অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


Basic Computer Knowledge Questions in Bengali: 1000+ কম্পিউটার জেনারেল নলেজ

Basic Computer Knowledge Questions in Bengali: 1000+ কম্পিউটার জেনারেল নলেজ

Basic Computer Knowledge Questions in Bengali: 1000+ কম্পিউটার জেনারেল নলেজ

Basic Computer Knowledge Questions in Bengali: 1000+ কম্পিউটার জেনারেল নলেজ



1. সফটওয়্যার কী?


উত্তর: কম্পিউটারে হার্ডওয়্যারকে সঠিকভাবে চালাতে প্রয়োজনীয়  বিভিন্ন পদ্ধতি, রুটিং, প্রােগ্রামকে সফটওয়্যার বলে।


2. হার্ডওয়্যার কাকে বলে ?


উত্তর: কম্পিউটার কয়েকটি যন্ত্রের সমন্বয়ে গঠিত হয়। যে যন্ত্রগুলি দ্বারা আমরা হাতে ধরে কাজ করতে পারি, সেই যন্ত্রগুলিকে হার্ডওয়্যার বলে।


3. সফটওয়্যার কয় প্রকার ?


উত্তর: দু’প্রকার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সফটওয়্যার।


4. কয়েকটি অপারেটিং সফটওয়্যারের উদাহরণ দাও।


উত্তর: উইন্ডােজ, ইউনিক্স, ও.এস., লিনাক্স, ডস।


5. কয়েকটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ দাও।


উত্তর: এম.এস.পেন্ট, ওয়ার্ড, কোরেল ড্র, পেজমেকার প্রভৃতি।


6. Micro Processor ?


উত্তর: এটি একটি চিপভিত্তিক যন্ত্র, নিজেই পুরােপুরি প্রসেসরের কাজ করে এবং অ্যারিথমেটিক ও লজিক্যাল অপারেশন করতে সক্ষম।


7. অ্যাবাকাস যন্ত্রটি কোথায় আবিস্কৃত হয়েছিল ?


উত্তর: চীনে।


8. ভারতে প্রথম কম্পিউটার প্রস্তুতকারকসংস্থার নাম কী ?


উত্তর: WIPRO


9. কম্পিউটারের প্রকৃত প্রসেসিং এর কাজ কে করে  ?


উত্তর: ALU (অ্যারিথমেটিক লজিক ইউনিট)।


10. হার্ড ডিস্ক ড্রাইভ কোনগুলি ?


উত্তর:  C:, D:, E:, F: এই চারটি ড্রাইভ হ’ল হার্ডডিস্ক ড্রাইভ।


11. কম্পিউটারে কী কী ধরণের স্মৃতি ভাণ্ডার থাকে ?


উত্তর: ফ্লপি ড্রাইভ, হার্ড ডিক্স ড্রাইভ, সিডি ড্রাইভ।


12. DOS কাকে বলে ?


উত্তর: পার্সোনাল কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, তাকে ডিস্ক অপারেটিং সিস্টেম বা DOS বলে।


13. ফাইল ও ডিরেক্টরি কাকে বলে ?


উত্তর: নথি বা ডকুমেন্ট যেখানে ধরে রাখা হয় তাকে বলে ফাইল এবং ফাইলগুলিকে যে স্তরে স্তরে সাজানাে হয় তাকে ডিরেক্টরি বলে।


14. বুটিং কী ?


উত্তর: কম্পিউটারকেব্যবহারকারীর নির্দেশ গ্রহণ করার উপযোগী গড়ে তােলার প্রক্রিয়াকে বুটিং বলে।


15. আইকন ও কারসার কী ?


উত্তর: কম্পিউটারের ডেস্কটপের উপর কতকগুলি ছােটছােট ছবির মত দেখতে পাওয়া যায়, এদের আইকনবলে। ডস প্রম্পটের সামনে ছােট একটি সাদা হাইফেন (—) এর মত আলো জ্বলতে নিভতে থাকে একে কারসার বলে।


16. ইউনিক্স ও লিনাক্স বলতে কী বােঝ ?


