গুরুত্বপূর্ণ পুরাণ এর প্রশ্নোত্তর: 500+ Mythology Question And Answer
গুরুত্বপূর্ণ পুরাণ এর প্রশ্নোত্তর: 500+ Mythology Question And Answer
1. পুরাণ কয় ভাগে বিভক্ত ও কী ?
উত্তর: ১৮ ভাগে। ব্রয়, ভগব্য, পদ্ম, বিষ্ণু, অগ্নি, ব্ৰত্মাণ্ড, গরুড়, ব্ৰত্মবৈর্ত, শিব, লিঙ্গ, নারদ, স্কন্দ, মার্কণ্ডেয়, মৎস, কুর্ম, ভবিষ্য, বরাহ, বামন।
2. বিষ্ণুর দশাবতারের নাম কী ?
উত্তর: মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রামচন্দ্র, বলরাম, বুদ্ধ ও কল্কি।
3. সপ্তর্ষিমণ্ডলের সাত ঋষির নাম কী ?
উত্তর: বশিষ্ঠ, অত্রি, অঙ্গিরা, মরিচী, পুলস্ত্য, পুলহ, ক্রতু।
4. পঞ্চশস্য কি ?
উত্তর: ধান, মাষ, মুগ, যব, তিল।
5. দশমহাবিদ্যা কি ?
উত্তর: কালী, তারা, ষােড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা।
6. বারােটি রাশি কি ?
উত্তর: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন।
7. ত্রিকাল কি ?
উত্তর: অতীত, বর্তমান, ভবিষ্যত।
8. চতুরাশ্রম কি ?
উত্তর: ব্ৰত্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস।
9. পঞ্চভূত কি ?
উত্তর: ক্ষিতি, অপ, তেজঃ, মরুৎ ও ব্যোম।
10. ষড়রিপু কি ?
উত্তর: কাম, ক্রোধ, লােভ, মােহ ও মাৎসর্য।
11. পান্ডব জননী কুন্তির আসল নাম কী ?
উত্তর: পৃথা।
12. মহাভারতের কোন চরিত্রের আসল নাম দেবব্রত ?
উত্তর: ভীষ্ম।
13. মহাভারতের অপর নাম কি ?
উত্তর: জয়া।
14. পঞ্চম বেদ কাকে বলা হয় ?
উত্তর: উপনিষদ।
15. মহাভারত অনুসারে কোন ঔষধ খেলে অমর হওয়া যায় ?
উত্তর: চবনপ্রাশ।
16. ভারতীয় পুরাণ অনুযায়ী দেবগুরু ও দৈত্যগুরু কে ?
উত্তর: বৃহস্পতি ও শুক্রাচার্য্য।
17. পুরাণের ত্রিকালদর্শী কাকটির নাম কী ?
উত্তর: ভুসুন্ডি।
18. পঞ্চতন্ত্রের রচয়িতা কে ?
উত্তর: বিষ্ণুশর্মা।
19. সমুদ্রমন্থনে যে গাছটি উঠেছিল তার নাম কী ?
উত্তর: কল্পতরু।
20. সমুদ্রমন্থনের সময় যে মণিটি উঠেছিল তার নাম কী ?
উত্তর: কৌস্তভমণি।
21. কোন যুদ্ধে দূর্গার কপাল থেকে কালী সৃষ্টি হয় ?
উত্তর: শুম্ভ নিশুম্ভ যুদ্ধে।
22. ভরতের স্ত্রীর নাম কি ?
উত্তর: মান্ডবী।
23. রাবনের মৃত্যুর পর তার কোন স্ত্রী বিভীষণকে বিয়ে করেছিলেন ?
উত্তর: মন্দোদরী।
24. ভীষণের পুত্রের নাম কি ?
উত্তর: তরণীসেন।
25. কৃয়ের পুত্রের নাম কি ?
উত্তর: শাম্ব।
26. রাবণের বাবা ও মায়ের নাম কি ?
উত্তর: নিকষা ও বিশ্বশ্রবা মুনি।
27. ইন্দ্রের হাতির নাম কি ?
উত্তর: ঐরাবত।
28. কুরুক্ষেত্র যুদ্ধ কতদিন চলেছিল ?
উত্তর: ১৮ দিন।
29. শকুনীকে যুদ্ধেক্ষেত্রে কে হত্যা করেছিলেন ?
