Gk Question Answer in Bengali: বাংলা জেনারেল নলেজ
Gk Question Answer in Bengali: বাংলা জেনারেল নলেজ
১. আকবর এর প্রিয় পাত্র বিরবল এর আসল নাম কি ছিল?
উত্তরঃ মহেশ দাস
২. ভারতের কোন অর্থমন্ত্রী সব থেকে বেশি বার বাজেট পেশ করেছেন সংসদে?
উত্তরঃ মোরারজি দেশাই
৩. ভারতের কোন প্রতিবেশী দেশকে Druk Yul কে বলা হয়?
উত্তরঃ ভুটান
৪. ১৮৯৩ সালের শিকাগো ধর্মসভায় স্বামীজি বাদে অংশগ্রহণকারী আরেকজন বাঙালির নাম কি?
উত্তরঃ প্রতাপ চন্দ্র মজুমদার
৫. বিছুটি গাছের পাতায় কোন অ্যাসিড থাকে?
উত্তরঃ ফর্মিক অ্যাসিড
৬. জ্বলন্ত পাথর কোন মৌল কে বলা হয়?
উত্তরঃ সালফার
৭. কোন প্রাণীর কামড়ে সব থেকে বেশি মানুষ মারা যায় প্রত্যেক বছর?
উত্তরঃ মশা
৮. “Terror of Bengal” কাকে বলা হয়?
উত্তরঃ কচুরিপানা
৯. বাঘের রাজ্য ভারতের কোন রাজ্যকে বলা হয়?
উত্তরঃ মধ্যপ্রদেশ
১০. কোন Governor General নিজেকে Bengal Tiger বলতেন?
উত্তরঃ ওয়েলেসলি
১১. তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ?
উত্তরঃ কে. চন্দ্রশেখর রাও
১২. ম্যাপেল গাছের পাতা কোন দেশের জাতীয় প্রতীক ?
উত্তরঃ ক্যানাডা
১৩. “জয় জওয়ান, জয় কিষান” – এই উক্তিটি কার ?
উত্তরঃ লালবাহাদুর শাস্ত্রী
১৪. বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ প্রফুল্লচন্দ্র রায়
১৫. সিপাহী বিদ্রোহ ( ১৮৫৭) কে “স্বাধীনতার প্রথম যুদ্ধ” বলেছিলেন?
উত্তরঃ বীর সাভারকার
১৬. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে দেখা যায়?
উত্তরঃ কাবেরী
১৭. কোন ভারতীয় প্রথম মহাকাশে গিয়েছিলেন?
উত্তরঃ রাকেশ শর্মা১৮. কোন ধরণের কয়লার তাপনমূল্য সব থেকে বেশি?
উত্তরঃ এনথ্রাসাইট
১৯. পাকা পেঁপের হলুদ রং হয় কিসের উপস্থিতির কারণে?
উত্তরঃ ক্যারোটিন
২০. কঠিন আয়োডিন এর রং কি?
উত্তরঃ কালচে বেগুনি ( Blackish-Purple)
২১. কে ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা করেছিলেন?
উত্তরঃ পিঙ্গালি ভেঙ্কাইয়া
২২. উইংস অফ ফায়ার (Wings of Fire) গ্রন্থটির লেখক কে ?
উত্তরঃ এ পি জে আব্দুল কালাম
২৩. ভারতবর্ষের বিসমার্ক কাকে বলা হয়?
উত্তরঃ বল্লভভাই প্যাটেল
২৪. শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উত্তরঃ বাহাদুর শাহ জাফর
২৫. এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলার নাম কি ?
উত্তরঃ কমোলজিৎ সিন্ধু
২৬. ভারতবর্ষের কোন রাজ্য অন্যান্য রাজ্যগুলির সঙ্গে সবচেয়ে বেশি সীমানা দ্বারা যুক্ত?
উত্তরঃ উত্তর প্রদেশ
২৭. উড়ন্ত শিখ ( Flying Sikh) নামে কে পরিচিত?
উত্তরঃ মিলখা সিং
২৮. রান্নার সময় যে ভিটামিন তাপের কারণে নষ্ট হয়ে যায় সেটি হলো?
উত্তরঃ ভিটামিন C
২৯. জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ ২৮ ফেব্রুয়ারী
৩০. ভারতের কোন রাজ্যের তিনদিকে বাংলাদেশের সীমানা রয়েছে ?
উত্তরঃ ত্রিপু
৩১. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান বন্দরের নাম কী?
উত্তরঃ পোর্টব্লেয়ার।
৩২. পারাদীপ বন্দরের প্রধান রপ্তানি দ্রব্য কোনটি?
উত্তরঃ লৌহ আকরিক।
৩৩. নিউ ম্যাঙ্গালোর বন্দর কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কর্ণাটক রাজ্যে।
৩৪. ভারতে মোট কয়টি প্রধান বন্দর আছে?
উত্তরঃ ১১টি।
৩৫. ভারতের পূর্ব উপকূলের একটি স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত বন্দরের নাম কর।
উত্তরঃ বিশাখাপত্তনম।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box