উত্তর: বহু ব্যবহার্য অপারেটিং সিস্টেমকেইউনিক্স এবং বহু ব্যবহার্য দ্রুত ক্রিয়াশীল অপারেটিং সিস্টেমকে লিনাক্স বলে।


17. কতগুলি Ms DOS এর নির্দেশকের নাম লেখ।


উত্তর: MD (নতুন ডিরেক্টি তৈরী করতে)।


  FD (কোন ডিরেক্টরি কে ডিস্ক থেকে মুছে ফেলতে)।


  CIs (কম্পিউটারে মনিটারের পর্দা পরিষ্কার করতে)।


  Del (কোন ফাইলকে ভিক্স থেকে মুছে ফেলতে)।


18. RAM, ROM ? Random Access Memory (Volatile)


উত্তর: Read Only Memory (Non volatile)।


19. কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় ?


উত্তর: সেন্ট্রাল প্রােসেসিং ইউনিট (CPU) কে বলে।


20. CPU এর কটি অংশ ?


উত্তর: তিনটি। এরিথমেটিক লজিক্যাল ইউনিট (ALU), কন্ট্রোল ইউনিট এবং স্টোরেজ বা হার্ডডিক্স।


21. বাজারে প্রচলিত কয়েকটি কম্পিউটার প্রস্তুতকারক সংস্থার নাম লেখ।


উত্তর: ইনটেল (Intel), এইচ. সি. এল., এ.এম.ডি।


22. বর্তমানে কম্পিউটারকে কটি শ্রেণিতে ভাগ করা যায় ও কী কী ?


উত্তর: তিনটি শ্রেণিতে। মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার ও মাইক্রো কম্পিউটার।


23. কম্পিউটারের ইনপুট ডিভাইস কী কী ?


উত্তর: মাউস, কী বাের্ড, স্ক্যানার, ওয়েব ক্যামেরা।


24. কম্পিউটারের আউটপুট ডিভাইস কী কী ?


উত্তর: প্রিন্টার, মণিটর, স্পিকার।


25. কম্পিউটার ভাইরাস (VIRUS) কী ?


উত্তর: Vital Information Resources Under Seize।


26. কয়েকটি ভাইরাসের (VIRUS) উদাহরণ দাও।


উত্তর: ফাইল ভাইরাস, পলিমরফিক ভাইরাস, বুট সেক্টর ভাইরাস।


27. কম্পিউটার ভাইরাস আক্রান্ত কিনা বােঝা যায় কিভাবে ?


উত্তর: (1) কম্পিউটার বুট করতে গিয়ে বন্ধ হয়ে গেলে।


(2) নির্দিষ্ট কোনাে সফটওয়্যার চলতে চলতে কম্পিউটার বন্ধ হয়ে গেলে।


3) কিছু চেনা EXE, COM প্রভৃতি ফাইলের সাইজ বেড়ে গেলে।


4) অ্যান্টি ভাইরাস প্রােগ্রাম চালাতে মেমারি পরীক্ষা আটকে যাচ্ছে ইত্যাদি।


28. ২০০৭ সালের জানুয়ারি মাসে মাইক্রোসফট যে নতুন অপারেটিং সিস্টেম বাজারে আনল, তার নাম কী ?


উত্তর: উইন্ডােজ ভিস্টা।


29. মেইন ফ্রেম কম্পিউটারের উদাহরণ দাও।


উত্তর: CRAY, PARAM.CYBER, DECIO, IBM 5390 ।


30. ফ্লপি ড্রাইভ কবে চালু হয় ?


উত্তর: 1970 সালে IBM চালু হয়।


31. তখন ফ্লপি ডিস্কের প্রস্থের মাপ কত ছিল ?


