Famous Historical Empires And Emperors Of India: ভারতের বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য ও সম্রাট গণ

Famous Historical Empires And Emperors Of India: ভারতের বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য ও সম্রাট গণ

Famous Historical Empires And Emperors Of India: ভারতের বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য ও সম্রাট গণ


Famous Historical Empires And Emperors Of India: ভারতের বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য ও সম্রাট গণ 



হর্ষংক বংশ


❏ প্রতিষ্ঠাতা: বিম্বিসার


❏ শেষ সম্রাট: নাগদাস


❏ শ্রেষ্ঠ সম্রাট: অজাতশত্রু


মৌর্য বংশ


❏ প্রতিষ্ঠাতা: চন্দ্রগুপ্ত মৌর্য


❏ শেষ সম্রাট: বৃহদ্রথ


❏ শ্রেষ্ঠ সম্রাট: অশোক


❏ দূত: মেগাস্থিনিস (গ্রীক দূত)



নন্দ বংশ



❏ প্রতিষ্ঠাতা: মহাপদ্ম নন্দ


❏ শেষ সম্রাট: ধননন্দ


❏ শ্রেষ্ঠ সম্রাট: ধননন্দ



শিশুনাগ বংশ



❏ প্রতিষ্ঠাতা: শিশুনাগ (444 খ্রিঃ পূঃ)


❏ শেষ সম্রাট: কালাশোক বা কাকবর্ণ


❏ শ্রেষ্ঠ সম্রাট: শিশুনাগ



প্রতিহার বংশ



❏ প্রতিষ্ঠাতা: হরিচন্দ্র (740 )


❏ শেষ সম্রাট: মহীপাল


❏ শ্রেষ্ঠ সম্রাট: ভোজ (প্রথম)



সাতবাহন বংশ



❏ প্রতিষ্ঠাতা: সিমুক সাতবাহন


❏ শেষ সম্রাট: যজ্ঞশ্রী সাতকর্ণী


❏ শ্রেষ্ঠ সম্রাট: সাতকর্ণী গৌতমী পুত্র



কুষাণ বংশ



❏ প্রতিষ্ঠাতা: কুজুল কদফিসেস


❏ শেষ সম্রাট: বাসুদেব


❏ শ্রেষ্ঠ সম্রাট: কণিষ্ক



গুপ্ত বংশ



❏ প্রতিষ্ঠাতা: শ্রীগুপ্ত


❏ শেষ সম্রাট: দ্বিতীয় জীবিত গুপ্ত


❏ শ্রেষ্ঠ সম্রাট: সমুদ্রগুপ্ত



পুষ্যভূতি বংশ



❏ প্রতিষ্ঠাতা: প্রভাকর বর্ধন


❏ শেষ সম্রাট: হর্ষবর্ধন



পাল বংশ



❏ প্রতিষ্ঠাতা: গোপাল


❏ শেষ সম্রাট: মদন পাল


❏ শ্রেষ্ঠ সম্রাট: দেব পাল



সেন বংশ



❏ শেষ সম্রাট: সামন্ত সেন


❏ প্রতিষ্ঠাতা: লক্ষ্মণ সেন


❏ শ্রেষ্ঠ সম্রাট: বিজয় সেন



চালুক্য বংশ



❏ প্রতিষ্ঠাতা: প্রথম পুলকেশী


❏ শেষ সম্রাট: দ্বিতীয় কীর্তি বর্মণ


❏ শ্রেষ্ঠ সম্রাট: দ্বিতীয় পুলকেশী



পল্লব বংশ



❏ প্রতিষ্ঠাতা: শিবস্কন্দ বর্মণ


❏ শেষ সম্রাট: অপরাজিত বর্মণ


❏ শ্রেষ্ঠ সম্রাট: নরসিংহ বর্মণ



দাস বংশ



❏ প্রতিষ্ঠাতা: কুতুবউদ্দিন আইবক


❏ শেষ সম্রাট: কায়ুমার্স / কায়কোবাদ



❏ শ্রেষ্ঠ সম্রাট: ইলতুৎমিস



তুঘলক বংশ



❏ প্রতিষ্ঠাতা: গিয়াস উদ্দিন তুঘলক


❏ শেষ সম্রাট: নাসিরুদ্দিন মামুদ


❏ শ্রেষ্ঠ সম্রাট: মহম্মদ বিন তুঘলক



লোদী বংশ



❏ প্রতিষ্ঠাতা: বহলুল লোদী


❏ শেষ সম্রাট: ইব্রাহিম লোদী


❏ শ্রেষ্ঠ সম্রাট: ইব্রাহিম লোদী



বাহমানী বংশ



❏ প্রতিষ্ঠাতা: জাফর খান


❏ শেষ সম্রাট: কালিম উল্লাহ শাহ


❏ শ্রেষ্ঠ সম্রাট: মামুদ গাওয়ান



মোগল সাম্রাজ্য



❏ প্রতিষ্ঠাতা: বাবর


❏ শেষ সম্রাট: ২য় বাহাদুর শাহ


❏ শ্রেষ্ঠ সম্রাট: আকবর



রাষ্ট্রকুট বংশ



❏ প্রতিষ্ঠাতা: দান্তি দূর্গ


❏ শেষ সম্রাট: চতুর্থ অমোঘ বর্ণ


❏ শ্রেষ্ঠ সম্রাট: তৃতীয় কৃষ্ণ



সৈয়দ বংশ



❏ প্রতিষ্ঠাতা: খিজির খাঁ


❏ শেষ সম্রাট: আলাউদ্দিন আলম শাহ


❏ শ্রেষ্ঠ সম্রাট: মোবারক শাহ



খলজী বংশ



❏ প্রতিষ্ঠাতা: জালাল উদ্দিন


❏ শেষ সম্রাট: কুতুব উদ্দিন মোবারক খলজী


❏ শ্রেষ্ঠ সম্রাট: আলাউদ্দীন খলজী



চোল বংশ



❏ প্রতিষ্ঠাতা: বিজয়ালয়


❏ শেষ সম্রাট: কুলতুংগ


❏ শ্রেষ্ঠ সম্রাট: রাজেন্দ্র চোল


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.