্দিন মামুদ শাহের আমলে।


42. কোন যুদ্ধের পর দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে?


➤ পানিপথের প্রথম যুদ্ধের।


43. মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?


➤ বাবর।


44. বাবরের পিতার নাম কি?


➤ ওমর শেখ মির্জা।


45. বাবরের পুরো নাম কি?


➤ জহিরউদ্দিন মোহাম্মদ বাবর।


46. "বাবরনামা" কার লেখা?


➤ সম্রাট বাবরের।


47. বাবারনামা কোন ভাষায় লেখা?


➤ তুর্কি।


48. পানিপথের প্রথম যুদ্ধ?


➤ 1526


49. "হুমায়ুননামা" কে রচনা করেন?


➤ গুলবদন বেগম।


50. দিল্লির সিংহাসনে শূর বংশের প্রতিষ্ঠাতা কে?


➤ শের শাহ।


51. শেরশাহ কত বছর রাজত্ব করেন?


➤ পাঁচ বছর।


52. কে ডাক ব্যাবস্থার প্রচলন করেন?


➤ শেরশাহ।


53. শের শাহের হিন্দু সেনাপতির নাম কি?


➤ ব্রহ্মজিৎ গৌড়।


54. কবুলিয়ত ও পাট্টা প্রথার কে প্রবর্তন করেন?


➤ শের শাহ।


55. শের শাহের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়?


➤ 1545


56. আকবরের প্রকৃত নাম কি ছিল?


➤ জালালউদ্দিন মোহাম্মদ আকবর।


57. আকবরের অভিভাবক কে ছিলেন?


➤ বৈরাম খাঁ।


58. মেবারের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?


➤ রানা প্রতাপ সিংহ।


59. আকবরের শেষ রাজ্যজয় কোনটি?


➤ অসিরগড় দুর্গ।


60. আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি?


➤ টোডরমল।


61. মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন?


➤ সম্রাট।


62. ইবাদতখানা কোথায় অবস্থিত?


➤ ফতেপুর সিক্রি তে।


63. দিন-ই-ইলাহী প্রথা কে প্রবর্তন করেন?


➤ আকবর।


64. দিন-ই-ইলাহী মত গ্রহণকারী একমাত্র হিন্দু কে ছিলেন?


➤ বীরবল।


65. কোন মোগল সম্রাটকে 'জাতীয় সম্রাট' বলা হয়?


➤ আকবরকে।


66. জাহাঙ্গীরের রাজত্বকালে কোন পর্যটক ভারতে এসেছিলেন?


➤ স্যার টমাস রো।


67. শাহজাহানের প্রীতম পত্নীর নাম কি?


➤ মমতাজ।


68. শাহজাহানের পর কে মোগল সিংহাসনে বসেন?


➤ ওরঙ্গজেব।


69. ঔরঙ্গজেব কোন উপাধি গ্রহণ করেন?


➤ আলমগীর বাদশাহ গাজী।


70. কত খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যবভিশেষক হয়?


➤ 1674 খ্রিস্টাব্দে।


71. নাদির শাহ কবে ভারত আক্রমন করেন?


➤ 1739 খ্রিস্টাব্দে।


72. ঔরঙ্গজেবের আমলে দুটি আঞ্চলিক বিদ্রোহ কি কি?


➤ সৎনামি ও জাঠদের বিদ্রোহ।


73. মোগল যুগের অর্থনৈতিক অবস্থা জানা যায় কোন গ্রন্থ থেকে?


➤ আইন-ই-আকবরি থেকে।


74. ঢাকায় তৈরি কোন কাপড় বিখ্যাত ছিল?


➤ মসলিন।


75. মোগল যুগে ভারতের দুটি সুতিবস্ত্রের প্রধান কেন্দ্রের না কি?


➤ বারাণসী ও এলাহাবাদ।


76. মোগল ভারতের একটি বন্দরের নাম কি?


➤ সুরাট।


77. শের শাহের আমলে নির্মিত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কোথা থেকে কোথায় বিস্তৃত ছিল?


➤ সিন্ধু থেকে সোনারগাঁ।


78. "আলমগীর" উপাধি কে ধারণ করেন?


➤ ঔরঙ্গজেব।


79. মুর্শিদাবাদ শহর কে প্রতিষ্ঠা করেন?


➤ মুর্শিদখুলি খাঁ।


80. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?


➤ মুর্শিদকুলি খাঁ।


81. কত খ্রিষ্টাব্দে ভাস্কো-দা-গামা কালিকট বন্দরে আসেন?


➤ 1498


82. ফোর্ট উইলিয়াম দুর্গের নাম কার নামানুসারে রাখা হয়?