উত্তর: 8 ইঞ্চি।


32. এখন ফ্লপি ডিস্কের প্রস্থের মাপ কত ?


উত্তর: 5.25 ইঞ্চি x 3.5 ইঞি।


33. সাধারণ 3.5 ইঞ্চি ফ্লপির মেমরি ক্যাপাসিটি কত ?


উত্তর: 1.44 মেগাবাইট।


34. একটি CD রম ড্রাইভের ক্যাপাসিটি কি ?


উত্তর: 700 মেগাবাইট।


35. প্রিন্টার কী ?


উত্তর: এটি একটি আউটপুট ডিভাইস। প্রিন্টারের সাহায্যে যাবতীয় লেখার জিনিস ও ছবি ছেপে বের করা হয়।


36. প্রিন্টার কত ধরণের হয় ? 


উত্তর: ছাপার পদ্ধতি অনুসারে প্রিন্টার তিন প্রকার। ডট ম্যাট্রিক্স, ইংক জেট, লেজার প্রিন্টার।


37. প্রিন্টারের স্পিড কীভাবে মাপা হয় ? 


উত্তর: Page Per Minute (PPM) 478 Character Per Second (CPS) এর মাধ্যমে।


38. ইমপ্যাক্ট প্রিন্টার কী ?


উত্তর: ডটম্যাট্রিক্স প্রিন্টারকে ইমপ্যাক্ট প্রিন্টার বলে।


39. নন ইমপ্যাক্ট প্রিন্টার কী ? 


উত্তর: ইঙ্কজেট প্রিন্টার এবং লেজার প্রিন্টারকে বলা হয় নন-ইমপ্যাক্ট প্রিন্টার।


40. মােডেম কী ?


উত্তর: কম্পিউটার টেলিফোন লাইনের মাধ্যমে তথ্য আদান প্রদানের মাধ্যম হল মােডেম। ইমেল, ইন্টারনেট থেকে শুরু করে সমস্ত যােগাযােগ রক্ষা করে এই মােডেম। মােডেম কথাটি ম্যুলেটার, ডি, ম্যুলেটারের সংক্ষিপ্ত রূপ।


41. মােডেম কয় প্রকার ? 


উত্তর: ডেক্সটপ মােডেম, পাের্টেবল মােডেম এবং ইন্টারন্যাল মােডেম।


42. কেবল মােডেম কী ? 


উত্তর: কেবল টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে যে মােডেম কাজ করে, তাকে কেবল মােডেম বলে।


43. সাউন্ড কার্ড কি ?


উত্তর: কম্পিউটারের সাউন্ডসিস্টেমকে উন্নতার জন্য যে যন্ত্রাংশ ব্যবহার করা হয়, তাকে সাউন্ড কার্ড বলে। সাউন্ড কার্ডের স্যাম্পিং সাইজ ও স্যাম্পিং রেটের ওপর নির্ভর করে কম্পিউটারে কত ভালাে সাউন্ড সিস্টেম পাওয়া যাবে।


44. ফুল ডুপ্লে সাউন্ড কার্ড কী ? 


উত্তর: এটি একটি যন্ত্রাংশ, যেটি কম্পিউটারে ব্যবহার করলে একসঙ্গে শােনা ও বলার কাজ করা যায়। এটি সবচেয়ে বেশি কাজে লাগে ইন্টারনেটে কথাবার্তা বলার সময়।


45. ফলস অ্যালার্ম কী ?


উত্তর: কখনােও কিছু পুরােনাে অ্যান্টিভাইরাস প্রােগ্রাম ভুল করে ভালাে প্রােগ্রামকেও ভাইরাস এফেক্টেডবলে সংকেত দেয়। একে ফলস্ অ্যালার্ম বলে।


46. স্ক্যানারের রেজলিউশন কেমন হয় ?


