General Science Bengali Book: জেনারেল সায়েন্স প্রশ্নোত্তর
General Science Bengali Book: জেনারেল সায়েন্স প্রশ্নোত্তর
১. পারমানবিক সংখ্যার আবিষ্কারক কে ?
উত্তর: বিজ্ঞানী মোসলে
২. ফসফিন কি পদার্থ ?
উত্তর: যৌগিক
৩. ভর সংখ্যার অপর নাম কি ?
উত্তর: নিউক্লিয়াস সংখ্যা
৪. MKS পদ্ধতিতে ভরের একক –
উত্তর: কিলোগ্রাম
৫. লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় –
উত্তর: দস্তা
৬. আন্তঃআনবিক শক্তি কি?
উত্তর: আকর্ষন শক্তি
৭. অনুর তাপ মাত্রা বাড়লে কোনটি হয় না ?
উত্তর: আকর্ষন শক্তি বৃদ্ধি পায়
৮. পদার্থের তিন অবস্থার কারন
উত্তর: আন্তঃআনবিক শক্তির পার্থক্য
৯. কোনটির আয়তন নেই?
উত্তর: গ্যাসীয় পদার্থের
১০. জল কয় অবস্থায় থাকতে পারে ?
উত্তর: ৩
১১. সরাসরি বাষ্পে পরিনত হওয়াকে কি বলে ?
উত্তর: ঊর্ধ্বপাতন
১২. কোনটি উদ্বায়ী পদার্থ নয় ?
উত্তর: লবন
১৩. আন্তঃআনবিক আকর্ষন সবচেয়ে কম কোন পদার্থের?
উত্তর: নাইট্রোজেন
১৪. তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে?
উত্তর: সমীভবন
১৫. সবচেয়ে হালকা মৌল কোনটি?
উত্তর: হাইড্রোজেন
১৬. সবচেয়ে ভারী মৌল?
উত্তর: ইউরেনিয়াম
১৭. ইউরেনিয়ামের আনবিক ভর কত?
উত্তর: ২৩৮
১৮. বায়ু একটি—
উত্তর: মিশ্র পদার্থ
১৯. যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে?
উত্তর: হিমাঙ্ক
২০. সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ ?
উত্তর: আনান সেপটিয়াম
২১. যৌগিক পদার্থ নয় কোনটি ?
উত্তর: বায়ু
২২. নিষ্ক্রিয় মৌল কোনটি ?
উত্তর: জেনন
২৩. কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
উত্তর: জিপসাম
২৪. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ পানি হয়?
উত্তর: ০
২৫. চুলায় জল দিলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে?
উত্তর: ১০০
২৬. রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে না ?
উত্তর: অনু
২৭. পরমানুর নিউক্লিয়াসে থাকে না কোনটি ?
উত্তর: ইলেকট্রন
২৮. পরমানুতে কি সমান থাকে ?
উত্তর: ইলেকট্রন প্রোটনের সংখ্যা
২৯. নিষ্ক্রিয় গ্যাসের অনুতে কয়টি পরমানু থাকে?
উত্তর: ১
৩০. প্রতিটি কক্ষে ইলেক্ট্রনের সংখ্যা
উত্তর: 2n^2
৩১. পরমানুর প্রোটনের সংখ্যাকে কি বলে?
উত্তর: পারমানবিক সংখ্যা
৩২. সংকর ধাতু পিতলের উপাদান-
উত্তর: তামা ও দস্তা
৩৩. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
উত্তর: সূর্যরশ্মি
৩৪. প্রথম পারমানবিক ভরের ধারনা দেন ?
উত্তর: জন ডাল্টন
৩৫. ১ মোল বস্তুতে অনুর সংখ্যাকে বলে-
উত্তর: অ্যাভোগেড্রো সংখ্যা
৩৬. অ্যাভোগেড্রো সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় ?
উত্তর: N
৩৭. আইসোটোপে কি ভিন্ন থাকে ?
উত্তর: ভর সংখ্যা
৩৮. আইসোটনে কি সমান থাকে ?
উত্তর: নিউট্রন
৩৯. আইসোবারে কি ভিন্ন থাকে ?
উত্তর: প্রোটন সংখ্যা
৪০. আইসোবারে সমান থাকে কোনটি ?
উত্তর: ভর সংখ্যা
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box