পৃথিবীর কয়েকটি বিখ্যাত স্থান ও তাদের উপনাম: Famous Places In The World And Their Nicknames

পৃথিবীর কয়েকটি বিখ্যাত স্থান ও তাদের উপনাম: Famous Places In The World And Their Nicknames

পৃথিবীর কয়েকটি বিখ্যাত স্থান ও তাদের উপনাম: Famous Places In The World And Their Nicknames


পৃথিবীর কয়েকটি বিখ্যাত স্থান ও তাদের উপনাম: Famous Places In The World And Their Nicknames



1. গ্রানাইট শহর (Granite City) ➟ আবারডিন, স্কটল্যাণ্ড


2. পবিত্র ভূমি (Holy Land) ➟ প্যালেস্টাইন


3. মুক্তার দ্বীপ (Island of Pearls) ➟ বাহরিন


4. হেরিং পুকুর (Herring Pond) ➟ আটলান্টিক মহাসাগর


5. লবঙ্গর দ্বীপ (Island of Cloves) ➟ মাদাগাস্কার


6. ভূমধ্যসাগরের চাবি (Key of Mediterranean) ➟ জিব্রাল্টার


7. সােনালী তন্তুর দেশ (Land of Golden Flace) ➟ অস্ট্রেলিয়া


8. সােনালী প্যাগােডার দেশ (Land of Golden Pagoda) ➟ বার্মা 


9. সহস্র হ্রদের দেশ (Land of Thousand Lake) ➟ ফিনল্যাণ্ড


10. নিশীথ সূর্যের দেশ (Land of Midnight Sun) ➟ নরওয়ে 


11. সূর্যোদয়ের দেশ (Land of Rising Sun) ➟ জাপান 


12. স্কটল্যান্ড কেকের দেশ (Land of Cakes) ➟ থাইল্যান্ড


13. শ্বেতহস্তীর দেশ (Land of White Elephant) ➟  স্কটল্যাণ্ড


14. বায়ুকলের দেশ (Land of Windmilis) ➟ হল্যান্ড


15. বর্জের দেশ (Land of thunderbolts) ➟  ভূটান 


16. এন্টাইলের স্তম্ভ (Pearls of Antiles) ➟  কিউবা


17. হারকিউলিসের স্তম্ভ (Piller of Hercules) ➟ জীব্রাল্টার প্রাণালী


18. ইউরােপের খেলার মাঠ (Playground of Europe) ➟ সুইজারল্যান্ড 


19. ইউরােপের শক্তির খাঁচা (Power Cage of Europe) ➟  বলকান


20. কোয়াকার সিটি (Quaker City) ➟ ফিলাডেলফিয়া


21. আড্রিয়েটিকের রাণী (Queen of the Adriatic) ➟ ভেনিস (ইতালী)


22. পৃথিবীর ছাদ (Roof of the Earth) ➟ পামীর মালভূমি


23. ইউরােপের ক্ষীণ মানব (Sick man of Europe) ➟ তুর্কি


24. উত্তরের ভেনিস (Venice of the North) ➟ স্টকহাে , সুইডেন 


25. শ্বেতশহর (White City) ➟ বেলগ্রেড, যুগােশ্লাভিয়া


26. সাদা মানুষদের কবর (White man's grave) ➟ গুয়েনা কোস্ট 


27. পৃথিবীর একাকীতম দ্বীপ (World's loneliest island) ➟ ত্ৰিস্তান ডি কুনহা


28. পৃথিবীর ফলের ঝুড়ি (World's fruit basket) ➟ ভূমধ্যসাগরীয় অঞ্চল


29. পৃথিবীর রুটির ঝুড়ি (World's bread basket) ➟  উত্তর আমেরিকার প্রেইরী


30. প্রাচ্যের ডান্ডি (Dandi of the East) ➟ নারায়ণগঞ্জ (বাংলাদেশ)