উত্তর: 600 x 1200 dpi, 300 dpi প্রভৃতি।


47. dpi সম্পূর্ণ নাম ?


উত্তর: dot per inch .


48. EPROM কী ?


উত্তর: Erasable Programmable Read Only Memory .


49. প্রিন্টার স্পিড় কীভাবে মাপা হয় ?


উত্তর: Page per minute (PPM) / Character per seconds (CPS).


50. e mail এর e শব্দের অর্থ কী ?


উত্তর: ইলেকট্রনিক (Electronic)।


51. কম্পিউটার বিজ্ঞানে FAX কথার অর্থ কী ?


উত্তর: ফ্যাসিমাইল (Facsimile)


52. কত সালে পেন্টিয়াম প্রসেসরর চালু হয় ?


উত্তর: 1993 সালে।


53. পেন্টিয়াম প্রসেসরের গতি কত ? 


উত্তর: 75-450 মেগাহার্জ।


54. কম্পিউটারে মেমরি স্পীড কোন্ এককে মাপা হয় ? 


উত্তর: মেগাহাজ 


55. DTP সফটওয়ার কী কী ? 


উত্তর: পেজমেকার, ফটোশপ, কোরেল ড্র, কোয়ার্ক এক্সপ্রেস ইত্যাদি।


56. Track কী ? 


উত্তর: স্টারেজ মাধ্যমের বাস্তবপথ যেখানে Data  সেভ করা হয়।


57. Terminal কী ? 


উত্তর: এটি একটি যন্ত্র বা পয়েন্ট যেখান থেকে কম্পিউটারের সাথে যােগাযােগ স্থাপন করা হয়।


58. Queue কী ? 


উত্তর:  কম্পিউটার সিস্টেমে সার্ভিসের অপেক্ষারত একটি লাইন বা দলবদ্ধ আইটেম।


59. Bit কী ? 


উত্তর: কম্পিউটারের বেসিকইউনিট। এর দুটি ভ্যালু এক এবং শূন্য।


60. Nibble কী ?


উত্তর: চারটি Bit এর সমন্বয়কে Nibble বলে।


61. Byte কী ?


উত্তর: আটটি Bit এর সমন্বয়কে Byte বলে।


62. Word কী ?


উত্তর: দুই বা দুই এর বেশী Byte এর সমন্বয় হ’ল  Word।


63. ই কমার্সে ভারতের স্থান কত তম ? 


উত্তর: 17 তম।


64. পেন্টিয়াম 586 কী ?


উত্তর: নতুন জেনারেশনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।


65. বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটার কোনটি ?


উত্তর: ইনিয়াক।


66. ব্লেই পাস্কেলের যন্ত্রের কাজ কী ?


উত্তর: যােগ ও বিয়ােগ করতে সাহায্য করে।


67. তড়িৎ যান্ত্রিক দশমিক পদ্ধতি কম্পিউটার কে তৈরি করেছিলেন ?


উত্তর: হাওয়ার্ড একেন।


68. ভিডিও কার্ড কী ?


উত্তর: ভিডিও কার্ভ হ'ল এক্সপেনশন কার্ড।


69. অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ কী ?


উত্তর: গাণিতিক বিষয়ের সমস্যা সমাধান করা।


70. কমপাইলারের কাজ কী ?


উত্তর: প্রােগ্রামকে কম্পিউটারের ভাষায় পরিবর্তন করা।


71. হার্ডডিস্ক মাপার এককের নাম কী ?


উত্তর: Giga Byte


72. কম্পিউটারের ভাষায় WRITE কী ?


উত্তর: টেক্সট এডিটিং করা।


73. মনিটরের কাজ কী ?


উত্তর: লেখা ও ছবি দেখানাে।


74. ফ্রি হােস্টিং ওয়েবসাইট কী ?


উত্তর: www.geocities.com


75. প্রথম আধুনিক পরবর্তী কম্পিউটার ভাষা কী ?