উত্তর: মহাদেব।
30. ভীমের মায়ের নাম কি ?
উত্তর: গঙ্গা।
31. ইন্দ্রের রাজধানী কোথায় ছিল ?
উত্তর: অমরাবতী।
32. চব্যনমুনির বিখ্যাত পুত্রের নাম কি ?
উত্তর: বাল্মিকী।
33. কৌরবদের একমাত্র বােনের নাম কি ?
উত্তর: দুঃশলা।
34. ' পাঞ্চজন্য ’ কার শঙ্খের নাম ?
উত্তর: শ্রীকৃষ্ণ।
35.‘ অনন্তবিজয় ’ কার শঙ্খের নাম ?
উত্তর: যুধিষ্ঠির।
36. ‘ পৌন্ড্রক্ষ ’ কার শঙ্খের নাম ?
উত্তর: ভীম।
37. ‘ দেবদত্ত ’ কার শঙ্খের নাম ?
উত্তর: অর্জুন।
38. ' সুঘােষ ’ কার শঙ্খের নাম ?
উত্তর: নকুল।
39. ' মনিপুষ্পক ' কার শঙ্খের নাম ?
উত্তর: সহদেব।
40. সুন্দ ও উপসুন্দ কিভাবে ধ্বংস হয় ?
উত্তর: বিশ্বকর্মার সৃষ্টি ‘ তিলােত্তোমা ’ নারীর অধিকার নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করে।
41. কীভাবে বৃত্রাসুরকে ইন্দ্র নিধন করেন ?
উত্তর: বজ্র দিয়ে।
42. বজ্র কোন ঋষির হাড় দিয়ে নির্মিত হয়েছিল ?
উত্তর: দধিচী।
43. গঙ্গাকে মর্ত্যে কে আনয়ন করেন ?
উত্তর: ভগীরথ।
44. গঙ্গার অপর নাম জাহ্নবী কেন ?
উত্তর: জহ্নমুনি গঙ্গাকে তার জানুর মধ্যে আটকে রেখেছিলেন বলে।
45. শিবের দুই অনুচরের নাম কী ?
উত্তর: নন্দী ও ভৃঙ্গী।
46. শকুন্তলার মা কে ?
উত্তর: মেনকা।
47. শকুন্তলা কার আশ্রমে পালিত হয়েছিলেন ?
উত্তর: কম্ব মুনির।
48. শকুন্তলার স্বামীর নাম কী ?
উত্তর: দুষ্মন্ত।
49. শকুন্তলার পুত্র কে ?
উত্তর: রাজা ভরত।
50. রাজা ভরত আজও বিখ্যাত কেন ?
উত্তর: ভারতবর্ষ তাঁর নামানুসারে হয়েছে।
51. শকুন্তলার দুই প্রিয় সখীর নাম কী ?
উত্তর: অনসূয়া ও প্রিয়ংবদা।
52. ফুলধনু কার অস্ত্র ?
উত্তর: কামদেব মূদন।
53. মদনের স্ত্রীর নাম কী ?
উত্তর: রতি।
54. বিয়ুর নাভিপদ্ম হতে কার উৎপত্তি ?
উত্তর: ব্রহ্মার।
55. অগ্নিদেবের পত্নী কে ?
উত্তর: স্বাহা।
56. সপ্ত অশ্ব বাহিত রথে কে চড়েন ?
উত্তর: সূর্য।
57. অযােধ্যা নগরী কোন নদীর তীরে অবস্থিত ছিল ?
উত্তর: সরযু নদীর তীরে।
58. শিবের বাদ্যযন্ত্র কী ?
উত্তর: ডমরু।
59. বিষ্ণুর দশ অবতারের নাম কী ?
উত্তর: মৎস, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পশুরাম, রাম, কৃয়, বুদ্ধ ও কল্কি।
60. পঞভূত কী কী ?
উত্তর: ক্ষিতি, অপ, তেজঃ, মরুৎ ও ব্যোম।
61. চতুর্বর্গ কী ?
উত্তর: ধর্ম, অর্থ, কাম, মােক্ষ।
62. চতুরাশ্রম কী ?
উত্তর: ব্ৰত্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস।
63. ষড় রিপু কী ?