31. প্যাগােডার দেশ (Country of Pagoda) ➟ মায়ানমার


32. প্রাচ্যের মুক্তো (Pearl of the East) ➟ শ্রীলংকা 


33. রামধনুর দেশ (Land of Rainbow) ➟ হাওয়াই


34. পঞ্চহ্রদের বন্দর (Port of FIve Lakes) ➟ মস্কো


35. আড়ম্বরপূর্ণ প্রাসাদময়ী নগরী (City of Magnificent Building) ➟ ওয়াশিংটন


36. পৃথিবীর চিনির পাত্র (Sugar ➟ bow of the World) ➟ কিউবা 


37. গাড়ির শহর (City of Car) ➟ ব্রাসিলিয়া


38. কিউইদের দেশ (Land of Quies) ➟ নিউজিল্যান্ড


39. সিগারের দেশ (Land of Ciger) ➟ কিউবা


40. বিক্ষোভ নগরী (Revolt City) ➟ নিউইয়র্ক


41. বহিরাগতদের দেশ (Land of Foreigners) ➟ আমেরিকা


42. আমেরিকার উদ্যান (Garden of America) ➟ ভার্জিনিয়া


43. যমজ নগরী (Twin City) ➟ বুদাপেষ্ট


44. পার্বত্যময় দেশ (Hilly Land) ➟ গ্রীস


45. হার্মিং পাখির দেশ (Land of Haming Bird) ➟ ত্রিনিদাদ 


46. কফির পাত্র (Coffy Bowl) ➟ ব্রাজিল


47. ফ্রান্সের হৎপিণ্ড (Heart of the France) ➟ প্যারিস অববাহিকা


48. গেট ওয়ে টু ইন্ডিয়া (Gate Way to India) ➟ মরিশাস


49. গ্রীসের চক্ষু (Eye of Greece) ➟ এথেন্স


50. ভাটির দেশ (Land of Vati) ➟ বাংলাদেশ


51. সােনার অন্তঃপুর ➟ ইস্তাম্বুল


52. পশ্চিমের জিব্রাল্টার (Zibralter of West) ➟ কুইবেক


53. ক্ষুদ্র ভেনিস (Little Venis) ➟ ভেনেজুয়েলা 


54. কালাে হীরের দেশ (Land of Black Diamond) ➟ আফ্রিকা


55. প্রাচ্যের প্যারিস (Paris of the East) ➟ সাংহাই


56. রাশিয়ার ম্যানঞ্চেস্টার (Manchester of Russia) ➟ ইয়ানােভা


57. সমুদ্রের বধূ (Bride of Sea) ➟ গ্রেট ব্রিটেন 


58. গার্ডেন সিটি (Garden City) ➟ শিকাগো


59. ইতালীর ডেট্রয়েট (Detroit of Italy) ➟ তুরিন


60. ভালবাসার শহর (The City of Love) ➟ প্যারিস


61. আলাের শহর (The City of Light) ➟ প্যারিস


62. সহস্র গীর্জার শহর (The City of Hundred Spires) ➟ প্রাগ


63. সােনালী শহর (Golden city) ➟ প্রাগ


64. দ্যা মাদার অফ সিটিজ (The Mother of Cities) ➟ প্রাগ


65. দ্যা বিগ আপেল (The big Apple) ➟ নিউইয়র্ক 


66. পাপের শহর (Sin city) ➟ রস ভেগাস


67. বাতাসের শহর (The Windy City) ➟ চিকাগো


68. দ্যা বিগ স্মোক (The Big Smoge) ➟ ভ্যাকুভার 


69. দ্যা ফ্রেঞ্চে টাউন (The French Town) ➟ মনট্রিল


70. দ্যা সিটি অফ অ্যাঞ্জেলস (The City of Angles) ➟ লস অ্যাঞ্জেলস্ 


71. উত্তরের ভেনিস (The Venice of North)  ➟ আমস্টারডাম


72. সাম্রাজ্য শহর (The Emperial city) ➟  ভিয়েনা


73. মােটর সিটি (Motor City) ➟ ডেট্রয়েট


74. দ্য ম্যাজিক সিটি (The Magic City) ➟ ডেট্রয়েট 


75. লিটল কিউবা  (Little Quba) ➟  মিয়ামি 


76. লাল গোলাপের শহর (The Rose Red City) ➟ পেত্রা 


77. আয়রণ সিটি (Iron City) ➟ কিটসবার্গ 


78. লিটল প্যারিস (Little Paris) ➟ বুচারেস্ট 


79. লিলির শহর (The City of Lillies) ➟ ফ্লোরেন্স


80. দ্য সিটি অফ কাউন্টস (The City of Counts) ➟ র্সেলােনা


81. কুইন সিটি (Queen City) ➟ টরেন্টো


82. দ্যা বিগ টো (The Big Toe) ➟ টরেন্টো 


83. মেলার শহর (The Fair City)  ➟ দুবলিন 


84. থার্ড রােম (Third Rome) ➟ মস্কো 


85. শান্তির রাজধানী (The Peace Capital) ➟  জেনেভাে


86. বিস্ময়কর শহর (Marvelous City) ➟ রিও➟ডি➟জেনেরিও


87. শ্বেতশহর (White City) ➟ সলজবার্গ


88. দ্য লায়ন সিটি (The Lion City) ➟ সিঙ্গাপুর


89. ব্লিক সিটি (Bleak City) ➟ মেলবাের্ন


90. অস্ট্রেলিয়ার ইউরােপ (Europe of Australia) ➟ মেলবাের্ন


91. দ্য হার্বার সিটি (The Harbour City) ➟ সিডনি


92. ধূসর শহর (The Gray City) ➟ বার্লিন


93. টাইগার টাউন (The Tiger Town) ➟ অসলাে 


94. বিগ ডি (Big D) ➟ উলার্স 


95. পার্ল অফ দ্য ওরিয়েন্ট (Pearl of the Orient) ➟ হংকং


96. বিশ্ব হৃদয়ের শহর (World City with Heart) ➟ মিউনিখ


97. হাজার বাণিজ্যের শহর (The city of a thousand trades) ➟ বার্মিংহাম


98. ভবিষ্যতের শহর (The city with a future) ➟  লিসবােন 


99. নিষিদ্ধ শহর (The Forbidden city) ➟ বেজিং


100. চার্চের শহর (City of churches) ➟ অ্যাডিলেড


101. লিটল ভিয়েনা (Little Vieana) ➟ জাগ্রে 


102. উত্তরের ভেনিস (Venice of the North) ➟ বার্গস


103. স্বপ্নের শহর (The city of dreams) ➟ সানরেমাে


104. আনন্দের শহর (The city of delights) ➟ টিভােলি


105. বিশ্ব দূরদর্শনের রাজধানী (Television capital of the world) ➟ তিজুয়ানা


106. দ্য সিটি অফ দ্য কিংস (The city of the kings) ➟  লিমা


107. বিম্বো টাউন (Bimbo Town) ➟ লেপজিগ


108. ল্যাণ্ড অফ এসকিমাে (Land of the Eskimos) ➟ গ্রীণল্যাণ্ড


109. ল্যাণ্ড অফ ক্যানেলস্ (Land of Canels) ➟ নেদারল্যান্ড


110. ল্যাণ্ড অফ টিউলিপস্ (Land of Tulips) ➟ নেদারল্যান্ড


111. বিশ্বের সারাংশ (Summary of World) ➟ ভারত


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.