অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


1000+ Bengali General Science Questions and Answers: সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

1000+ Bengali General Science Questions and Answers: সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

1000+ Bengali General Science Questions and Answers: সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর


1000+ Bengali General Science Questions and Answers: সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর



1. লাইকেনের বিশেষত্ব কী ?


উত্তর: এটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত।


2. সর্বরােগ সৃষ্টিকারী জীবাণুদের কী নামে ডাকা হয় ?


উত্তর: প্যাথােজেনিক।


3. ডাটুরিন উপক্ষারের উৎস কী ?


উত্তর: ধুতরা গাছের পাতা বা ফল।


4. ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কী ?


উত্তর: প্যাভাে ক্রিস্টাটাস।


5. পেনিসিলিনের আবিষ্কারক আলেকজাণ্ডার ফ্লেমিং কত সালে নােবেল প্রাইজ পান ? 


উত্তর: ১৯৪৫ সালে।


6. হৃৎপিণ্ড প্রতিস্থাপন পদ্ধতি প্রয়ােগ করে প্রথম কে সফল হন ?


উত্তর: ক্রিশ্চিয়ান বার্নার্ড।


7. কোন গাছের ফল স্বর্ণকাররা সােনা ওজনের কাজে ব্যবহার করেন ? 


উত্তর: কুঁচফল।


8. চর্মরােগ সারাবার জন্য মার্গাসাে তেল ব্যবহার করা হয়। কোন গাছের ফল থেকে ওই তেল হয় ?


উত্তর: নিম।


9. কোন পাখির পাখার মাপ সবচাইতে বড় ?


উত্তর: আলবাট্র।


10. ইংল্যান্ডের জাতীয় পাখী কোনটি ?


উত্তর: রােবিন রেডব্রেস্ট।


11. কোন পাখি জাপানের জাতীয় পাখী ?


উত্তর: ঝুঁটিওয়ালা আইবিশ।


12. কোন পাখি পেছন দিকে উড়তে পারে ?


উত্তর: হামিং বার্ড।


13. কোন পাখীর ডিম সবচাইতে বড় ?


উত্তর: উটপাখী।


14. কোন পাখীর ঠোটের প্রান্তে নাসারন্ধ্র আছে ?


উত্তর: কিউই।


15. কোন পাখী সবচেয়ে দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে ?


উত্তর: জেনটু পেঙ্গুইন।


16. মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পাখী কোনটি ?


উত্তর: টাকমাথা ঈগল।


17. রাজস্থানের একটি লুপ্তপ্রায় পাখীর নাম কর ?


উত্তর: গ্রেট ইন্ডিয়ান বাস্টর্ড।


18. ব্যাকটেরিয়া গােষ্ঠী কী জাতীয় ?


উত্তর: বুসভিয়াম।


19. রাইবােজোমে কত শতাংশ প্রােটিন আছে ?


উত্তর: ৪০ শতাংশ।


20. ক্রোমােজোমে শতকরা কত শতাংশ নিউক্লীয় প্রােটিন থাকে ?


উত্তর: ৯০ শতাংশ।


21. নিউক্লিয়াসের অস্তিত্ব প্রথম কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন ?


উত্তর: রবার্ট ব্রাউন।


22. কোন বিজ্ঞানীদ্বয় কোশে প্রথম রাইবােজোমের অস্তিত্ব প্রমাণ করেছিলেন ?


উত্তর: রবিনসন ও ব্রাউন।


23. ভাইরাস শব্দটির অভিধানিক অর্থ কী ?


উত্তর: প্রাণিজ বিষ।


24. ভাইরাস কথাটি প্রথম ব্যবহার করেন কে ?


উত্তর: বি. এরিংক।


25. নিউক্লিয়েড কী ?


উত্তর: ভাইরাসের নিউক্লীয় অম্ল।


26. ভাইরাসের দেহের বহিঃখােলককে কী বলে ?


উত্তর: ক্যাপসিড।


27. সবচেয়ে বড় ভাইরাসের নাম কী ?


উত্তর: লিম্ফোগ্রানুলােমা ভেনেরিয়াম।


28. সবচেয়ে ছােট ভাইরাসের নাম কী ?


উত্তর: রাইনােভাইরাস।


29. সােয়াইন ফ্লু - এর ভাইরাসের নাম কী ?