উত্তর: কাম, ক্রোধ, লােভ, মােহ, মদ, মাৎসর্য্য।
64. সপ্ত সমুদ্র কী কী ?
উত্তর: তল, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল।
65. সপ্তলােক কী কী ?
উত্তর: ভূঃ, ভবঃ, স্বঃ, জনঃ, মহঃ, তপঃ ও সত্য।
66. অষ্ট দিকপাল কে কে ?
উত্তর: ইন্দ্র, বহ্নি, যম, নৈঋৎ, বরুণ, মরুৎ, কুবের ও ঈশান।
67. ব্ৰত্মার মানস পুত্র রূপে কোন মহর্ষি পরিচিত ?
উত্তর: মহর্ষি ভৃগু।
68. হিন্দু পুরাণে ধনুর্বিদ্যার প্রবর্তক কাকে বলা হয় ?
উত্তর: মহর্ষি ভৃগুকে।
69. দেবগুরু বৃহস্পতির পিতার নাম কী ?
উত্তর: ঋষি অঙ্গিরা।
70. কচ ও ভরদ্বাজ মুনির পিতা কে ?
উত্তর: দেবগুরু বৃহস্পতি।
71. শ্রীরাধার পিতার নাম কী ?
উত্তর: বৃষভানু।
72. দৈত্যরাজ বৃষপর্বার কন্যার নাম কী ?
উত্তর: শর্মিষ্ঠা।
73.পুরাণে কোন রাজা তপস্যাবলে রাজর্ষি হয়েছিলেন ?
উত্তর: বিশ্বামিত্র।
74. দানবীর বলির পিতা ও পিতামহর নাম কী ?
উত্তর: পিতা বিরােচন, পিতামহ বিষ্ণুভক্ত প্রহ্লাদ।
75. ব্ৰত্মার পত্নীর নাম কী ?
উত্তর: গায়ত্রী।
76. গার্গী কে ছিলেন ?
উত্তর: প্রাচীন কালের বিখ্যাত বিদুষী মহিলা। মহর্ষি যাজ্ঞবল্ক্যর অন্যতম স্ত্রী।
77. সাতজন ‘ অমর ’ কাদের বলা হয় ?
উত্তর: বলি, ব্যাস, হনুমান, বিভীষণ, কৃপ, পরশুরাম ও অশ্বত্থামা।
78. অশ্বিনী কে ?
উত্তর: দক্ষ প্রজাপতির কন্য চন্দ্রের প্রথমা স্ত্রী।
79. ভেনাসের অন্য নাম কী ?
উত্তর: অ্যাফ্রোডাইট।
80. হিকিউবা কে ?
উত্তর: ট্রয়রাজ প্রায়ামের পত্নী এবং বীরশ্রেষ্ঠ হেক্টরের জননী।
81. দেবরাজ ইন্দ্রের রাজধানীর নাম কী ?
উত্তর: অমরাবতী।
82. বিষ্ণুর বরে কার সহস্ৰহস্ত ছিল ?
উত্তর: কার্তবীর্যাজুনের।
83. ট্রয়ের যুদ্ধের কারণ কী ?
উত্তর: ট্রয় রাজপুত্র প্যারিস তাকে ভুলিয়ে স্বদেশে নিয়ে যান এবং সে কারণেই ট্রয়ের যুদ্ধ হয়েছিল।
84. যক্ষরাজ ধনপতি কুবেরের পিতা মাতা কে ছিলেন ?
উত্তর: পিতা তিশ্রবা মুনি ও মাতা বরবর্নিনী।
85. কুবেরের বাসভূমির নাম কী ?
উত্তর: অলকাপুরী।
86. শকুন্তলার পিতার নাম কী ?
উত্তর: বিশ্বামিত্র মুনি।
87. কচ কার নাম ?
উত্তর: দেবগুরু বৃহস্পতির জ্যেষ্ঠ পুত্র।
88. বিরাট রাজার শ্যালকের নাম কী ?
উত্তর: কীচক।
89. চক্রব্যুহ কে তৈরী করেছিলেন ?
উত্তর: কৌরব সেনাপতি দ্রোণাচার্য।
90. রাজা শান্তনুর প্রথমা স্ত্রীর নাম কী ?
উত্তর: গঙ্গা।
91. ইক্ষবাকু কে ছিলেন ?
