General Knowledge Bengali Book PDF: জেনারেল নলেজ বাংলা বই

General Knowledge Bengali Book PDF: জেনারেল নলেজ বাংলা বই

General Knowledge Bengali Book PDF: জেনারেল নলেজ বাংলা বই

General Knowledge Bengali Book PDF: জেনারেল নলেজ বাংলা বই



1. পৃথিবীর বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটি ? 


উত্তর: কাজাখস্তান।


2. পৃথিবীর কোন দেশের অফিসিয়াল রাজধানী নেই ? 


উত্তর: লউরু।


3. পৃথিবীর কোন দেশ থেকে প্রশান্ত মহাসাগরের ওপর সূর্যোদয় ও আটলান্টিক মহাসাগরের ওপর সূর্যাস্ত দেখা যায় ?


উত্তর: পানামা।


4. পৃথিবীর সবচেয়ে আক্রমণাক্রান্ত দেশ (violent country) কোনটি ?


উত্তর: হনডুরাস।


5. কোন দেশের ৯৯ শতাংশ মরুভূমি ?


উত্তর: লিবিয়া।


6. কোন দেশ পৃথিবীর মধ্যে আফিম উৎপাদনে প্রথম ?


উত্তর: আফগানিস্থান।


7. আফ্রিকার কোন দেশকে ক্ষুদ্র আফ্রিকা বলা হয় ?


উত্তর: ক্যামেরুন।


8. দক্ষিণ আমেরিকা মহাদেশের একমাত্র দেশ যার সীমারেখা প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে স্পর্শ করে ?


উত্তর: কলম্বিয়া।


9. কোন দেশকে সানডে আইল্যান্ড বলা হয় ?


উত্তর: ডােমিনিকা।


10. পৃথিবীর কোন দেশ কফির জন্মস্থান ?


উত্তর: ইথিওপিয়া (কাফা প্রদেশ)।


11. কোন দেশকে আফ্রিকান ইউনিয়েনের জন্মভূমি বলা হয় ?


উত্তর: ইথিওপিয়া।


12. কোন দেশের ৭০ শতাংশ প্রাণী কেবলমাত্র সেই দেশেই পাওয়া যায় ?


উত্তর: মাদাগাস্কার।


13. কোন দেশের বেশিরভাগ জনগণই দেশের বাইরে বাস করেন ?


উত্তর: মালটা।


14. কোন দেশের অধিবাসীরা সেই দেশের স্থায়ী বাসিন্দা নয় ?


উত্তর: ভ্যাটিকান সিটি।


15. যদি পৃথিবীর জলস্তরের উচ্চতা বৃদ্ধি পায়, প্রথমে কোন দেশের সলিল সমাধি ঘটবে ?


উত্তর: মালদ্বীপ।


16. পৃথিবীর কোন দেশে পৃথিবীর সবচেয়ে বড় ফুল (rafflesia) ফোটে ?


উত্তর: ইন্দোনেশিয়া (সুমাত্রা দ্বীপ)।


17. কোন দেশের বেশিরভাগ জনগণই দেশের বাইরে বাস করেন ?


উত্তর: মালটা।


18. ‘ কথাকলি ' নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত ? 


উত্তর: কেলার।


19. পর্তুগিজ কলােনি ম্যাকাউ চিনকে প্রত্যর্পণ করা হয়েছিল কত বছর পর ?


উত্তর: ৪৪২ বছর।


20. ক্ষুদ্ৰচাষি উন্নয়ন সংস্থা (এস.এফ.ডি.এ) কাজ কী ?


উত্তর: প্রতিষ্ঠানিক ঋণের ব্যবস্থা করা, গ্রামীণ হস্তশিল্প ও অন্যান্য গ্রামীণ শিল্পের উন্নতি ঘটানাে এবং কৃষি ও কৃষি সম্পর্কিত কাজকর্মের উন্নয়ন।


21. ইংরিজি ভাষার মাধ্যমে শিক্ষাদান কতসালে এদেশে সরকারিভাবে ঘােষিত হয় ?


