ঐতিহাসিক প্রথা ও প্রবর্তনকারীগণ: Historical Traditions And Implementing
ঐতিহাসিক প্রথা ও প্রবর্তনকারীগণ: Historical Traditions And Implementing
ঐতিহাসিক প্রথা ও প্রবর্তনকারীগণ
❏ দাগ ও হুলিয়া প্রথা➨আলাউদ্দিন খলজি।
❏ সিজদা ও পাইবস প্রথা➨বলবন।
❏ সেনাদের নগদ বেতন দানের প্রথা➨আলাউদ্দিন খলজি।
❏ চল্লিশচক্র ও ইক্তা প্রথা➨ইলতুৎমিস।
❏ রেশনিং প্রথা➨আলাউদ্দিন খলজি।
❏ শিলাদার ও বর্গির (অশ্বারোহী)➨শিবাজি।
❏ জিজিয়া, জাকাত, খামস কর ব্যবস্থা➨আলাউদ্দিন।
❏ মারাঠা পেশোয়াতন্ত্র➨শাহু।
❏ পাট্টা ও কুবুলিয়ত প্রথা➨শেরশাহ।
❏ রায়তওয়াড়ি প্রথা➨অলেকজান্ডার রিড।
❏ডাক ব্যবস্থার প্রবর্তন করেন➨আলাউদ্দিন খলজি ।
❏ কৌলীন্য প্রথা➨বল্লালসেন।
❏ মনসবদারি প্রথা➨আকবর।
❏ চৌথ ও সরদেশমুখী কর প্রথা➨শিবাজি।
Also Read:
❏ চলন ও গমন সংক্রান্ত প্রশ্নোত্তর
❏ গুরুত্বপূর্ণ জীববিদ্যা সংক্রান্ত শব্দ
❏ জীববিদ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম
❏ ভিটামিনের নাম উৎস ও অভাবজনিত রোগ
❏ বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম ও পাঠ্য বিষয়
❏ কীটপতঙ্গের বর্গের নামের তালিকা
❏ সংবহন তন্ত্র সংক্রান্ত প্রশ্নোত্তর
গুরুত্বপূর্ণ স্থান ও তার প্রতিষ্ঠাতা
❏ শ্রীনগর➨অশোক।
❏ রাজগিরি➨বিম্বিসার।
❏ হায়দ্রাবাদ➨মহম্মদ কোয়াই কুতুব শাহ/নিজাম উল মুলুক
❏ সিরি➨আলাউদ্দিন খলজি।
❏ আগ্রা➨সিকন্দর ললাদি।
❏ পুরোনো দিল্লি (শাহাজানবাদ)➨শাহজাহান।
❏ আমেদাবাদ➨প্রথম আহমেদ শাহ।
❏ অমৃতসর➨গুরু রামদাস।
❏ মুরশিদাবাদ➨মুরশিদকুলি খান।
❏ ফতেপুর সিক্রি➨আকবর।
❏ দিল্লি➨অনঙ্গপাল তােমর।
❏ ঔরঙ্গাবাদ➨মালিক অম্বর।
❏ জয়পুর➨দ্বিতীয় সােয়াই জয়সিংহ।
❏ জৌনপুর➨ফিরোজ শাহ তুঘলক।
❏ পাটলিপুত্র➨উদয়িন বা উদয়ভদ্র।
❏ গঙ্গাইকোচোলপুরম➨প্রথম রাজেন্দ্ৰ চোল
❏ ভোপাল ➨ রাজা ভোজ।
❏ আজমির➨অজয় রাজ।
❏ ফৈজাবাদ➨সাদাত আলি খান।
❏ দৌলতাবাদ➨মহম্মদ বিন তুঘলক।
❏ বিজয় নগর ➨ প্রথম হরিহর ।
❏ তুঘলকাবাদ➨ গিয়াসুদ্দিন তুঘলক।
❏ যোধপুর ➨ রাও যোধা।
❏ মহাবলিপুরম➨নরসিংহ বর্মণ।
❏ এলাহাবাদ ➨ আকবর।
Also Read:
বিখ্যাত অর্থনীতিবিদদের রচিত গ্রন্থ
WBCS Economics Books In Bengali Pdf
ভারতীয় অর্থনীতি ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রশ্নোত্তর বই
Economy Question Answer in Bengali - অর্থনীতি প্রশ্নোত্তর Pdf
গুরুত্বপূর্ণ রাজবংশ ও তাদের সরকারী ভাষা
❏ মুঘল➨ফার্সি।
❏ সুলতান➨ফার্সি।
❏ গুপ্তবংশ➨সংস্কৃত।
❏ পল্লব বংশ ➨ প্রাকৃত।
❏ রাষ্ট্রকুটবংশ ➨ কন্নড়।
❏ চালুক্য বংশ ➨ তেলেগু।
❏ শাক্য বংশ ➨ পালি।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box