উত্তর: কোবল।


76. Object Oriented Programming Language কোটি ?


উত্তর: C++ 


77. কোন দুটি অবজেক্টর মধ্যে সংযােগ স্থাপনকে কি বলে ?


উত্তর: হাইপারলিঙ্ক।


78. PARAM কী ?


উত্তর: ভারতীয় দেশীয় সুপার কম্পিউটার।


79. ওয়েবসাইট তৈরি করতে ওয়েবসাইটে কোন ভাষা ব্যবহার করা হয় ?


উত্তর: HTML।


80. C2 ট্রানজাকশনের একটি উদাহরণ দাও।


উত্তর: ইলেকট্রিসিটি বিল জমা দেওয়া।


81. Frequency র একক কী ?


উত্তর: হার্জ।


82. মাইক্রো কম্পিউটার কাকে বলে ?


উত্তর: চতুর্থ প্রজন্মের কম্পিউটারে মাইক্রো প্রসেসার ব্যবহার করা হয়। এই জাতীয় কম্পিউটারকে মাইক্রো কম্পিউটার বলে।


83. দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে ?


উত্তর: 0 থেকে 9 পর্যন্ত এই দশটি অক্ষর সাহায্যে যে সংখ্যাপদ্ধতি গঠিত, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে।


84. Key বাের্ডের প্রত্যেক ক্যারেক্টার কী নিয়ে তৈরি ?


উত্তর: প্রতিটি ক্যারেক্টার আটটি বিট (0) দিয়ে তৈরি। 1 ক্যারেক্টার = 8 বিট।


85. কম্পিউটারের কয়েকটি উচ্চস্তরীয় ভাষার নাম লেখ।


উত্তর: Fortran, Basic, C, C ++, C #, Cobol, Java ইত্যাদি।


86. ' ড্রাগ অ্যান্ড ড্রপ ’ (Drag and drop) অপারেশন কম্পিউটারে কার সাহায্যে করা হয় ?


উত্তর: মাউসের সাহায্যে।


87. www বা, World Wide Web নামে সারা বিশ্বকে পরিচিত করায় কোন গবেষণা সংস্থা ও কত সালে ?


উত্তর: ‘ CERN ' নামক গবেষণা সংস্থা, 1989 সালে।


88. ডেটা মডেল সাধারণত ক’ধরনের হয় ও কী কী ?


উত্তর: ইহা 3 ধরনের : হায়ার্কিকাল (Hiebarchical), নেটওয়ার্ক (Network) ও রিলেশনাল (Relational)।


89. শম্বুক বার্তা বা, Snail Mail কাকে বলে ? 


উত্তর: ইমেইল বা, ইলেক্ট্রনিক মেইল (e mail)।


90. SQL এর সম্পূর্ণ নাম কী ? 


উত্তর: Structured Query Language .


91. Windows কী ?


উত্তর: এক বহু কর্মমুখী পরিচালনা পদ্ধতি।


92. হার্ডডিস্ক পরিমাপের একক কী ? 


উত্তর: জিগাবাইট।


93. ইন্টারনেটের গঠন প্রণালী, কার্যপ্রণালী ও নিয়মকানুন তৈরি করা কার কাজ ? 


উত্তর: ISO' র কাজ।


94. প্রােটোকল (Protocol) কী ?


উত্তর: নেওয়ার্ক কাজ করার বিভিন্ন নিয়ম।


95. ANSI এর পুরাে নাম কী ?


উত্তর: American National Standard Institute .


96. Access কী ধরনের সফটওয়্যারের উদাহরণ ?


উত্তর: DBMS 


97. ‘ DML ' এর পুরাে নাম কী ?


উত্তর: Data Manipulation Language 


98. Twistea Pair তার সেকেন্ডে কত মেগাবাইট গতিতে তথ্য বহন করতে পারে ?


উত্তর: 16 থেকে 100 মেগাবাইট।


99. একটি রাজ্য বা দেশের মধ্যে অবস্থিত নেটওয়ার্ক সিস্টেমের উদাহরণ কী ? 