উত্তর: H1N1


30. বার্ড ফ্লু - র ভাইরাসের নাম কী ?


উত্তর: H5N1


31. ভিরিয়ান কী ?


উত্তর: সংক্রমনযােগ্য একটি বিচ্ছিন্ন ভাইরাস একক।


32. ভাইরয়েড কী ?


উত্তর: শুধু নিউক্লীক অ্যাসিডযুক্ত  ভাইরাস।


33. ব্যাকটিরিওফাজ কী?


উত্তর:  ব্যাকটিরিয়া ভক্ষক ভাইরাস।


34. কোন ব্যাকটেরিয়ার আকৃতি কমা চিহ্নের মতাে ?


উত্তর: ভিব্রিওনস্।


35. কোন ব্যাকটেরিয়া নর্দমার ময়লার পচন ঘটিয়ে ড্রেনকে পরিষ্কার করে ?


উত্তর: এন্টারােব্যাক্টর।


36. বিধ্বংসী ভাইরাস কাকে বলে ?


উত্তর: অংগজ অবস্থা প্রাপ্ত ভাইরাসকে।


37. সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার নাম কী ?


উত্তর: ব্যাসিলাসরুটচিল্লি।


38. সবচেয়ে ছােট ব্যাকটেরিয়ার নাম কী ?


উত্তর: ডায়ালিস্টার নিউমােসিন্টেস।


39. ম্যালেরিয়া ছাড়াও অ্যানােফিলিস মশা কোন রােগের জীবাণু বহন করে ?


উত্তর: ফাইলেরিয়াসিস।


40. মানুষের রক্তের লােহিত কণিকা কতদিন বাঁচে ?


উত্তর: ১২০ দিন।


41. ফটোপ্রসেস এর প্রথম কার্যকর উপায় আবিষ্কার করেন এক ফরাসী তিনি কে ?


উত্তর: লুই - জাক - মন্দ - দাগের।


42. মানব দেহের ভারসাম্য রক্ষা করে কে ?


উত্তর: কর্ণের অর্ধবৃত্তাকার নালী এবং অটোলিথ যন্ত্র।


43. চিংড়ি, কাঁকড়া ইত্যাদি প্রাণির রক্তকে কী বলে ?


উত্তর: হিমােসিলােমিক তরল।


44. মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি ?


উত্তর: যকৃৎ।


45. কচ্ছপের কটি দাঁত আছে ?


উত্তর: দাঁত থাকে না।


46. মানবদেহে একমাত্র মিশ্রগ্রন্থির উদাহরণ দাও।


উত্তর: অগ্ন্যাশয়।


47. পিটুইটারী, থাইরয়েড, অ্যাড্রিনাল কী ধরণের গ্রন্থি ?


উত্তর: অন্তক্ষরা গ্রন্থি।


48. লালাগ্রন্থি, যকৃৎ, বৃক্ক কী ধরণের গ্রন্থি ?


উত্তর: বহিঃক্ষরা গ্রন্থি।


49. কোন বর্ণের আলাের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম ?


উত্তর: বেগুনি।


50. মাছের হৃৎপিণ্ড কটি প্রকোষ্ঠ থাকে ?


উত্তর: ২ টি।


51. টিকটিকি(অসম্পূর্ণ) কুমীর, পাখী, স্তন্যপায়ী প্রাণির হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে ?


উত্তর: ৪ টি।


52. ব্যাঙের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে ?


উত্তর: ৩ টি।


53. কেঁচোর প্রধান রেচন অঙ্গের নাম কী ?


উত্তর: নেফ্রিডিয়া।


54. পতঙ্গের প্রধান রেচন যন্ত্র কোনটি ?


উত্তর: ম্যালপিজিয়ান নালী।


55. মেরুদন্ডী প্রাণিদের রেচন অঙ্গের নাম কী ?


উত্তর: বৃক্ক।


56. ‘ এলিসা ’ পরীক্ষা করা হয় কী জন্য ?


উত্তর: এইডস রােগের জন্য।


57. সাধারণতঃ এইডস ভাইরাস প্রতিরােধে কোন ড্রাগটি সর্বাধিক ব্যবহৃত হয় ?


উত্তর: জাইডােফিউডিন।


58. যে মাছের একটিও আঁশ থাকে না তাকে কী বলে ?


