বিভিন্ন বিষয়ে প্রথম ভারতীয় পুরুষ - First Indian Male In Various
Fields
বিভিন্ন বিষয়ে প্রথম ভারতীয় পুরুষ - First Indian Male In Various Fields
বিভিন্ন বিষয়ে প্রথম ভারতীয় পুরুষ
|
বিষয় |
প্রথম ভারতীয় পুরুষ |
প্রধানমন্ত্রী |
জওহরলাল নেহেরু |
উপ প্রধানমন্ত্রী |
সর্দার বল্লভভাই প্যাটেল |
রাষ্ট্রপতি |
ড. রাজেন্দ্র প্রসাদ |
উপরাষ্ট্রপতি |
ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ |
মুসলিম রাষ্ট্রপতি |
ড. জাকির হোসেন |
শিক্ষামন্ত্রী |
মৌলানা আবুল কালাম আজাদ |
আইনমন্ত্রী |
ড. বি. আর. আম্বেদকর |
অর্থমন্ত্রী |
আর. কে. সম্মুগম চেট্টি |
রেলমন্ত্রী |
জন মাথাই |
মহাকাশচারী |
রাকেশ শর্মা |
মুখ্য নির্বাচন কমিশনার |
সুকুমার সেন |
নৌপ্রধান |
রাম দাস কাটারী |
কমান্ডার ইন চিফ |
কোদানদেরা মদপ্পা কারিয়াপ্পা |
বিমানবাহিনীর প্রধান |
সুব্রত মুখার্জী |
রাজ্যসভার চেয়ারম্যান |
ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ |
লোকসভার স্পিকার |
গণেশ বাসুদেব মাভলঙ্কার |
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি |
হীরালাল জে. কানিয়া |
হাইকোর্টের প্রধান বিচারপতি |
রমেশচন্দ্র মিত্র |
ভারতীয় গভর্নর জেনারেল |
চক্রবর্তী রাজা গোপালাচারী |
জাতীয় কংগ্রেসের সভাপতি |
উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় |
জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি |
বদরুদ্দিন তায়াবজি |
ইংলিশ চ্যানেল অতিক্রমকারী |
মিহির সেন |
দক্ষিণ মেরু বিজয়ী |
জে. কে. বাজাজ |
অ্যান্টার্কটিকা বিজয়ী |
লেফটেন্যান্ট রামচরণ |
চলচ্চিত্র পরিচালক |
দাদাসাহেব ফালকে |
ভারতীয় ব্যারিস্টার |
জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর |
বিলাতযাত্রী |
রাজা রামমোহন রায় |
ভারতীয় পাইলট |
জে. আর. ডি. টাটা |
টেস্ট ক্রিকেট ক্যাপ্টেন |
সি. কে. নাইডু |
ওয়ান ডে ক্রিকেট ক্যাপ্টেন |
অজিত ওয়াদেকর |
টেস্ট ক্রিকেটে সেঞ্চুরী |
লালা অমরনাথ |
ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরী |
কপিল দেব |
টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক |
হরভজন সিং |
ওয়ান ডে ক্রিকেটে হ্যাট্রিক |
চেতন শর্মা |
ICS অফিসার |
সত্যেন্দ্রনাথ ঠাকুর |
মিস্টার ইউনিভার্স |
মনোতোষ রায় |
মিস্টার ওয়ার্ল্ড |
রোহিত খান্ডেলওয়াল |
অলিম্পিকে সোনা জয়ী |
অভিনব বিন্দ্রা |
ব্যক্তিগত অলিম্পিকে মেডেল জয়ী |
কে. ডি. যাদব |
ভারতরত্ন পুরস্কার প্রাপক |
ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ, চক্রবর্তী রাজা গোপালাচারী, সি. ভি. রমন
|
অস্কার পুরস্কার প্রাপক |
সত্যজিৎ রায় |
নোবেল পুরস্কার প্রাপক |
রবীন্দ্রনাথ ঠাকুর |
অর্থনীতিতে নোবেল প্রাপক |
অমর্ত্য সেন |
ম্যাগসেসে পুরস্কার প্রাপক |
আচার্য বিনোবা ভাবে |
জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক |
জি. শঙ্কর কুরুপ |
পরমবীর পুরস্কার প্রাপক |
মেজর সোমনাথ শর্মা |
Also Read:
Please do not share any spam link in the comment box