বিভিন্ন প্রতীক চিহ্ন ও তার অর্থ: Different Symbols And Their Meanings
বিভিন্ন প্রতীক চিহ্ন ও তার অর্থ: Different Symbols And Their Meanings
❏ অর্ধনমিত পতাকা ➨ জাতীয় শােক
❏ হলুদ পতাকা (Yellow flag) ➨ জাহাজে লাগানাে থাকলে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রােগী আছে।
❏ কালাে পতাকা (Black flag) ➨ প্রতিবাদ।
❏ লাল পতাকা (Red flag) ➨ বিপ্লব (Revolution), বিপদ সংকেত।
❏ সাদা পতাকা (White flag) ➨ সন্ধি (Truce) / সাময়িক বিরতি।
❏ পতাকার উপরের অংশ নীচে থাকলে ➨ বিপর্যয়।
❏ লাল ত্রিভুজ (Red Triangle) ➨ পরিবার পরিকল্পনা।
❏ লাল ক্রস (Red Cross) ➨ হাসপাতাল অথবা চিকিৎসা সংক্রান্ত উপকরণ।
❏ লাল বাতি (Red light) ➨ ভয়ংকর, অত্যন্ত প্রয়ােজনীয় অথবা ট্রাফিকে থামবার সংকেত।
❏ সবুজ বাতি (Green light) ➨ রাস্তা পরিস্কারের সংকেত।
❏ পায়রা (Pegion) ➨ শান্তি।
❏ ওলিভ কাণ্ড (Olive Brunch) ➨ শান্তি।
❏ একটি কালাে কাপড়ে চোখ বাঁধা এবং হাতে দাঁড়িপাল্লা ধরা মহিলা ➨ ন্যায় বিচার।
❏ কালাে হস্ত বন্ধনী (Black armband) ➨ প্রতিবাদের চিহ্ন অথবা শােকসূচক।
❏ দুটো কোণাকুনি হাড় ও মাঝে একটি মাথার খুলি ➨ বিপদ (বৈদ্যুতিক)।
❏ ইউনিয়ন জ্যাক (Union Jack) ➨ গ্রেট ব্রিটেনের জাতীয় পতাকা।
❏ পদ্ম (Lotus) ➨ সংস্কৃতি এবং সভ্যতা।
❏ চক্র (Wheel) ➨ উন্নতি (Progress)।
❏ সেলামরত মহারাজা ➨ এয়ার ইন্ডিয়া।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box