উত্তর: ক্যাটফিস।


59. ‘ ডেড হাটিস ’ কোনটিতে হয় - ধান, ভুট্টা, আখ, বাজরা ?


উত্তর: ধান।


60. ইণ্ডিয়ান ইনস্টিটিউট অব সুগার টেকনােলজী  কোথায় অবস্থিত ?


উত্তর: কানপুর।


61. সেন্ট্রাল ভেজিটেব ব্রিডিং স্টেশন কোথায় অবস্থিত ?


উত্তর: কুলু।


62. লিউকোভাইরাসের ক্ষেত্রে প্রফাজকে কী বলে ?


উত্তর: (প্রােভাইরাস, ভাইরােজীন, অনকোজীন) - অনকোজীন।


63. কোন রাসায়নিক পদার্থ গ্লাইকোলিসিস ও ক্রেবস চক্রের সংযােগসাধন করে ?


উত্তর: অ্যাসিটাইল সহ উৎসেচক - এ।


64. পাতার সালােকসংশ্লেষ মূলে যে কোশ দ্বারা বাহিত হয় তার নাম কী ?


উত্তর: ফ্লোয়েম।


65. কোন জীব সালােকসংশ্লেষের সময় অক্সিজেন উৎপন্ন করে না ?


উত্তর: রােটোস্পিরিলাম।


66. উদ্ভিদ কোশের সজীব অংশ কোনটি ?


উত্তর: প্রােটোপ্লাজম।


67. কোশের কোন্ অংশে ল্যামেলা দেখা যায় ?


উত্তর: কোশপ্রাচীর।


68. একটি মাইটোকনড্রিয়ার ব্যাস কত ?


উত্তর: ০৫ থেকে ২ Lum


69. নিউক্লিয়াসে যে প্রােটোপ্লাজম পাওয়া যায় তার নাম কী ?


উত্তর: নিউক্লিওপ্লাজম।


70. ছত্রাক সূত্রবিহীন ফাঙ্গাসের নাম কী ?


উত্তর: স্যাকারােমাইসেস।


71. ক্যাটাবলিক ও মেটাবলিক উৎসেচক কোথায় থাকে ?


উত্তর: মাইটোকনড্রিয়ায়।


72. প্রােটোপ্লাজম কথাটির আদি অর্থ কী ?


উত্তর: আদি পদার্থ।


73. কোশের কোন অঙ্গানুতে সবাত শ্বসন ঘটে ?


উত্তর: মাইটোকনড্রিয়াতে।


74. নিউক্লিক অ্যাসিডের গঠনগত এককের নাম কী ?


উত্তর: নিউক্লিটাইডস্।


75.  কোনটি থাকার জন্য DNA থেকে RNA পার্থক্য করা যায় ?


উত্তর: – থিয়ামিন।


76. বীরবল সাহানী ইনস্টিটিউট অব প্যালিও বােটানী কোথায় অবস্থিত ?


উত্তর: লক্ষ্ণৌ।


77. সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?


উত্তর: রাজামুণ্ড্রী।


78. সেন্ট্রাল পটাটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?


উত্তর: সিমলা।


79. কুনােব্যাঙের কত রকম শ্বসন দেখা যায় ?


উত্তর: তিন প্রকার।


80. কী রকম উদ্ভিদে ফল হয় না ? - লিঙ্গধর, নগ্নবীজী, ব্যক্তবীজী, গুপ্তবীজী।


উত্তর: ব্যক্তবীজী।


81. অ্যাজোল্লা কী ?

 

উত্তর: ভাসমান জলজ ফার্ন।


82. জীববিজ্ঞানে ' ভেক্টর ’ কোটি নয় ? - পাখি, মশা, আরশােলা, খরগােশ ?


উত্তর: খরগোশ।


83. DNA প্রথম আবিষ্কার করেন কে ?


উত্তর: মেয়িশ্চার।


84. উদ্ভিদের কোশপর্দা যে সেলুলােজ দ্বারা গঠিত তার নাম কী ?


উত্তর: পলিস্যাকারাইড।


85. সেন্ট্রোজোম কোথায় দেখা যায় ?


উত্তর: সাইটোপ্লাজম।


86. জিন কী দ্বারা গঠিত ?


