Analogy GI And Reasoning in Bengali: রিজনিং বই বাংলা PDF
Analogy GI And Reasoning in Bengali: রিজনিং বই বাংলা PDF
Analogy (সাদৃশ্যতা):
Analogy বলতে আমরা সাধারণত দুটি বস্তু বা নম্বর বা অক্ষরের মধ্যে সাদৃশ্যতা বুঝি, অর্থাৎ আমরা যখন দুটি বস্তুকে পরপর লিখব তখন আমাদেরকে অবশ্যই ওই দুটি বস্তুর মধ্যে একটি সম্পর্ক বজায় রেখে লিখতে হবে। Analogy type- এর প্রশ্নে দেওয়া দুটি শব্দ বা অক্ষর বা নম্বরের মধ্যে যে সম্পর্ক আছে তা ভাল করে পরীক্ষার্থীকে বুঝতে হবে এবং ওই সম্পর্কের উপর নির্ভর করে পরীক্ষার্থীকে দেওয়া সমস্যাটি সমাধান করতে হবে।
আমরা সাধারণত যে ধরনের Analogy গুলির সঙ্গে পরিচিত সেগুলি হল-
1. Word Analogy বা শব্দ সাদৃশ্যতা।
2. Letter Analogy বা অক্ষর সাদৃশ্যতা।
3. Number Analogy বা নম্বর সাদৃশ্যতা।
WORD ANALOGY TYPE - 1
1. Millionaire : Wealth :: Genious : ?
(a) Capability
(b) Smartness
(c) Awareness
(d) Intellegence
Ans. (d) কারণ - লক্ষপতির কাছে প্রচুর সম্পত্তি থাকে, ঠিক সেরকম যে Geneous হয়, সে অনেক বুদ্ধি ধারণ করে।
2. War : Destruction :: Smoke ?
(a) Alliance
(b) Pollution
(c) Victory
(d) Peace
Ans. (b) কারণ - যুদ্ধ থেকে ধ্বংস (Destruction) হয়, ঠিক সেরকম Smoke থেকে বায়ু দূষিত (Pollution) হয়।
3. Train : Track :: Bullet : ?
(a) Kill
(b) Ammunition
(c) Barrel
(d) Weapon
Ans. (a) কারণ – ট্রেনের Track- এ Train চলে, ঠিক। সেরকম Bullet ও সে পথ বরাবর যায় তাকে Barrel বলে।
4. Accomodation : Rent :: Journey : ?
(a) Expence
(b) Freight
(c) Fare
(d) Octroi
Ans. (c) কারণ – ঘর ভাড়া নিতে গেলে যেরকম ভাড়া দিতে হয় ঠিক সেরকম কোথাও যেতে গেলে সেরকম Fare বা ভাড়া দিতে হয়।
5. U.S.A. : Congresy :: Iran : ?
(a) Althing
(b) Majlis
(c) Cartes
(d) Storting
Ans. (b) কারণ – U.S.A. - এর পার্লামেন্টকে বলা হয় Congresy ঠিক সেরকম Iran- এর পার্লামেন্টকে বলা হয় Majlis
6. Victory : Encouragement :: Failure : ?
(a) Frustration
(b) Anger
(c) Defeat
(d) Sadness
Ans. (a) কারণ – কোনাে জায়গায় জয় পেলে মানুষের আনন্দ হয়। ঠিক সেরকম পরাজয় হলে মানুষের হতাশা হয়।
7. Monotomy : Variety :: Crudeness : ?
(a) Refinement
(b) Simplicity
(c) Raw
(d) Sobriety
Ans. (a) কারণ – Monotomy বলতে অনেকের মধ্যে একটিকে বােঝায়, Variety বলতে অনেক Type বােঝায়, ঠিক সেরকম Crudeness বলতে অপরিশােধিত রূপ বােঝায়, ঠিক সেরকম Refinement বলতে পরিশােধিত রূপ বােঝায়।
8. Funk : Vitamins :: Curie : ?
(a) Radioactivity
(b) Photography
(c) Radium
(d) Uranium
Ans. (c) কারণ — Vitamins- এর আবিষ্কর্তা Funk ঠিক সেরকম Radium- এর আবিষ্কর্তা Curie।
9. Heart : Percardium :: Brain : ?
(a) Head
(b) Skull
(c) Head
(d) Cranium
Ans. (d) কারণ - Heart- এর উপর Protective Covering হল Percardium ঠিক সেরকম Brain- এর Protective Covering হল Cranium |