উত্তর: ১৮৩৫ সালে।


22. ওস্তাদ বড়ে গােলাম আলি খান কোন সঙ্গীত ঘরানার প্রতিনিধি ছিলেন ?


উত্তর: পাতিয়ালা ঘরানা।


23. ‘পথের পাচালি’র সঙ্গীত পরিচালক কে ছিলেন ?


উত্তর: পণ্ডিত ররিশংকর।


24. ‘ রাগ ভৈরব’ কোন সময়ে গাওয়া হয় ?


উত্তর: ভােরবেলা।


25. ফটোস্ট্যাট মেশিন কে প্রথম তৈরি করেন ?


উত্তর: ১৯৩৭ সালে কার্লসন।


26. চিন সরকারের কাছ থেকে ‘ চু চে তাং’ উপাধি কে পেয়েছিলেন ?


উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।


27. পৃথিবীর বৃহত্তম মসজিদ কোনটি ?


উত্তর: দিল্লির জুম্মা (জামা) মসজিদ।


28. ‘ লাভবাগ’ কী ?


উত্তর: বিশেষ এক ধরনের কম্পিউটার ভাইরাস।


29. পশ্চিমবঙ্গের কোথায় বায়ুপ্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গড়ে উঠেছে ? 


উত্তর:পূর্ব মেদিনীপুরের দাদনপাত্র বাড়ে।


30. সুন্দরবন দিবস কবে পালিত হয় ?


উত্তর: প্রতিবছরের ২১ আগস্ট।


31. ‘ গােল্ডেন সিগন্যাল’ কী ?


উত্তর: সমুদ্রের নিচে ঠিক কোন জায়গায় শত্রুপক্ষের সাবমেরিন চিহ্নিত করার পদ্ধতি।


32. ক্যাবিনেট প্রথার প্রধান বৈশিষ্ট্য  কী ?


উত্তর: প্রধানমন্ত্রীর নেতূত্ত্ব।


33. মানুষের উন্নতির পর্যায়ক্রম চারটি এই ধারণার জনক কে ?


উত্তর: ডঃ আর্নেস্ট জোন্স।


34. গগন নারং কোন খেলার সঙ্গে যুক্ত ?


উত্তর: শুটিং।


35. ‘ হাইন্ড পার্ক’ কোথায় অবস্থিত ?


উত্তর: লন্ডনে।


36. ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম কত সালে " ভারতরত্ন’ খেতাব পান ?


উত্তর: ১৯৯৮ সালে।


37. কোন দেশ কমনওয়েলথ সদস্যপদ ত্যাগ করেছে ?


উত্তর: জিম্বাবােয়ে।


38. বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কত ? 


উত্তর: ২১ টি।


39. লন্ডনের আগে ইংল্যান্ডের রাজধানী কোথায় ছিল ?


উত্তর: উইঞ্চেস্টার শহরে।


40. ভারতের রাষ্ট্রপতির মাসিক মাইনে কত ?


উত্তর: দেড় লক্ষ টাকা।


41. কে, কত সালে ‘ অর্ডার অফ অ্যাকাডেমিক পামস’ খেতাব চালু করেন ?


উত্তর: সম্রাট নেপােলিয়ন বােনাপার্ট, ১৮০৮ সালে।


42. প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সংসদে মােট আসন সংখ্যা কত ?


উত্তর: ২৯৯ টি।


43. কোন অলিম্পিকে ধ্যান চাদ ভারতীয় হকি দলের নেতৃত্ব দিয়েছিলেন ?


উত্তর: ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে।


44. কোন বিখ্যাত কবির বাসভবনের নাম ‘ ডাভকটেজ’ ?


উত্তর: ওয়ার্ডসওয়ার্থ।


45. রাষ্ট্রসঙ্ঘের প্রথম এশীয় মহাসচিব কে ?


