সংবহন তন্ত্র সংক্রান্ত প্রশ্নোত্তর: Circulatory System Questions And Answers
সংবহন তন্ত্র সংক্রান্ত প্রশ্নোত্তর: Circulatory System Questions And Answers
সংবহন তন্ত্র সংক্রান্ত প্রশ্নোত্তর
1. উদ্ভিদের রসের উৎস্রোতের জন্য দায়ী ➨ জাইলেম কলা
2. উদ্ভিদের সংবহন কলা ➨ জাইলেম ও ফ্লোয়েম
3. ফ্লোয়েম কলার কাজ ➨ পাতায় প্রস্তুত খাদ্যরস উদ্ভিদদেহের সমস্ত অংশে ছড়িয়ে দেওয়া
4. পরিণত অবস্থায় মানুষের লোহিতকণিকা ➨ নিউক্লিয়াসবিহীন ও দ্বি-অবতল
5. রক্তের দুটি অজৈব উপাদান ➨ সোডিয়াম ও পটাশিয়াম
6. রক্তের দুটি জৈব উপাদান ➨ গ্লুকোজ ও অ্যালবুমিন
7. রক্তে অবস্থিত ফ্যাট ➨ কোলেস্টেরল, প্রশমিত ফ্যাট
8. জেনঘটিত পদার্থ ➨ ইউরিয়া ইউরিক অ্যাসিড
9. রক্তকণিকার উৎসস্থল ➨ লাল অস্থিমজ্জা
10. রক্তকণিকার ধ্বংস স্থান ➨ যকৃৎ ও প্লিহা
11. রক্তের উপাদান ➨ রক্তকণিকা (লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা), রক্তরস
12. স্বাভাবিক রক্তচাপ ➨ 120/80 mm Hg
13. লোহিতকণিকার কাজ ➨ প্রধানত O2 ও CO2 পরিবহণ, অন্যান্য বস্তু বহন
14. শ্বেতকণিকার কাজ ➨ জীবাণু ধ্বংস এবং রোগ প্রতিরোধ করা
15. অণুচক্রিকার কাজ ➨ রক্ততঞ্চনে সাহায্য করা
16. লোহিতকণিকার জীবনকাল ➨ গড় আয়ু 120 দিন
17. শ্বেতকণিকার ➨ গড় আয়ু 1-15 দিন
18. অণুচক্রিকার জীবনকাল ➨ গড় আয়ু 3-10 দিন
19. স্বাভাবিক হৃৎস্পন্দন ➨ 72 বার প্রতি মিনিট
20. রক্ত রক্তবাহের ভিতরে জমাট বাঁধে না ➨ হেপারিন-এর জন্য
21. রক্ততঞ্চনে সাহায্য করে ➨ থ্রম্বোকাইনেজ উৎসেচক
22. অ্যালার্জি প্রতিরোধ করে ➨ ইওসিনোফিল শ্বেতকনিকা
23. অধিক O2 যুক্ত রক্ত প্রবাহিত হয় ➨ ফুসফুসীয় শিরায়
24. অধিক CO2 যুক্ত রত্ন প্রবাহিত হয় ➨ ফুসফুসীয় ধমনীতে
25. থ্রম্বোসিস ➨ রক্তবাহের ভিতরে রক্তের জমাট বাঁধার পদ্ধতি
26. রক্ততঞ্চন বা হিমোস্টেসিস ➨ রক্তবাহের বাইরে রক্তের জমাট বাঁধার পদ্ধতি
27. সর্বজনীন দাতা রক্ত ➨ O গ্রুপ
28. সর্বজনীন গ্রহীতা রক্ত ➨ AB গ্রুপ
29. পলিসাইথিমিয়া ➨ লোহিতকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাওয়া
30. অ্যানিমিয়া ➨ লোহিতকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া
31. লিউকিমিয়া ➨ শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় অত্যধিক বৃদ্ধি পাওয়া
32. লিউকোসাইথিমিয়া ➨ শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাওয়া
33. থ্রম্বোসাইটোসিস ➨ অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া
34. থ্রম্বোসাইটোপিনিয়া বা পারপিউরা ➨ অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া
35. সিকল সেল অ্যানিমিয়া ➨ লোহিতকণিকার অত্যধিক ধ্বংসজনিত কারণে হয়
36. নরমোসাইটিক অ্যানিমিয়া ➨ অত্যধিক রক্তক্ষরণের কারণে লোহার অভাবে হয়
37. অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ➨ অস্থিমজ্জার ত্রুটির ফলে হয়
38. পারনিসিয়াস অ্যানিমিয়া ➨ ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের অভাবে হয়
39. হিমোফিলিয়া ➨ রকের তন না হওয়া
40. সিস্টোল ও ডায়াস্টোল ➨ হৃৎপিণ্ডের যথাক্রমে সংকোচন ও প্রসারণ
41. জল সংবহনতন্ত্র দেখা যায় ➨ তারামাছের
42. মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় ➨ আরশোলা, চিংড়ি, শামুক ইত্যাদির
43. সংবহনতন্ত্র দেখা যায় ➨ কেঁচো, ব্যাং, মানুষ ইত্যাদির
44. হিমোসিল ➨ রক্তপূর্ণ দেহগহ্বর (সন্ধিপদ ও শামুক জাতীয় প্রাণীদের মধ্যে দেখা যায়)
45. মানুষের হৃৎপিণ্ড ➨ চার প্রকোষ্ঠযুক্ত
46. হৃদপেশি ➨ বিশেষ অনৈচ্ছিক পেশি
47. মানব হৃৎপিণ্ডের বাম নিলয়ের কাজ ➨ O2 সমৃদ্ধ রক্তকে মহাধমনিতে সংবাহিত করা
48. ডান নিলয়ের কাজ ➨ ফুসফুসীয় ধমনিতে CO2 যুক্ত রক্ত চালনা করা
49. বাম অলিন্দের কাজ ➨ মহাশিরা দ্বারা আনীত CO2 যুক্ত রক্ত গ্রহণ করে
50. ডান অলিন্দের কাজ ➨ ফুসফুসীয় শিরা দ্বারা আনীত O2 যুক্ত রক্ত গ্রহণ করে
51. দ্বিপত্র /বাইকাসপিড/মাইট্রাল কপাটিকা থাকে ➨ বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে
52. ত্ৰিপত্ৰ বা ট্রাইকাসপিড কপাটিকা থাকে ➨ ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে
53. হৃৎপিণ্ডের আবরণী ➨ পেরিকার্ডিয়াম
54. নীলাভ রক্ত দেখা যায় ➨ কবচী শ্রেণির প্রাণীর
55. হিমোগ্লোবিন ➨ লৌহঘটিত রঞ্জক পদার্থ
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box