10. Newspaper : Press :: Cloth : ?
(a) Tailor
(b) Factory
(c) Textile
(d) Mile
Ans. (d) কারণ – Newspaper অর্থাৎ সংবাদপত্র যা Press বা ছাপাখানায় তৈরি হয় একইভাবে Cloth যা Mile- এ তৈরি হয় |
11. Car : Garage :: Aeroplane : ?
(a) Depot
(b) Hangar
(c) Hour bour
(d) Airport
Ans. (b) কারণ – Car বা গাড়ীকে যেমন Garage- এ রাখা হয় সেরকম Aeroplane কেও সেরকম একটি স্থানে সারিবদ্ধ করে রাখা হয়, সেটি হল Hanger |
12. Oxygen : Burn :: Carbondioxide : ?
(a) Foam
(b) Explode
(e) Extinguish
(d) Isolate
Ans. (c) কারণ – Oxygen যেমন আগুন জ্বালাতে সাহায্য করে ঠিক তেমনই কার্বন ডাই - অক্সাইড আগুন নেভাতে সাহায্য করে এখানে, Extinguish হল আগুন নেভানাে।
13. Wool : Sheep :: Mohair : ?
(a) Cal
(b) Cow
(c) Goat
(d) Camel
Ans. (c) কারণ – Wool হল এক প্রকার তন্তু যা Sheep- এর ললাম থেকে তৈরি হয়, সেরকম Mohair হল এক প্রকার তন্তু যা Goat বা ছাগলের লােম দিয়ে তৈরি হয়।
14. Steal : Rails :: Alnico : ?
(a) Magnets
(b) Silver Ware
(c) Mschinery
(d) Aircraft
Ans. (a) কারণ – Steal দিয়ে যেমন রেল তৈরী করা যায় তেমনি Alnico অর্থাৎ মিশ্র ধাতু দিয়ে Magnet বা চুম্বক তৈরী করা যায় |
15. Peasticide : Crop :: Anti septie : ?
(a) Clotting
(b) Wound
(c) Bandage
(d) Bleeding।
Ans. (b) কারণ – Pesticid হল কীটনাশক দিয়ে শস্যদানাকে রক্ষা করা যায়। সেরকম Anticrafi হল জীবাণু নাশক যা দিয়ে wound বা ক্ষতকে সারানাে যায়।
16. Mammals : Man :: Aves : ?
(a) Pigeons
(b) Fruit
(c) Winds
(d) Birth
Ans. (d) কারণ – মানুষ একটি স্তন্যপায়ী (Mammals) ঠিক সেরকম পাখী হল পক্ষীশ্রেণীর (Aves)।
17. Love : Hate :: Friend : ?
(a) Enemy
(b) Adore
(c) Trust
(d) Despire
Ans. (a) কারণ – এখানে Love ও Hate পরস্পর বিপরীত শব্দ, ঠিক সেরকম Friend ও Enemy দুটি বিপরীত শব্দ।
18. Intelligent : Clever :: Dull : ?
(a) Idiot
(b) Foolish
(c) Slow
(d) Bright
Ans. (c) কারণ – Intelligent অর্থাৎ বুদ্ধিমানেরা সবসময়। খুব চতুর হয়, কিন্তু যারা Dull অর্থাৎ বােকা তারা খুব একটা চালাক নয়, তাদের মাথা একটু ধীরে চলে (Slow)।
19. Tarlatan : Muslim :: Poplin : ?
(a) Silk
(b) Cotton
(c) Rayon
(d) Woll
Ans. (a) কারণ - Tarlatan হল একপ্রকারের মসলিন আর Poplin হল এক প্রকার Silk জাতীয় কাপড়।
20. Wine : Grapes :: Perry : ?
(a) Almounds
(b) Pears
(c) Whisky
(d) Pomagranates
Ans. (b) কারণ — Wine তৈরী করা হয় আঙুরের রস থেকে সেরকম Perry বা একপ্রকার মদ তৈরী করা হয় নাসপাতি বা Pears থেকে।
21. Slave : Oinment :: Santerne : ?
(a) Beverage
(b) Drug
(C) Wine
(d) Drink
Ans. (c) কারণ - Slave হল এক প্রকারের গহনা বা Oinment, সেরকম Santerne হল এক প্রকারের মদ বা Wine।
22. Line : Square :: Are : ?
(a) Circle
(b) Sphere
(c) Ball
(d) Ring
Ans. (a) কারণ – Square বা বর্গক্ষেত্র তৈরী করতে line বা রেখাংশ লাগে। অর্থাৎ line হল Square- এর অংশ, সেরকম Arc হল Circle বা বৃত্তের অংশ।