উত্তর: ইউ থান্ট।


46. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কে ‘ দেশনায়ক’ আখ্যা দেন ?


উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।


47. একসময় এদেশে রােমানদের বাণিজ্যকেন্দ্র কোথায় ছিল ?


উত্তর: আরিকামেদু শহরে।


48. ‘ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন ' কবে চালু হয় ?


উত্তর: ১৮৭৬ সালের ১৪ মার্চ।


49. পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভার বিচার ও আইন দপ্তরের মন্ত্রী কে ছিলেন ? 


উত্তর: মােহিনীমােহন বর্মন।


50. কোন সংস্থা কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক বিরােধ জনিত সমস্যা সমাধান করে ?


উত্তর:  অর্থ (ফিনান্স) কমিশন।


51. ভারতের একমাত্র কোন রাজ্যের সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ভূমিকা নেই ?


উত্তর: জম্মু ও কাশ্মীর।


52. কবে থেকে এদেশে অর্জুন পুরস্কার প্রদান শুরু হয় ?


উত্তর: ১৯৬১ সাল থেকে।


53. ' মিনা ' কোন রাজ্যের উপজাতি সম্প্রদায় ?


উত্তর: রাজত্থান।


54. ' কোল’ কোন রাজ্যের উপজাতি সম্প্রদায় ?


উত্তর: মধ্যপ্রদেশ।


55. ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ধর্মানুসরণের স্বাধীনতার কথা বলা হয়েছে।


উত্তর: ২৫-২৮ নং অনুচ্ছেদে।


56. ‘ উড়ন্ত শিখ’ নামে কে পরিচিত ?


উত্তর: প্রিন্টার মিলখা সিং।


57. কোন মানুষ মহাকাশচারী প্রথম মহাশূন্যে পৌঁছন ?


উত্তর: ইউরি গ্যাগারিন।


58. ভারত থেকে প্রেরিত সমতল কক্ষের কৃত্রিম উপগ্রহের নাম কী ?


উত্তর: ইনস্যাট ওয়ান।


59. চিপক স্টেডিয়াম কোথায় অবস্থিত ?


উত্তর: চেন্নাই।


60. রাষ্ট্রসঙ্ঘের পর পৃথিবীর বৃহত্তম জোট কী ?


উত্তর: ন্যাম (nam)।


61. ক্রিসমাস স্নাে ম্যানের নাম কী ?


উত্তর: ফ্রস্টি।


62. রাশিয়ার তারকা নিকোলাই ভ্যালুয়েভের নাম কোন খেলার সঙ্গে সম্পর্কিত ?


উত্তর: বক্সিং।


63. স্বাধীন ভারতের প্রথম জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন কে ছিলেন ?


উত্তর: লালা অমরনাথ।


64. কমনওয়েলথের পুরাে নাম কী ?


উত্তর: দ্য ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস।


65. পশ্চিমবঙ্গের জাতীয় গাছ (বৃক্ষ) কী ?


উত্তর: ছাতিম।


66. কোন ভারতীয় বিপ্লবী ছদ্মনাম পি.এন.ঠাকুর ? 


উত্তর: বিপ্লবী রাসবিহারী বসু।


67. কাকে রাষ্ট্রসঙ্ঘের স্থপতি বলা হয় ?


উত্তর: ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট।


68. বিশ্বের প্রাচীনতম রাজধানী শহরের নাম কী ?


উত্তর: দামাস্কাস (সিরিয়ার রাজধানী)।


69. মশা ও মাছির পরে তৃতীয় কোন প্রাণির জেনেটিক কোড পুরােপুরি উদ্ধার করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা ?


উত্তর: মৌমাছি।


70. কী অপরাধে প্রাক্তন রাষ্ট্রপতি সাদ্দাম হুসেনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ইরাকের আদালত ?


