বিভিন্ন প্রকার শক্তির রূপান্তরের তালিকা: Different Types Of Energy Conversion
বিভিন্ন প্রকার শক্তির রূপান্তরের তালিকা: Different Types Of Energy Conversion
যান্ত্রিক শক্তির রূপান্তর
❏ যান্ত্রিক শক্তি ➨ তাপ শক্তি
উদাহরণ: হাতে হাত ঘষা, তুরপুন দিয়ে ছিদ্র করা।
❏ যান্ত্রিক শক্তি ➨ শব্দ শক্তি
উদাহরণ: বাদ্যযন্ত্রের শক্তি উৎপাদন
❏ যান্ত্রিক শক্তি ➨ তড়িৎ শক্তি
উদাহরণ: জলবিদ্যুৎ উৎপাদন, ডায়নামা সৃষ্টি তড়িৎ।
❏ যান্ত্রিক শক্তি ➨ চৌম্বক শক্তি
উদাহরণ: চৌম্বক পদার্থকে চুম্বক দিয়ে ঘষে চুম্বকে পরিণত করা।
❏ যান্ত্রিক শক্তি ➨ তাপ ও আলোক শক্তি
উদাহরণ: ছুরি, কাঁচি শান দেওয়া।
❏ যান্ত্রিক শক্তি ➨ রাসায়নিক শক্তি ও তাপ শক্তি
উদাহরণ: দেশলাই জ্বালানো।
তাপশক্তির রূপান্তর
❏ তাপশক্তি ➨ যান্ত্রিক শক্তি
উদাহরণ: স্টিম ইঞ্জিন চালানো
❏ তাপশক্তি ➨ তড়িৎ শক্তি
উদাহরণ: তাপবিদ্যুৎ উৎপাদন
❏ তাপশক্তি ➨ আলোক শক্তি
উদাহরণ: সরু প্লাটিনাম তারকে খুব উত্তপ্ত করলে আলো উৎপন্ন হয়।
❏ তাপশক্তি ➨ শব্দ শক্তি
উদাহরণ: তরলকে উত্তপ্ত করলে খুব উষ্ণতায় শব্দ হয়।
❏ তাপশক্তি ➨ রাসায়নিক শক্তি
উদাহরণ: পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন উৎপন্ন হয়।
তড়িৎশক্তির রূপান্তর
❏ তড়িৎশক্তি ➨ তাপ শক্তি
উদাহরণ: বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রি - র উত্তপ্ত হওয়া।
❏ তড়িৎশক্তি ➨ যান্ত্রিক শক্তি
উদাহরণ: বৈদ্যুতিক পাখার ঘোরা।
❏ তড়িৎশক্তি — আলোক শক্তি
উদাহরণ: বৈদ্যুতিক বাল্বের জ্বলা।
❏ তড়িৎশক্তি ➨ শব্দ শক্তি
উদাহরণ: বৈদ্যুতিক কলিংবেলের বেজে ওঠা।
❏ তড়িৎশক্তি ➨ চৌম্বক শক্তি
উদাহরণ: বৈদ্যুতিক চৌম্বক সৃষ্টি।
❏ তড়িৎশক্তি ➨ রাসায়নিক শক্তি
উদাহরণ: তড়িৎবিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিশ্লেষণ।
আলোক শক্তির রূপান্তর
❏ আলোক শক্তি ➨ রাসায়নিক শক্তি
উদাহরণ: ফটোগ্রাফিক প্লেটে ছবি তোলা।
❏ আলোক শক্তি ➨ তড়িৎ শক্তি
উদাহরণ: ফটোইলেকট্রিক কোশে আলো পড়লেই তড়িৎ প্রবাহ হয়।
❏ আলোক শক্তি ➨ তাপ শক্তি
উদাহরণ: লেসার রশ্মির দ্বারা ধাতুর বাষ্পীভূত হওয়া।
শব্দ শক্তির রূপান্তর
❏ শব্দ শক্তি ➨ যান্ত্রিক শক্তি
উদাহরণ: প্রচন্ড বিস্ফোরণে কাচের জানালার কাঁচ ফেটে যাওয়া।
❏ শব্দ শক্তি ➨ রাসায়নিক শক্তি
উদাহরণ: প্রচন্ড শব্দের দরুন অ্যাসিটিলিন গ্যাসের বিশ্লেষণে কার্বন ও হাইড্রোজেন উৎপন্ন হওয়া।
❏ শব্দ শক্তি ➨ তড়িৎ শক্তি
উদাহরণ: টেলিফোনের প্রেরক যন্ত্রে ও মাইক্রোফোনের ডায়াফ্রামে সৃষ্ট কম্পন তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।
চৌম্বক শক্তির রূপান্তর
❏ চৌম্বক শক্তি ➨ তাপ শক্তি
উদাহরণ: লোহার দন্ডকে বারংবার চুম্বকিত এবং বিচুম্বকিত করলে দন্ডটি উত্তপ্ত হয়ে ওঠে।
❏ চৌম্বক শক্তি ➨ তড়িৎ শক্তি
উদাহরণ: কোন চৌম্বক ক্ষেত্রে একটি তড়িৎ পরিবাহী তারের কুন্ডলীকে ঘোরালে কুন্ডলীর মধ্যে তড়িৎ পরিবাহিত হয়।
❏ চৌম্বক শক্তি ➨ যান্ত্রিক শক্তি
উদাহরণ: চুম্বক কর্তৃক লৌহচূর্ণের আকর্ষণ।
❏ চৌম্বক শক্তি ➨ শব্দ শক্তি
উদাহরণ: কোন চৌম্বক পদার্থকে হঠাৎ চুম্বকিত করার ফলে একটি শব্দ উৎপন্ন হয়।
রাসায়নিক শক্তির রূপান্তর
❏ রাসায়নিক শক্তি ➨ তড়িৎ শক্তি
উদাহরণ: বৈদ্যুতিক কোশে দেখা যায়।
❏ রাসায়নিক শক্তি ➨ তাপ শক্তি
উদাহরণ: কয়লা, কেরোসিন, পেট্রোল ইত্যাদির দহন।
রাসায়নিক শক্তি ➨ আলোক শক্তি
উদাহরণ: অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেশিয়ামের ফিতার দহনে আলো উৎপন্ন হওয়া।
❏ রাসায়নিক শক্তি ➨ শব্দ শক্তি
উদাহরণ: পটকা, বোমা প্রভৃতির রাসায়নিক বিক্রিয়ায় শব্দ উৎপন্ন হওয়া।
❏ রাসায়নিক শক্তি ➨ যান্ত্রিক শক্তি
উদাহরণ: কয়লার দহনের মাধ্যমে স্টিম ইঞ্জিনের চালনা করা।
পারমাণবিক শক্তির রূপান্তর
❏ পারমাণবিক শক্তি ➨ শব্দ শক্তি
উদাহরণ: পারমাণবিক বোমার প্রচন্ড বিস্ফোরণ।
❏ পারমাণবিক শক্তি ➨ যান্ত্রিক শক্তি
উদাহরণ: পারমাণবিক বিস্ফোরণের ফলে অলটির ঘরবাড়ি ইত্যাদি ধ্বংস হওয়া।
❏ পারমাণবিক শক্তি ➨ তাপ ও আলোক শক্তি
উদাহরণ: পারমানবিক বিস্ফোরণের ফলে উৎপন্ন আলো ও তাপ।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box