➤ ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে।


83. জোব চার্নক কোথায় বাণিজ্যকেন্দ্র গড়ে তুলেছিলেন?


➤  বাংলার উলুবেড়িয়াতে।


84. কত খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয়?


➤ 1690 খ্রিস্টাব্দে।


85. ভারতে ফরাসিদের প্রথম কুটি কোথায় ছিল?


➤ সূরাটে।


86. চন্দননগরে কারা কুটি নির্মাণ করেন?


➤ ফরাসিরা।


87. কাব্র্যাল কে ছিলেন?


➤ একজন পোর্তগিজ নাবিক।


88. পোর্তগিজদের সঙ্গে আকবরের চুক্তি কবে হয়েছিল?


➤ 1573


89. কোম্পানি কোন মোগল সম্রাটের কাছ থেকে 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করেছিল?


➤ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে।


90. বাংলায় পোর্তুগিজদের প্রধান ঘাটি কোথায় ছিল?


➤ হুগলিতে।


91. ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি কে স্থাপন করেন?


➤ ওয়ারেন হেস্টিংস।


92. "মহীশূর শার্দূল" কে?


➤ টিপু সুলতান।


93. টিপু সুলতান ফ্রান্সের কোন ক্লাবের সদস্য ছিলেন?


➤ জেকোবিন ক্লাবের।


94. কোন যুদ্ধে টিপু সুলতান পরাজিত ও নিহত হন?


➤ 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে।


95. "পাঞ্জাব কেশরী" নামে কে পরিচিতি?


➤ রঞ্জিত সিং।


Also Read:


96. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?


➤ ওয়ারেন হেস্টিংস।


97. কে প্রথম পুলিশ ব্যাবস্থা প্রবর্তন করেন?


➤ ওয়ারেন হেস্টিংস।


98. কলকাতায় সুপ্রিমকোর্ট কবে স্থাপিত?


➤ 1774


99. কলকাতার সুপ্রিমকোর্টের প্রথম বিচারপতির নাম কি?


➤ স্যার ইলিজা ইম্পে।


100. সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম কোন ইংরেজ দূত বাণিজ্যের জন্য এসেছিলেন?


➤ ক্যাপ্টেন হকিন্স (1608)।


101. সুতানুটি গ্রামে ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কুটি কে স্থাপন করেন?


➤ জব চার্নক।


102. বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?


➤ রবার্ট ক্লাইভ।


103. বাংলার শেষ গভর্নর ছিলেন?


➤ ওয়ারেন হেস্টিংস।


104. ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম সংগঠিত কৃষক বিদ্রোহ কোনটি?


➤ সন্ন্যাসী-ফকির বিদ্রোহ।


105. বঙ্কিমচন্দের কোন উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী বর্ণিত আছে?


➤ আনন্দমঠ।


106. সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতার নাম লেখো?


➤ দেবী চৌধুরানী।


107. দেবী সিংহ কে ছিলেন?


➤ রংপুরের অত্যাচারী ইজারাদার।


108. নারকেলবেড়িয়ায় কে বাঁশের কেল্লা নির্মাণ করেন?


➤ তিতুমীর।


109. "সাঁওতাল বিদ্রোহ" কবে সংঘটিত হয়?


➤1855 খ্রিস্টাব্দে 7 জুলাই।


110. সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো?


➤ সিঁধু ও কানহ।


111. মহেশলাল দত্ত কে ছিলেন?


➤ ভাগনাডিহি থানার অত্যাচারিত দারোগা।


112. সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?


➤ লর্ড ডালহসি।


113. কত খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ ঘটেছিল?


➤ 1857।


114. সিপাহী বিদ্রোহ কোথায় প্রথম ছড়িয়ে পরে?


➤ ব্যারাকপুর সেনা ছাউনিতে।


115. সিপাহী বিদ্রোহ কে প্রথম শুরু করেন?


➤ মঙ্গল পান্ডে।


116. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?


➤ মঙ্গল পান্ডে।


117. সিপাহী বিদ্রোহ চলাকালীন ইংল্যান্ডের রানী কে ছিলেন?


➤ মহারানি ভিক্টরিয়া।


118. সিপাহী বিদ্রোহকালীন ভারতের = গভর্নর জেনারেল কে ছিলেন?


➤ লর্ড ক্যানিং।


119. সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন?


➤ দ্বিতীয় বাহাদুর শাহ।


120. 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের উল্লেখযোগ্য মহিলা নেত্রী কে ছিলেন?


➤ ঝাঁসির রানী লক্ষ্মীবাই।


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Please give it's pdf copy for save to my device.

    ReplyDelete

Please do not share any spam link in the comment box