উত্তর: দুজেইল গণহত্যা।


71. ভারতের একমাত্র অঙ্গরাজ্য, যার নিজস্ব পুলিশ আইন আছে, তার নাম কী ?


উত্তর: হরিয়ানা।


72. কোন রাজ্য সরকার বিবাহের পূর্বে aids test বাধ্যতামূলক করেছে ?


উত্তর: বিহার।


73. বাংলা ভাষায় অস্ট্রোফিজিক্সের বই ‘ বিশ্বজীবনী’র লেখক কে ? 


উত্তর: মণি ভৌমিক।


74. কে মহিলা মহাকাশচারী হিসেবে মহাশূন্যে সব থেকে বেশি সময় হাঁটার রেকর্ড করেছেন ?


উত্তর: সুনীতা উইলিয়ামস।


75. কার জীবনী নিয়ে রচিত গ্রন্থের নাম ‘ রােমান্সিং উইথ লাইফ’ ?


উত্তর: ধীরুভাই আম্বানি।


76. চিলির মানমন্দির থেকে ইউরােপিয়ান ইউনিয়নের বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে পৃথিবীর মতাে একটি গ্রহের সন্ধান পেয়েছেন এই গ্রহটির কী নাম ?


উত্তর: জি.এল, ফাইভ এইটি ওয়ান সি  (gl581c)।


77. ঋতুপর্ণ ঘােষ নির্দেশিত কোন চলচ্চিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন ?


উত্তর: দ্য লাস্ট লিয়র।


78. অ্যানথ্রাক্স রােগের চিকিৎসার জন্য বিজ্ঞানীরা যে নতুন রাসায়নিক পদার্থটি আবিষ্কার করেছেন তার নাম কী ?


উত্তর: সিক্স থায়গাগুয়ানােসিন।


79. বিশ্বের সর্বাধিক কার্বন ডাই অক্সাইড উৎপাদনকারী দেশের নাম কী ?


উত্তর: চিন।


80.  ‘ দ্য এলিফ্যান্ট, দ্য টাইগার অ্যান্ড দ্য সেলফোন’ নামক গ্রন্থের রচয়িতা কে ?


উত্তর: শশী থারুর।


81. সাম্প্রতিককালে নাসা মঙ্গলগ্রহের জল ও বস্তুকণা পরীক্ষার জন্য যে চালকহীন মহাকাশযান পাঠিয়েছে তার নাম কী ?


উত্তর:ফিনিক্স।


82. সম্প্রতি ভারতের কোন অভয়ারণ্যে প্রখ্যাত পরিবেশবিদ স্টিভ আরউইনের স্মৃতিতে একটি কুমির সংরক্ষণ ও গবেষণাকেন্দ্র স্থাপন করা হয়েছে ?


উত্তর: কেরালার নেইয়ার অভয়ারণ্য।


83. সম্প্রতি ইসরাে যে কমিউনিকেশন স্যাটেলাইট লঞ করেছে তার নাম কী ?


উত্তর: ইনস্যাট ফোর সি আর।


84. ভারতের কোন রাজ্যের রাজ্য সরকার রাজ্যের সকল মানুষের জন্য উন্নতমানের পানীয় জলের সহজপ্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ‘ সুজলা প্রকল্প শুরু করেছে ?


উত্তর: কেরালা।


85. ভূপাল গ্যাস দূর্ঘটনা নিয়ে লেখা ভারতীয় লেখক ইন্দ্র সিংহের যে গ্রন্থটি এবার বুকার পুরস্কারের জন্য মনােনীত চূড়ান্ত গ্রন্থতালিকায় স্থান পেয়েছিল তার নাম কী ?


উত্তর: অ্যানিম্যালস পিপল।


86. ‘ দাক্ষিণাত্যের ক্ষত আমার বিপদ ডেকে এনেছিল। এবং দাক্ষিণাত্যেই আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়', আমি কে ?