উত্তর: WAN।


100. কম্পিউটারের মাধ্যমে কোনাে নির্দিষ্ট কাজ করতে যে সুনির্দিষ্ট নির্দেশ পাঠানাে হয়, তাকে কী বলে ?


উত্তর: প্রোগ্রাম।


101. কম্পিউটারের ‘ মেমরি ’ বলতে কাকে বােঝায় ?


উত্তর: RAM (Random Access Memory).


102. কম্পাইলার ও অ্যাসেম্বরের মধ্যে কে দ্রুত গতিতে কাজ করে ? 


উত্তর: কম্পাইলার।


103. Unix ও Linux কী ? 


উত্তর: বহু ব্যবহারােপযােগী চালন পদ্ধতি।


104. ট্রান্সমিটারের কাজ কী ?


উত্তর: উপাত্ত (Data) পাঠানাে।


105. SMTP পুরাে নাম কী ? 


উত্তর: Simple Mail Transfer Protocol.


106. bps ’ র পুরাে নাম কী ?


উত্তর: bits per second.


107. হার্ডড্রাইভের সংরক্ষণ ক্ষমতা কত ?


উত্তর: 10 জিগাবাইট থেকে 17 জিগাবাইট।


108. ISO ' র পুরাে নাম কী ?


উত্তর: International Standards Organisation 


109. FFT ’ র পুরাে নাম কী ?


উত্তর: Fast Fourier Transfer.


110. ADPCM এর পুরাে নাম কী ?


উত্তর: Adoptive Differential Pulse Code Modulation


111. MAR এর পুরাে নাম কী ?


উত্তর: Memory Address Register.


112. ID ’ র পুরাে নাম কী ?


উত্তর: Instruction Decodor.


113. MOD ’ র পুরাে নাম কী ?


উত্তর: Megneto Optical Disk.


114. OS ’ এর পুরাে নাম কী ?


উত্তর: Operating System.


115. HDD ’ র পুরাে নাম কী ?


উত্তর: Hard Disk Drive.


116. সফটওয়্যার কত ধরনের আছে ও কী কী ?


উত্তর: মূলত দু'ধরনের। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও অপারেটিং ও সিস্টেম সফটওয়্যার।


117. অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ কী ?


উত্তর: লেখা, ছবি আঁকা থেকে অ্যাকাউন্ট সংক্রান্ত জটিল হিসাব পর্যন্ত করা।


118. অপারেটিং সিস্টেমের কাজ কী ?


উত্তর: কম্পিউটার চালানােয় সাহায্য করা।


119. তিনটি অপারেটিং সিস্টেমের উদাহরণ দিন ?


উত্তর: ইউনিক্স, উইন্ডােজ, ও.এস. / 2 ।


120. কম্পিউটারে বিভিন্ন চরিত্রের কাজ পরিচালনার জন্য সাধারণত কোন সফটওয়্যার ব্যবহৃত হয় ?


উত্তর: উইন্ডোজ।


121. ট্রান্সমিটারের কাজ কী ?


উত্তর: তথ্য প্রেরণ করা।


122. কম্পিউটারের ভাষায় 0 ও 1 অঙ্কদু'টিকে কী বলে ?


উত্তর: বিট (Bit বা, Binary digit)।


123. একটি অক্ষর বা চিহ্নের জন্য যে ক’টি বিট লাগে তাকে কী বলে ?


উত্তর: বাইট (Byte)।


124. আজকাল সাধারণত কম্পিউটারে কোন সংকেত পদ্ধতি ব্যবহৃত হয় ? 


উত্তর:  অ্যাসকাই (এর সাহায্যে মােট 128 টি বিভিন্ন চিহ্ন বােঝানাে সম্ভব)।


125. http র সম্পূর্ণ নাম কী ?


