কৃষি বিষয়ক তথ্য - Agricultural Information
কৃষি বিষয়ক তথ্য - Agricultural Information
❏ ধান, একমাত্র শস্য যা সব ধরনের মাটিতে চাষা করা যায়।
❏ সােয়াবিনে রয়েছে ৪০ শতাংশ উচ্চমানের প্রােটিন।
❏ সবচেয়ে বেশি কীটনাশক ব্যবহার করা হয় তুলাে গাছে।
❏ আয়ারল্যান্ডের অধিবাসীদের মুখ্য খাদ্য হল আলু।
❏ আমের সবচেয়ে ভালাে রপ্তানিযােগ্য জাত আলফানসাে।
❏ ধানের গন্ধী পােকার নামকরণের কারণ ওই পােকার শরীর থেকে একপ্রকার দুর্গন্ধ বেরােয়।
❏ নারকেল গাছের শিকড় থেকে পাতা - সবই এত ব্যবহারযােগ্য যে নারকেল গাছকে কল্প বৃক্ষ বলা হয়।
❏ গাজর ঘাস বলা হয় পার্থেনিয়াম নামক আগাছাকে।
❏ তৈলবীজ জাতীয় শস্যে সালফার জাতীয় সার ও দিলে তৈলের উৎপাদন বাড়ে।
❏ ভারতে ছােলার সর্বাধিক ব্যবহার হয় বেসন হিসেবে।
❏ চিনাবাদাম গাছের ফুল মাটির ওপর হয় কিন্তু ফল মাটির নীচে হয়।
❏ ধান গাছে খয়রা রােগ হয় জিঙ্কের অভাবে।
❏ গমের খেতে গম গাছের মতাে যে আগাছা জন্মায় তার নাম ফ্যালারিশ মাইনর।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box