উত্তর: ঔরঙ্গজেব।


87. বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন ?


উত্তর: ধর্মপাল।


88. কে প্রথম রেশনব্যবস্থা চালু করেন ?


উত্তর: আলাউদ্দিন খলজি।


89. ‘ হুমায়ুন’ কথাটির অর্থ কী ?


উত্তর: সৌভাগ্যবান।


90. কোন শিল্পী ময়ূর সিংহাসন নির্মাণ করেন ?


উত্তর: শিল্পী বেবাদল খাঁ।


91. কোন মুঘল সম্রাটের রাজত্বকালে ‘ মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ’ (golden age of the mughals) বলা হয় ?


উত্তর: শাহজাহান।


92. কাদের মধ্যে ১৮০৯ খ্রিস্টাব্দে অমৃতসর সন্ধি স্বাক্ষরিত হয় ?


উত্তর: রঞ্জিত সিংহ এবং ইংরেজদের মধ্যে।


93. ভারতের গভীরতম বন্দরটির নাম কী ?


উত্তর: বিশাখাপত্তনম।


94. ভারতের উচ্চতম শহর কোনটি ?


উত্তর: লে বা লেহ।


95. ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি ?


উত্তর: কাভালা (গুজরাট)।


96. লিংসি লা ও ইউল লা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযােগ রক্ষা করছে ?


উত্তর: ভুটান ও তিব্বত।


97. এশিয়ার বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটি ?


উত্তর: জাপানের ইয়াওটা উটা।


98. পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি কোন অলে ?


উত্তর: নিরক্ষীয় অঞ্চলে।


99. ভারতের সর্বোচ্চ সড়কপথ কোনটি ?


উত্তর: খারদুং লা সড়কপথ।


100. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম কী ?


উত্তর: মালদ্বীপ (ভূটান দ্বিতীয়)।


101. পরিক্রমনের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব হয় কবে ?


উত্তর: ৪ জুলাই (অপসুর ১৫ কোটি ২০ লক্ষ কিলােমিটার)।


102. পরিক্রমণের সময় কবে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হয় ?


উত্তর: ৩ জানুয়ারি (অনুসুর ১৪ কোটি ৭০ লক্ষ কিলােমিটার)।


103. পৃথিবীর সূর্য পরিক্রমণের গতিবেগ সেকেণ্ডে কত কিলােমিটার ?


উত্তর: ৩০ কিলােমিটার।


104. পৃথিবী তার কক্ষপথের ওপর কত ডিগ্রি কোণে সূর্যকে পরিক্রমণ করে ?


উত্তর: ৬৬ ১/২ ডিগ্রি।


105. চাঁদ নিজের চারদিকে এবং পৃথিবীর চারদিকে ঘুরতে সময় নেয় কতদিন ?


উত্তর: প্রায় ২৭ দিন।


106. ‘ মহান বৃদ্ধ’ নামে কে পরিচিত ?


উত্তর: দাদাভাই নৌরজি।


107. সুরেন্দ্রনাথ কর্তৃক ' ভারতসভা’ কবে স্থাপিত হয় ?


উত্তর: ১৮৭৬ সালে।


108. ‘ অস্পৃশ্যতা, মানুষ ও সমাজের বিরুদ্ধে চরম এক অপরাধ’ এই উক্তিটি কার ?


উত্তর: মহাত্মা গান্ধি।


109. প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ?


উত্তর: জে পি নিয়ােগী।


110. ভারতের স্বাধীনতা যুদ্ধের প্রথম (ফাসিতে) শহিদ ক্ষুদিরাম বসুর জন্ম হয় কোন গ্রামে ?


উত্তর: মােহনি।


111. ' সিপাহি বিদ্রোহ’ কে জাতীয় স্বাধীনতার একটি পরিকল্পিত যুদ্ধ কে বলেছিলেন ?


