Bengali General Knowledge: জেনারেল নলেজ
Bengali General Knowledge: জেনারেল নলেজ
1. ভারতীয় সংবিধানের জনক কে?
উত্তর: বি.আর.আম্বেদকর
2. ভারতীয় আইনের জনক কে?
উত্তর: বি.আর.আম্বেদকর
3. ভারতীয় গনতন্ত্রের জনক কে?
উত্তর: বি.আর.আম্বেদকর
4. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কে?
উত্তর: জহরলাল নেহরু
5. ভারতে বিদেশ নীতির জনক কে?
উত্তর: জহরলাল নেহরু
6.জোটনিরপেক্ষতা নীতির জনক কে?
উত্তর: জহরলাল নেহরু
7. আধুনিক ভারতের/জাতির জনক কে?
উত্তর: মহাত্মা গান্ধী
8. ভারতে পঞ্চায়েত ব্যবস্থার জনক কে?
উত্তর: মহাত্মা গান্ধীজী
9. ভারতীয় শিক্ষার জনক কে?
উত্তর: লর্ড মেকলে
10. ভারতীয় ফৌজদারী আইনের(IPC) জনক কে?
উত্তর: লর্ড মেকলে
11. ভারতীয় রেলওয়ের জনক কে?
উত্তর: লর্ড ডালহৌসি
12. ভারতে স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক কে?
উত্তর: লর্ড রিপন
13. ভারতে আমলাতন্ত্রের/প্রশাসনের জনক কে?
উত্তর: লর্ড কর্ণওয়ালি
14. ভারতীয় রাষ্ট্রকৃত্যকের জনক কে?
উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল
15. ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কে?
উত্তর: অ্যালেন অক্টোভিয়ান হিউম
16. ভারতীয় ভূগোলের জনক কে?
উত্তর: জেমস রেনেল
17. ভারতীয় সেনা বাহিনীর জনক কে?
উত্তর: স্ট্রিংগার লরেন্স
18. ভারতীয় সাংবাদিকতার জনক কে?
উত্তর: জেমস অগাস্টাস হিক
19. ভারতীয় সমবায় আন্দোলনের জনক কে?
উত্তর: ফেডেরিক নিকলসন
20. ভারতে বিপ্লবের/জাতীয় আন্দোলনের জনক কে?
উত্তর: বাল গঙ্গাধর তিলক
21. ভারতীয় নবজাগরনের জনক কে?
উত্তর: রামমোহন রায়
22. ভারতীয় উদারনীতিবাদের জনক কে?
উত্তর: রামমোহন রায়
23. ভারতীয় ইতিহাসের জনক কে?
উত্তর: মেঘাস্থিনিস
24. ভারতীয় রাজনীতির/রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর: কৌটিল্য/চানক্য
25. ভারতীয় গনিতের জনক কে?
উত্তর: রামানুজন/আর্যভট্ট (সর্বসম্মত নয়)
26. ভারতে দশমিক/শূন্যের জনক কে?
উত্তর: আর্যভট্ট
27. ভারতীয় জাতীয়তাবাদের জনক কে?
উত্তর: বিবেকানন্দ
28. ভারতীয় জাতীয় পতাকার জনক কে?
উত্তর: পিঙ্গালী ভেঙ্কাইয়া
29. ভারতীয় মহাকাশ গবেষনার জনক কে?
উত্তর: বিক্রম সারাভাই
30. ভারতীয় বাজেটের জনক কে?
উত্তর: প্রশান্ত চন্দ্র মহালনাবিশ।
31. ভারতীয় পরিসংখ্যানের জনক কে?
উত্তর: প্রশান্ত চন্দ্র মহালনাবিশ
32. ভারতীয় পন্টিং এর জনক কে?
উত্তর: নন্দলাল বোস
33. ভারতীয় সিনেমার জনক কে?
উত্তর: দাদা সাহেব ফালকে
34. ভারতীয় সার্জারির/প্লাস্টিক সার্জারির জনক কে?
উত্তর: সুশ্রুত
35. ভারতীয় উদার অর্থনীতির জনক কে?
উত্তর: পি.ভি.নরসিমা রাও
36. ভারতের “পূর্বে তাকাও নীতির” জনক কে?
উত্তর: পি.ভি.নরসিমা রাও
37. ভারতের “বাস কূটনীতির” নীতির জনক কে?
উত্তর: অটল বিহারী বাজপয়ী
38. ভারতীয় হকির জনক কে?
উত্তর: ধ্যানচাঁদ
39. ভারতীয় মেডিসিনের জনক কে?
উত্তর: চড়ক
40. ভারতীয় মিসাইলের জনক কে?
উত্তর: A.P.J.আব্দুল কালাম
41. ভারতীয় টেলিভিসনের জনক কে?
উত্তর: ডঃ সুভাষচন্দ্র
42. ভারতীয় আয়ুরবেদের জনক কে?
উত্তর: চড়ক
43. ভারতে White বিপ্লবের(দুধ ও ডেয়ারি) জনক কে?
উত্তর: ভার্গিস কুরিয়েন
44. ভারতে নীল(Blue) বিপ্লবের(মাছ) জনক কে?
উত্তর: অরুন কৃষ্ণান
45.ভারতে সিলভার বিপ্লবের(ডিম ও পোল্ট্রি) জনক কে?
উত্তর: ইন্দিরা গান্ধী
46.ভারতে গোল্ডেন ফাইবার বিপ্লবের (পাট) জনক কে?
উত্তর: নির্পাক টুটেজ
47. ভারতে লাল (Red) বিপ্লবের (মাংস ও টমেটো) জনক কে?
উত্তর: বিশাল তেওয়ারী
48. ভারতে পিঙ্ক (Pink) বিপ্লবের (প্রন,পেঁয়াজ) জনক কে?
উত্তর: দুর্গেশ প্যাটেল
49. ভারতে হলুদ বিপ্লবের (তৈলবীজ) জনক কে?
উত্তর: বিন্দেশ্বর প্রসাদ সিং
50. ভারতীয় ইঞ্জিনিয়ারিং এর জনক কে?
উত্তর: M.বিশ্বেশ্বরিয়া
51. ভারতীয় সমাজতত্ত্বের জনক কে?
উত্তর: G.S.ঘুরে
52. ভারতে জনস্বার্থ মামলার জনক কে?
উত্তর: P.N.ভগবতী
53. ভারতে লোক আদালতের জনক কে?
উত্তর: P.N.ভগবতী
54. ভারতে বিজ্ঞানের/পরমানু শক্তির জনক কে?
উত্তর: H.J.ভাবা
55. ভারতে সবুজ বিপ্লবের(কৃষি) জনক কে?
উত্তর: M.S.স্বামীনাথন
56. ভারতীয় বাস্তুতন্ত্রের জনক কে?
উত্তর: R.মিশ্র
57. ভারতীয় পরিকল্পনার জনক কে?
উত্তর: M.বিশ্বেশ্বরিয়া
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box