উত্তর: সূর্য বংশীয় প্রথম রাজা, বৈবস্বত মনুর পুত্র, মাতা শ্রদ্ধা।
92. দেবরাজ ইন্দ্রের স্ত্রী শচী কার কন্যা ?
উত্তর: পুলােমা নামক দানবের কন্যা।
93. দেবরাজ ইন্দ্রের পিতা ও মাতার নাম কী ?
উত্তর: পিতা: মহর্ষি কাশ্যপ, মাতা: অদিতি।
94. দেবরাজ ইন্দ্রের প্রাসাদের নাম কী ?
উত্তর: বৈজয়ন্ত।
95. ভারতীয় পুরাণে প্রেমের দেবতা ও তার সঙ্গিনী কে ?
উত্তর: মদন ও রতি।
96. প্রেমের দেবতার ' পঞ্চশর ’ কি কি ?
উত্তর: হর্ষণ, রােচন, মােহন, শােষণ ও মারণ।
97. নারায়ণের গদার নাম কী ?
উত্তর: কৌমুদী।
98. অষ্টধাতু কী কী ?
উত্তর: স্বর্ণ, রৌপ্য, তাম্র, রাঙ্গ, মশদ, সীসক, লৌহ ও পারদ।
99. কোন রাজা আশ্রিত কপােতকে রক্ষা করতে নিজের শরীর থেকে মাংস কেটে দিয়েছিলেন ?
উত্তর: রাজা শিবি।
100. বিদর্ভের রাজার নাম কী ?
উত্তর: নল।
101. রাজা নলের স্ত্রীর নাম কী ?
উত্তর: দয়মন্তী।
102. কার সঙ্গে পাশা খেলে নল সর্বস্ব খুইয়েছিলেন ?
উত্তর: পুষ্কর।
103. কোন রাজা তার দানের দক্ষিণা দিতে গিয়ে নিজের স্ত্রী ও পুত্রকে বিক্রি করেছিলেন ?
উত্তর: রাজা হরিশচন্দ্র।
104. রাজা হরিশচন্দ্রের স্ত্রীর নাম কী ?
উত্তর: শৈবা।
105. কোন রাজা এক সময় শ্মশানে চণ্ডালের কাজ করেছিলেন ?
উত্তর: রাজা হরিশচন্দ্র।
106. দেবগুরু কে ?
উত্তর: বৃহস্পতি।
107. পঞ্চকন্যা কাদের বলে ?
উত্তর: অহল্যা, তারা, মন্দোদরী, কুন্তী ও দ্রৌপদী।
108. রাজা যযাতির দুই স্ত্রীর নাম কী ?
উত্তর: দেবযানী ও শর্মিষ্ঠা।
109. যদু বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: মহারাজ যযাতি ও দেবযানীর জ্যেষ্ঠ পুত্র যদু।
110. যীশুখ্রীষ্ট্রের বিশ্বাসঘাতক শিষ্যের নাম কী ?
উত্তর: জুডাস ইসকেরিয়ট।
111. যীশু রােমক সৈন্যের হাতে কোথায় বন্দী হন ?
উত্তর: গেথসিমেন নামক স্থানে।
112. দৈত্যদের গুরু কে ?
উত্তর: শুক্রাচার্য।
113. দেবতাদের চিকিৎসকদের নাম কী ?
উত্তর: অশ্বিনীকুমারদ্বয়।
114. কোন ঋষি মাতৃগর্ভে বেদভ্যাস করেন ?
উত্তর: পরাশর।
115. শক্তিশেল কে তৈরী করেছিলেন ?
উত্তর: ময়দানব।
116. ইন্দ্রের ঘােড়ার নাম কী ?
উত্তর: উচ্চৈশ্রবা।
117. স্বর্গের নন্দন কাননে কোন ফুল ফোটে ?
উত্তর: পারিজাত।
118. দেবশিল্পী কে ?
উত্তর: বিশ্বকর্মা।
119. সমুদ্র মন্থনে উত্থিত অমৃত দৈত্যরা পায়নি কেন ?
উত্তর: বিষু মােহিনী রূপ ধরে অমৃত দেবতাদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন।
120. তােতাপাখি কোন দেবতার বাহন ?
উত্তর: কামদেব।
121. রাজা নলকে কোন নাগ দংশন করে তার শরীরের বর্ণ পাল্টে দিয়েছিলেন ?