উত্তর: ভি ডি সাভারকার।


112. কে বলেছেন, ' ভারতীয় সঙ্গীত’ শুধু মানুষকে নয়, প্রাণিদেরও মুগ্ধ করে ?


উত্তর: আমির খসরু।


113. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকেন্দ্রটি কোথায় তৈরি হয়েছিল ?


উত্তর: থুম্বা।


114. ইউনিট ট্রাস্ট অব ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় ?


উত্তর: মুম্বই।


115. ভারতের পুলিশিব্যবস্থার প্রবর্তন করেন কে ?


উত্তর: লর্ড কর্ণওয়ালিশ।


116. কাকে ‘ কাশ্মীরের আকবর’ বলা হয় ?


উত্তর: জয়নাল আবেদিন।


117. কে বলেছিলেন, “ east is east and west is west and twain shall never meet "?


উত্তর: কিপলিং।


118. ' ফাদার মার্টিন’ কার ছদ্মনাম ?


উত্তর: নরেন্দ্রনাথ ভট্টাচার্য।


119. ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রীর নাম কী ?


উত্তর: গুলজারিলাল নন্দ।


120. বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ?


উত্তর: গােপাল (৭৫০ খ্রিস্টাব্দ)।


121. বিধবা বিবাহ আইন কোন বছর পাশ হয় ?


উত্তর: ১৮৫৬ খ্রিস্টাব্দে।


122. Life divine, দিব্যজ্ঞান গ্রন্থটি কার লেখা ?


উত্তর: অরবিন্দ ঘােষ।


123. ‘ গদর’ শব্দের অর্থ কী ?


উত্তর: বিপ্লব।


124. ভারতীয় বিপ্লবদের জননী কাকে বলা হয় ?


উত্তর: ভিকাজি রুস্তমজি কামা।


125.  নৌবিদ্রোহ কবে, কোথায় প্রথম হয়েছিল ?


উত্তর: ১৯৪৬ সালের ১৮ ফেব্রুয়ারি বম্বে তলােয়ার জাহাজে।


126. স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?


উত্তর: সর্বপল্লি রাধাকৃয়ণ। 


127. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কী ?


উত্তর: রবীন্দ্র পুরস্কার।


128. বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কী ?


উত্তর: মারিয়া এস্টেলনা পেরন (আর্জেন্টিনা)।


129. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কী ?


উত্তর: সিরিমাভাে বন্দরনায়েক (শ্রীলঙ্কা)।


130. কোন ভারতীয় শহরকে এশিয়ার রােম বলা হয় ?


উত্তর: দিল্লি।


131. বছরের কোন দিনটিকে মহাবিষুব বলে ?


উত্তর: ২১ মার্চ।


132. বছরের কোন দিনটি জলবিষুব নামে পরিচিত ?


উত্তর: ২৩ সেপ্টেম্বর।


133. কোনও স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত ?


উত্তর: ১২ ঘন্টা।


134. দুটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখ ?


উত্তর: ইতালির ভিসুভিয়াস এবং ভারতের ব্যারেন।


135. দুটি মৃত আগ্নেয়গিরির নাম লেখ ?


উত্তর: আন্দামানের নরেকোন্ডাম এবং মায়ানমারের পােপা।


136. বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতাে আকৃতিবিশিষ্ট ভূমিরূপকে কী বলে ?


উত্তর: গৌর।


137. নদীর গতিপথ খুব আঁকাবাঁকা হলে তাকে কী বলে ?


উত্তর: মিয়েন্ডাব।


138. পৃথিবীর বৃহত্তম হিমবাহ কী ?


উত্তর: আন্টার্কটিকা মহাদেশের ল্যামবার্ট।


139. পৃথিবীর দ্রুততম হিমবাহ কী ?


উত্তর: গ্রিনল্যান্ডের কুয়ারব্যাক।


140. হিমালয় পর্বতের উচ্চাংশে কোন জাতীয় বনভূমি দেখা যায় ?


