General Knowledge 2021 In Bengali: সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর
General Knowledge 2021 In Bengali: সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর
1. হায়দ্রাবাদের প্রাচীন নাম কী ছিল কী ?
উত্তর: ভাগ্যনগর।
2. কোন ব্রিটিশ স্থপতি ভারতের সংসদ ভবনের নকসা করেছিলেন ?
উত্তর: হারভার্ট বেকার।
3. মানুষের দেহে সবচেয়ে শক্ত জয়েন্ট কোনটি ?
উত্তর: নিতম্বের জয়েন্ট।
4. প্রথম জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত গ্রন্থ কী, লেখক কে ?
উত্তর: ওডাকুঝল (মালয়ালম), লেখক – জি. শঙ্কর কুরুপ।
5. ‘ক্রাইম অ্যাণ্ড পানিসমেন্ট' কার লেখা -
উত্তর: ফিয়ােডাের মিখাইলােভিচ দস্তয়েভস্কি (রাশিয়া)।
6. প্রথম কোন বাংলা বই ‘জ্ঞানপীঠ ’ সাহিত্য পুরস্কার পায়, লেখক কে ?
উত্তর: গণদেবতা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
7. সবচেয়ে হালকা ধাতু কোনটি ?
উত্তর: লিথিয়াম।
8. ভারি হাইড্রোজেনের পারমাণবিক ভর কত ?
উত্তর: দুই।
9. টাংস্টেনের প্রতীক কী ?
উত্তর: W.
10. অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কী ?
উত্তর: Al2O3
11. সীসার আকরিক কোনটি ?
উত্তর: গ্যালেনা।
12. আলাের প্রতিফলন করতে পারে এমন অধাতু হল –
উত্তর: সিলিকন।
13. NTP- তে 32 gm, অক্সিজেনের আয়তন কত ?
উত্তর: 22.4 লিটার।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box