23. Roster : Duty :: Inventory : ?
(a) Exports
(b) Goods
(c) Produce
(d) Furnance
Ans. (b) কারণ – Roaster বলতে আমরা কাজের তালিকা বা Duty- র তালিকা বলি। ঠিক সেরকম Inventory বলতে আমরা জিনিসপত্রের তালিকা বুঝি।
24. Yaws : Skin :: Thrush : ?
(a) Eyes
(b) Belly
(c) Throat
(d) Legs
Ans. (c) কারণ - Yaws বলতে আমরা গলার এক প্রকার রােগ বুঝি সেরকম Thrush বলতে আমরা গলার এক প্রকার রােগ বুঝি।
25. Pig : Farrow :: Dog : ?
(a) Colt
(b) Bitch
(c) Mare
(d) Puppy
Ans. (d) কারণ - এখানে Pig বা শূকরের বাচ্চাকে Far row বলা হয় ঠিক সেরকম Dog বা কুকুরের ছানাকে বলা হয় Puppy।
26. Oriel : Room :: Tendon : ?
(a) Muscles
(b) Venis
(c) Liver
(d) Blood
Ans. (a) কারণ - Oriel হল Room একটি অংশ ঠিক সেরকম Tendon হল Muscles- এর একটি অংশ।
27. Nask : Spy :: Shyster : ?
(a) Judge
(b) Lawyer
(C) Robber
(d) Police
Ans. (b) কারণ – Nask বলতে গুপ্তচরকে বােঝায়, অর্থাৎ Spy সেরকম Shyster বলতে আইনজ্ঞ বােঝায় অর্থাৎ Lawyer |
28. Eye : Myopia :: Teeth : ?
(a) Cataract
(b) Trachoma
(C) Pyorrhoea
(d) Eczema
Ans. (c) কারণ – Myopia বলতে দৃষ্টিহীনতা বােঝায় যা চোখের ক্ষেত্রে দেখা যায়। ঠিক সেরকম Pyorrhoea বলতে দাঁতের রােগকে বােঝায়।
29. Acting : Threatre :: Gambling : ?
(a) Club
(b) Bar
(c) Gymm
(d) Casino
Ans. (d) কারণ - অভিনয় সাধারণত Threatre- এ দেখা যায় ঠিক সেরকম Gambling বা জুয়া খেলা Casino তে হয়।
30. Bread : Yeast :: Curd : ?
(a) Virus
(b) Germs
(c) Bacteria
(d) Fungi
Ans. (c) কারণ - Yeast থেকে Bread তৈরী হয় ঠিক সেরকম Curd বা দই Bacteria থেকে তৈরি হয়।
31. Disease : Pathology :: Planet : ?
(a) Geology
(b) Astrononny
(c) Science
(d) History
Ans. (b) কারণ – Disease বা রােগ নির্ণয় করা যায় বা মানা যায় Pathology থেকে, ঠিক সেরকম গ্রহ নক্ষত্র সম্পর্কে জানা যায় Astronomy থেকে।
32. Dog : Rabbies :: Mosquito : ?
(a) Malaria
(b) Death
(c) Plague
(d) Sting
Ans. (a) কারণ - কুকুর কামড়ালে Rabbies বা জলাতঙ্ক হয়, ঠিক সেরকম মশা কামড়ালে ম্যালেরিয়া হয়।
33. Plant : Orbit :: Projectile : ?
(a) Track
(b) Trajectory
(c) Milky Path
(d) Path
Ans. (b) কারণ - Planet- এর কক্ষপথকে বলা হয় Orbit ঠিক সেরকম Projectile- এর কক্ষপথকে বলা হয় trajectory।
34. Errate : Books :: Flaws : ?
(a) Speech
(b) Charter
(c) Matals
(d) Manuscript
Ans. (c) কারণ – Errate বলতে বইয়ের মধ্যে যে ভুল থাকে তাকে বােঝায়, ঠিক সেরকম Flaws বলতে ধাতুর মধ্যে যে খুঁত থাকে তাকে বােঝায়।
35. Moon : Satellite :: Earth : ?
(a) Sun
(b) Solar system
(c) Asteriod
(d) Planet
Ans. (d) কারণ – Moon বা চাদ হল উপগ্রহ, ঠিক সেরকম Earth বা পৃথিবী হল Planet বা গ্রহ।
36. Library : Books :: Dictionary : ?
(a) Words
(b) Lungs
(c) Brain
(d) Kidneys
Ans. (a) কারণ – Library- তে সমস্ত রকমের বই থাকে, - ঠিক সেরকম Dictionary- তে সমস্ত রকমের Word থাকে।