উত্তর: HyperText Transfer Protocol.


126. যে কোনাে ডিস্ক থেকে মূল স্মৃতিতেঅপারেটিং সিস্টেম পোগ্রাম নিয়ে আসার কাজকে কী বলে ?


উত্তর: বুট হওয়া (Booting)।


127. একটি সংস্থার বিপুল পরিমাণের তথ্যের সম্ভরকেভালাে করে পরিচালনা করার জন্য কোন সিস্টেমের প্রয়ােজন ?


উত্তর: রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS)।


128. পরপর সাজানাে কিছু নির্দেশের সাহায্যে যদি কোনাে সমস্যার সমাধান পাওয়া যায়, তবে সেই নির্দেশকে কম্পিউটারের পরিভাষায় কী বলা হয় ?


উত্তর: অ্যালগরিদম (Algorithm)।


129. ফ্লপি ড্রাইভে ফ্লপি 1 মিনিটে কতবার ঘােরে ?


উত্তর: 300 বার।


130. অ্যাসেম্বলার, কম্পাইলার ও ইন্টারপ্রেটার কী ?


উত্তর: তিনটিই হল সিস্টেম সফটওয়্যার।


131. FORTRAN ?


উত্তর: বিজ্ঞান ও প্রযুক্তির কাজে ব্যবহৃত ভাষা বা ল্যাঙ্গুয়েজ।


132. COBOL কী ?


উত্তর: ব্যবসার কাজে ব্যবহৃত প্রােগ্রামিয়ের ভাষা বা ল্যাঙ্গুয়েজ।


133. Excel এর একটি কক্ষে সর্বোচ্চ কতগুলি Character রাখা যায় ?


উত্তর: 255 টি।


134. Array কী ?


উত্তর: একটি উপাত্ত কাঠামাের বা, ডেটা স্ট্রাকচারের নাম।


135. কম্পিউটারের সব অংশকে কে নিয়ন্ত্রণ করে ?


উত্তর: CPU (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট)।


136. কম্পিউটারের স্ক্রীন কোন ধরনের সরঞ্জাম বা ডিভাইস ?


উত্তর: আউটপুট ডিভাইস।


137. 99 এ উইন্ডােজ NT5.0 বাজারে আসে, এর নাম কী ?


উত্তর: কাইরাে।


138. চিকাগাে কী ?


উত্তর: উইন্ডােজ 95 এর কোড় নাম।


139. IrLAP ব্যস্ত থাকলে কোন ছােট প্রােটোকলটি IrLMP ক্লায়েন্টকে পরিষেবা দিতে পারে ?


উত্তর: Tiny TP.


140. কোন কাজে crontab ফাইল ব্যবহৃত হয় ?


উত্তর: সিস্টেম সংরক্ষণের কাজ।


141. কম্পিউটার পঞ্চ কার্ডে কতগুলি সারি থাকে ?


উত্তর: 80 টি।


142. কে, কোন বছর ফ্লপি ডিস্ক তৈরি করে ?


উত্তর: IBM, 1972 সালে (তখন ফ্লপি ডিস্কের প্রাথের মাপ ছিল 4 ইঞ্চি)।


143. কম্পিউটার ব্যবস্থা যে পদ্ধতির সাহায্যে ফলাফল ও জ্ঞাতব্য উপাত্তগুলি বাইরের জগতে প্রকাশ করে, সেই পদ্ধতিকে কী বলে ?


উত্তর: আউটপুট।


144. একটি কম্পিউটারের এক অংশ থেকে অন্য অংশে উপাত্ত (Data) কোন পরিবাহীর মাধ্যমে সঞ্চালিত হয় ?


উত্তর: বাস (Bus)।


145.  সি.পি.ইউ (CPU) এর পুরাে নাম কী ?


উত্তর: সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (Central Processing Unit)।


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.