ভারতীয় সংবিধানের ১২ টি Schedule - 12 Schedules of the Indian Constitution
ভারতীয় সংবিধানের ১২ টি Schedule - 12 Schedules of the Indian Constitution
❏ ১ নং
➨২৮ টি রাজ্য ৭ টি কেন্দ্রশাসিত অঞলের এলাকা নিয়ে আলােচনা।
❏ ২ নং
➨রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পীকার, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের কন্ট্রোলার ও অডিটর। জেনারেলের মাহিনা ও ভাতা নিয়ে আলােচনা।
❏ ৩ নং
➨বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসার আগে শপথ বাক্য নিয়ে আলােচনা।
❏ ৪ নং
➨রাজ্যসভার নির্বাচনের জন্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সীট নিয়ে আলােচনা।
❏ ৫ নং
➨সারা ভারতের তপশীলী জাতি ও উপজাতিদের শাসনব্যবস্থা ও অধিকার নিয়ে আলােচনা।
❏ ৬ নং
➨অসম, মেঘালয়, মিজোরাম এর মত রাজ্যের উপজাতিদের শাসন অধিকার নিয়ে আলােচনা।
❏ ৭ নং
➨কেন্দ্রীয় তালিকা, রাজ্যতালিকা ও সংযুক্ত তালিকার সুযােগ সুবিধা।
❏ ৮ নং
➨সংবিধান স্বীকৃত ১৮ টি আঞ্চলিক ভাষার তালিকা।
❏ ৯ নং
➨জমিদারী প্রথার উচ্ছেদ ও ভূমি সংস্কারের আইন-কানুন।
❏ ১০ নং
➨Disqualification on the grounds of defection.
❏ ১১ নং
➨রাজ্য ও পঞ্চায়েত ব্যবস্থায় ক্ষমতার বিলিকরণ।
❏ ১২ নং
➨রাজ্য ও কর্পোরেশন ব্যবস্থার ক্ষমতার বিলগ্নীকরণ।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box