উত্তর: সরলবর্গীয় বৃক্ষ।


141. কত সালে বনসংরক্ষণ আইন প্রণয়ন করা হয় ?


উত্তর: ১৯৮০ সালে।


142. দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?


উত্তর: আনাইমুদি।


143. ভারতের সর্বোচ্চ মালভূমি কী ?


উত্তর: লাদাখ মালভূমি।


144. ভূমধ্যসাগর এবং লােহিত সাগরকে কে সংযুক্ত করেছে  ?


উত্তর: সুয়েজ খাল।


145. পােল্যান্ড ও জার্মানিকে পৃথক করেছে কোন লাইন ?


উত্তর: হিনডেনবার্গ লাইন।


146. জাতীয় পতাকার চূড়ান্ত নকশাটি কেন্দ্রীয় সংবিধান সভায় অনুমােদন হয় কবে ?


উত্তর: ১৯৪৭ সালের।


147. আন্তর্জাতিক তারিখ রেখার মান কত ?


উত্তর: ১৮০ ডিগ্রি।


148. কর্কটক্রান্তি রেখার অক্ষাংশ কত ডিগ্রি ?


উত্তর:  ২৩ ডিগ্রি উত্তর।


149. চাঁদের সর্বোচ্চ পর্বতের নাম কী ?


উত্তর: লিবনিজ।


150. প্লেগরােগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কী ?


উত্তর: প্যাসটিউৱেল্লা পেসটিস।


151.কয়েকটি গমনে অক্ষম প্রাণি নাম লেখ।


উত্তর: স্পঞ্জ, সাগরকুসুম, প্রবাল।


152. দেহের সবচেয়ে বড় পেশি কী ?


উত্তর: সারটোরিয়াম (উরুতে থাকে)।


153. মানুষের মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয় ?


উত্তর: শর্করা।


154. কোন বর্ণের আলাের বিচ্যুতি সবচেয়ে বেশি ?


উত্তর: বেগুনি।


155. কোন বর্ণের আলাের বিচ্যুতি সবচেয়ে কম ?


উত্তর: লাল।


156. এক পশলা বৃষ্টির পর রামধনু দেখা যায় কেনদিকে ?


উত্তর: সূর্যের বিপরীত দিকে।


157. স্বাভাবিক উষ্ণতায় পারদ ছাড়া আরেকটি তরল ধাতু  নাম কী ?


উত্তর: গ্যালিয়াম।


158. সবচেয়ে হালকা গ্যাস কী ?


উত্তর: হাইড্রোজেন।


159. সবচেয়ে ভারী গ্যাস কী ?


উত্তর: রেডন।


160. সবচেয়ে হালকা ধাতু কী ?


উত্তর: লিথিয়াম।


161. জল যখন ফোটে তখন তাপমাত্রার কী পরিবর্তন ঘটে ?


উত্তর: স্থির থাকে।


162. একই উষ্ণতায় এবং সম আয়তন সব গ্যাসের মধ্যে সমান সংখ্যক পরমাণু বর্তমান সূত্রটি কার ?


উত্তর: বার্জিলিয়াস।


163. সূর্যকে একটি ফোকাসে রেখে গ্রহগুলি উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে এই সূত্রটি কার ?


উত্তর: কেপলার।


164. মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয় ?


উত্তর: hcl


165. ‘ অতীশ’ কথার অর্থ কী ?


উত্তর: প্রভু।


166. কবে থেকে ‘ হষাব্দ’ নামে নতুন বছরের প্রচলন


উত্তর: ৬০৬ খ্রিস্টাব্দে।


167. উদ্ভিদের বৃদ্ধির হার কোন কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয় ?


উত্তর: আর্ক ইন্ডিকেটর, অক্রানােমিটার।


168. রক্তে বিলিরুবিনের পরিমাণ বেশি হলে কোন রােগ হয় ?