উত্তর: কর্কোটক।
122. সূর্যের সারথী কে ?
উত্তর: গরুড়ের জ্যেষ্ঠ ভ্রাতা অরুণ।
123. বিনতার পুত্র কে ?
উত্তর: গরুড়।
124.ভারতীয় মুসলমানরা সর্বদা পশ্চিম দিকে মুখ করে নামাজ পাঠ করেন কেন ?
উত্তর: ভারতের পশ্চিম দিকে মক্কা অবস্থিত বলে।
125. হারকিউলিস কে ?
উত্তর: একজন অপ্রতিদ্বন্দ্বী গ্রীক বীর।
126. কোন দিন হজতীর্থ যাত্রার শেষ দিন বলে গণ্য হয় ?
উত্তর: ইদুজ্জোহা।
127. রােমানদের অগ্নিদেবতা ভলক্যানকে গ্রীকরা কী বলতেন ?
উত্তর: হেফায়েস্টার্স।
128. হারকিউলিস কোন হিংস্র সিংহকে হত্যা করে, তার চামড়া পরেছিলেন ?
উত্তর: নেমেয়।
129. কোন পৌরাণিক পাখী নিজের ছাই থেকে নিজেকে সৃষ্টি করে ও উড়ে যায় ?
উত্তর: ফিনিক্স।
130. মিশরের সূর্যদেবতার নাম কী ?
উত্তর: রা।
131. মহম্মদের মৃত্যুর পর প্রথম খলিফা হিসাবে কে নির্বাচিত হন ?
উত্তর: আবুবকর।
132. মিশরীয়দের ‘ ওরিসিস ’ গ্রীকদের কোন দেবতা হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন ?
উত্তর: ডাইওনিসাস।
133. যারা হজরত মহম্মদের বাণীকে সর্বস্ব জ্ঞান করে, তাদের কী বলা হয় ?
উত্তর: মুতা কাল্লোমিন।
134. রােমানদের সৌন্দর্যের দেবী কী নামে পরিচিত ?
উত্তর: ভেনাস।
135. কে স্বর্গ থেকে আগুন এনে মর্ত্যের মানব মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন ?
উত্তর: প্রমিথিউস।
136. মিশরের পবিত্রতার প্রতীক কী ?
উত্তর: আইরিশ।
137. ‘ এথেনা ’ ও ‘ মিনার্ভা ' এই দুই গ্রীক দেবীর সঙ্গে ভারতীয় পুরাণের কোন দেবীর সাদৃশ্য আছে ?
উত্তর: সরস্বতী।
138. হজরত মহম্মদের মুখ নিঃসৃত মুসলমান ধর্মের সামাজিক নিয়মাবলীকে কী বলা হয় ?
উত্তর: হাদি।
139. হাইপেরিয়ান কে ?
উত্তর: ইউরেনাসের পুত্র।
140. ডেজরিয়া কে ছিলেন ?
উত্তর: হারকিউলিসের পত্নী।
141. ত্ৰিকুল কী ?
উত্তর: পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল।
142. ত্রিগুণ কী ?
উত্তর: স্বত্ত্ব, রজঃ ও তমঃ।
143. ত্রিমূর্তি কী ?
উত্তর: ব্ৰত্মা, বিষ্ণু ও মহেশ্বর।
144. ত্রিপাপ কী ?
উত্তর: অতি পাতিক, উপ পাতিক ও মহাপাতিক।
145. ত্রিদশা কী ?
উত্তর: মাতৃদশা, পিতৃশা ও গুরুদশা।
146. সপ্ত সমুদ্র কী ?
উত্তর: লবণ, ইক্ষুরস, সুরা, ঘৃত, দধি, ক্ষীর ও স্বাদুদক।
147. অষ্টযােগ কী ?
উত্তর: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা ও সমাধি।
148. নবগ্রহ কী ?
উত্তর: সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু।
149. নবদুর্গা কী কী ?
উত্তর: পার্বতী, ব্ৰত্মচারিণী, চন্দ্রঘন্টা, মহাগৌরী, সিদ্ধিদা, কুম্ভাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী ও কালরাত্রি।
150. বাল্মীকির পিতার নাম কী ?
উত্তর: চ্যবন।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box