বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিস্কারক: Discoverer Of Various Scientific Formulas
বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিস্কারক: Discoverer Of Various Scientific Formulas
❏ তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র ➟ পাস্কেল
❏ পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র ➟ হূক
❏ আবহাওয়ার চাপের সূত্র ➟ টরিসেলি
❏ গ্যাসের চাপের সূত্র (চাপ স্থির) ➟ চার্লস
❏ গ্যাসের চাপের সূত্র (তাপমাত্রা স্থির) ➟ বয়েল
❏ তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদনের সূত্র ➟ মাইকেল ফ্যারাডে
❏ তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্র ➟ বারনৌল্লি
❏ পদার্থের ভাসনশীলতার সূত্র ➟ আর্কিমিডিস
❏ ৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ ➟ হােপ
❏ পদার্থের আভ্যন্তরীণ ধর্মের সূত্র ➟ গ্যালিলিও গ্যালিলি
❏ মহাকর্ষ সূত্র ➟ স্যার আইজ্যাক নিউটন
❏ কাস্কেড তত্ত্ব ➟ W.Heitler এবং হােমি জাহাঙ্গীর ভাবা
❏ শক্তির নিত্যতা সূত্র ➟ জুল প্রেস বার্ট
❏ ল অব রিফ্লেকশন (Refraction) অব লাইফ ➟ স্নেল
❏ ফাস্ট ফর্মাল ➟ ইউক্লিড
❏ মলিকিউলার হাইপােথিসিস ➟ অ্যাভােগাড্রো
❏ জেনারেল এন্ড স্পেশালথিওরিজ অবরিলেটিভিটি ➟ অ্যালবার্ট আইনস্টাইন
❏ ল অব প্লেনেটরি মােশান ➟ কেপলার
❏ ডাইনামিক থিওরি ➟ কেলভিন
❏ ল অব ইলেকট্রোলাইসিস ➟ মাইকেল ফ্যারাডে
❏ উড়ান সূত্রের প্রথম উপস্থাপক ➟ নিউটন
❏ রেডিও অ্যাক্টিভিটি ➟ এ . বেকরেল
❏ তাপীয় আয়নন তন্তু ➟ মেঘনাদ সাহা
❏ দুটি তড়িতাধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের সূত্র ➟ চার্লস অগাস্তিন দা কুলম্ব
❏ ইউরেনিয়াম ফিসন থিওরি ➟ অটো হন (Otto Hahn)
❏ নােভাম অর্গানম তত্ত্ব ➟ ফ্রান্সিস বেকন
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box