উত্তর: জন্ডিস।


169. উদ্ভিদের কোশপ্রাচীর স্থূল হয় কী সঞ্চিত হওয়ার ফলে ?


উত্তর: সেলুলােজ, পেকটিন, লিগনিন।


170. কিসের সাহায্যে উদ্ভিদের বয়স নির্ণয় করা হয় ?


উত্তর: বৃদ্ধিবয় / বর্ষবলয়।


171. পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলন পদ্ধতিকে কী বলে ?


উত্তর: নিষেক।


172. নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে কী বলে ?


উত্তর: জাইগােট।


173. সমআয়তন ও সমআকৃতির জননকোশের মিলনকে কী বলে ?


উত্তর: আইসােগ্যামি।


174. বিশেষ আয়তন ও আকৃতিবিশিষ্ট জননকোশের মিলনকে কী বলে ?


উত্তর: অ্যানাইসােগ্যামি।


175. বিষম আয়তন ও আকৃতিবিশিষ্ট জননকোশের মিলনকে কী বলে ?


উত্তর: উগ্যামি।


176. অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্যসৃষ্টির পদ্ধতিকে কী বলে ?


উত্তর: পারথেনােজেনেসিস। 


178. শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে কী বলে ?


উত্তর: ম্পার্মাটোজেনেসিস।


179. ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন পদ্ধতিকে কী বলে ?


উত্তর: উজেনেসিস।


180. দেহকোশ বিভাজিত হয়ে অপত্যকোশ সৃষ্টি হওয়ার পদ্ধতিকে কী বলে ?


উত্তর: ব্লাস্টোজেনিক বা সােমাটোজেনিক।


181. অনিষিক্ত ডিম্বাশয় থেকে বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে কী বলে ?


উত্তর:পারথেনােকাপি।


182. ফল পাকাতে সাহায্য করে কোন হরমােন ?


উত্তর: ইথিলিন।


183. অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয় ?


উত্তর: বিটা।


184. অগ্ন্যাশয়ের কোন কোশ থেকে গ্লুকাগন নিঃসৃত হয় ?


উত্তর: আলফা।


185. প্রতি 100 ml . রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ কত ?


উত্তর:  80-120 mg .।


186. রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিকে কী বলে ?


উত্তর: হাইপারগ্লাইসিমিয়া।


187. রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়াকে কী বলে ?


উত্তর: হাইপােগ্লাইসিমিয়া।


188. রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিজনিত রােগকে কী বলে ?


উত্তর: ডায়াবেটিস মেলিটাস।


189. কোন রােগের অপর নাম ' big c ' ?


উত্তর: ক্যানসার।


190. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন ?


উত্তর: তােজো।


191. ' ভারত আত্মা ' কার রচনা ?


উত্তর: বিপিনচন্দ্র পাল।


192. ‘ নিউ ইন্ডিয়া’ পত্রিকার প্রকাশক কে ?


উত্তর: অ্যানি বেসান্ত।


193. প্রকৃত জাতীয় পতাকার তিনটি রং কত সালে গৃহীত হয় ?


উত্তর: ১৯৩১ সালে।


194. অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কী ?


উত্তর: সুপ্ৰারেনাল গ্রন্থি।


195. মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত ?


উত্তর: ৮/১০ মিঃ।


196. রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় কোথায় ?


উত্তর: জীবাশ্মের বয়স নির্ণয়ে।


197. যৌন ক্রোমােজোম ছাড়া অন্য ৪৪ টি ক্রোমােজোমকে কী বলে ?


উত্তর: অটোজোম।


198.  কাকে রাসায়নিক দূত বলা হয় ?


উত্তর: হরমােন।


199. ছত্রাকের মধ্যে কোন জাতীয় পুষ্টি দেখা যায় ?


 উত্তর: মৃতজীবী। 


200. মানবদেহে কোথায় কর্ণিয়া থাকে ?


উত্তর: চোখে।


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.