37. Mosquito : Malaria :: Rat : ?
(a) Bacteria
(b) Plague
(c) Chalera
(d) Infection
Ans. (b) কারণ – Mosquito অর্থাৎ মশা থেকে ম্যালেরিয়া হয়, ঠিক সেরকম ভাবে Rat অর্থাৎ ইদুর থেকে প্লেগ (Plague) হয়।
38. Hot : Oven :: Cold : ?
(a) Snow
(b) Ice Cream
(c) Refrigerator
(d) Ice Cube
Ans. (C) কারণ - খাদ্য যেমন Oven- এ গরম থাকে, ঠিক সেরকম ভাবে খাদ্য ঠাণ্ডা থাকে Refrigerator- এ।
39. Jungle : Zoo :: Sea : ?
(a) Fishery
(b) Water
(c) Aquarium
(d) Harbour
Ans. (d) কারণ - Zoo যেমন জঙ্গলের একটি অংশ, ঠিক সেইরকম Harbour হল Sea অর্থাৎ সমুদ্রের একটি অংশ।
40. Driving : Bus :: Flying : ?
(a) Aeroplane
(b) Kite
(c) Bird
(d) Paper
Ans. (a) কারণ - বাস চালাতে হলে Drive করতে হয়, ঠিক সেরকম Aeroplane চালাতে হলে উড়ে যেতে হয়।
41. Kathak : Uttar Pradesh : Odissy : ?
(a) Assam
(b) Orissa
(c) Punjab
(d) Gujrat
Ans. (d) কারণ – Kathak- এক প্রকার নৃত্য যা উত্তর প্রদেশের সঙ্গে সম্পর্কযুক্ত ঠিক সেরকম ওডিসি হল এক প্রকার নৃত্য যা উড়িষ্যার সঙ্গে সম্পর্কিত।
42. Needle : Thread :: Pen : ?
(a) Write
(b) Cap
(c) Ink
(d) Paper
Ans. c) কারণ – সুঁচে সূতাে লাগিয়ে সেলাই করা যায়, ঠিক তেমনই Pen- এ কালি ভরে লেখা যায়।
43. Pencil : Write :: Knife : ?
(a) Injure
(b) Prick
(c) Attack
(d) Peel
Ans. (d) কারণ – Pencil যেমন লিখতে কাজে লাগে, ঠিক সেরকম ছুরি Peel করতে কাজে লাগে।
44. Life : Death :: Hope : ?
(a) Cry
(b) Pain
(c) Despair
(d) Vice
Ans. (c) কারণ - এখানে দেওয়া শব্দগুলি পরস্পর বিপরীত তাই আশার বিপরীত Despair বা হতাশা।
45. Darwin : Evolution :: Archimedis : ?
(a) Buoyancy
(b) Liquids
(c) Lubrication
(d) Friction
Ans. (a) কারণ – বিজ্ঞানী Darwin কে বিবর্তনবাদের জনক বলা হয়। ঠিক সেরকম Buoyancy বা প্লবতা সংক্রান্ত সূত্রের জনক আর্কিমিডিস।
46. Horse : Jockey :: Car : ?
(a) Chauffeur
(b) Sterring
(c) Brake
(d) Machanic
Ans. (a) কারণ – ঘােড়া ছােটাতে যেমন Jockey লাগে সেরকম গাড়ী চালাতে Chauffeur লাগে।
47. Pituitary : Brain :: Thymus : ?
(a) Laryns
(b) Chest
(c) Spinal Cord
(d) Throat
Ans. (b) কারণ – পিটুইটারী গ্রন্থি Brain বা মস্তিষ্কের ভিতরে থাকে, ঠিক সেরকম Thymus গ্রন্থি Chest বা বুকে থাকে।
48. Aeroplane : Cockpit :: Train : ?
(a) Coach
(b) Wagon
(c) Engine
(d) Compartment
Ans. (c) কারণ – Aeroplane- এর ক্ষেত্রে চালক Cockpit- এ বসে কাজ করে, ঠিক সেরকম Train- এর ক্ষেত্রে চালক ইঞ্জিনের উপরে কাজ করে।
49. Calender : Dates :: Dictionary : ?
(a) Book
(b) Language
(c) Vocabulary
(d) Words
Ans. (d) কারণ – Calender- এ Date- এর List থাকে ঠিক সেরকম Dictionary- তে Words বা শব্দের list থাকে।
50. Karnataka : Gold :: Madhyapradesh : ?
(a) Iron
(b) Copper
(c) Gems
(d) Diamond
Ans. (d) কারণ – কর্ণাটকে সােনা পাওয়া যায়, ঠিক সেরকম মধ্যপ্রদেশে Diamond বা হীরে পাওয়া যায়।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
3. C
ReplyDelete41. B
ReplyDeletePlease do not share any spam link in the comment box