উত্তর: পলিনিউক্লিওটাইডস্।


87. কোন ধর্মের জন্য DNA নিজেই দ্বিগুণিত হয় ?


উত্তর: রেপ্লিকেশন।


88. মিউরিটিক অ্যাসিডের রাসায়নিক নাম কী ?


উত্তর: নাইট্রিক অ্যাসিড।


89. বাদুড় কোন শ্রেণিভূক্ত প্রাণি ?


উত্তর: স্তন্যপায়ী।


90. লাইসােজোম কোথায় দেখা যায় ?


উত্তর: সাইটোপ্লাজম(প্রাণিকোশের সাইটোপ্লাজম)।


91. স্টার্চ কার পলিমার ?


উত্তর: হেক্সোজ শর্করা।


92. DNA থেকে RNA গঠনের গঠনকে কী বলে ?


উত্তর: ট্রান্সক্রিপসন।


93. নীল সবুজ অ্যালগি কোন শ্রেণিভূক্ত ?


উত্তর: প্রােক্যারিওটস।


94. ছত্রাক আক্রমণকারী ভাইরাসকে কী বলা হয় ?


উত্তর: মাইকোফাজ।


95. সপুষ্পক উদ্ভিদ গােষ্ঠীর মধ্যে প্রাচীনতম উদ্ভিদ কোটি ?


উত্তর: ব্যক্তবীজী উদ্ভিদ।


96. আদর্শ পুষ্পের কটি স্তবক থাকে ?


উত্তর: চার।


97. পাতার আদি কলার নাম কী ?


উত্তর: মেসােফিল।


98. তেজপাতা কী ধরণের পাতা ?


উত্তর: বহুশিরাল অভিসারী।


99. তালপাতা কী ধরণের পাতা ?


উত্তর: অপসারী।


100. বাঁধাকপি আসলে কী ?


উত্তর: অঙ্গজ মুকুল।


101. ধান কোন শ্রেণিভূক্ত উদ্ভিদ ?


উত্তর: বীরুৎ।


102. বাঁশ কী ধরণের কাণ্ড ?


উত্তর: তৃণকাণ্ড।


103. গাজর আসলে কী ?


উত্তর: শাঙ্কবাকার মূল।


104. সইসাইড় ব্যাগ কী ?


উত্তর: লাইসােজোমস।


105. অ্যামিবার গমনাঙ্গের নাম কী ?


উত্তর: ক্ষণপদ বা সেউড়ােপােডিয়া।


106. ডিম পাড়ে এমন দুটি স্তন্যপায়ী প্রাণির নাম কী ?


উত্তর: অস্ট্রেলিয়ার একিডনা এবং প্লাটিপাস।


107. ফাদার অব মেডিসিন কাকে বলে ?


উত্তর: হিপােক্রেটাস(গ্রিস)।


108. জীবদেহের ভিটামিনের অনুপস্থিতিকে কী বলে ?


উত্তর: অ্যাভিটামিননাসিস।


109. জীবদেহে প্রয়ােজনের তুলনায় কম ভিটামিন থাকলে তাকে কী বলে ?


উত্তর: হাইপােভিটামিনােসিস।


110. ডিমে কোন ভিটামিন থাকেনা ?


উত্তর: ভিটামিন - ‘ সি ’।


111. লেবুতে কোন অ্যাসিড থাকে ?


উত্তর: সাইট্রিক অ্যাসিড।


112. তেঁতুলে কোন অ্যাসিড থাকে ?


উত্তর: টারটারিক অ্যাসিড।


113. আপেলে কোন অ্যাসিড থাকে ?


উত্তর: ম্যালিক অ্যাসিড।


114. দইতে কোন অ্যাসিড থাকে ?


উত্তর: ল্যাকটিক অ্যাসিড।


115. পিঁপড়ের দেহে কোন অ্যাসিড থাকে ?


উত্তর: ফরমিক অ্যাসিড।


116. কোন যন্ত্রের সাহায্যে রক্তকণিকার সংখ্যা নির্ণয় করা যায় ?


উত্তর: হিমোেসাইটোমিটার।


117. কোন উদ্ভিদ লবণবিহীন জল শােষণ করতে পারে ?


উত্তর: অর্কিড। 


118. কৃত্রিম উপায়ে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করা যায় কোন উপায়ে ?


উত্তর: অঙ্গজ জনন।


119. এন্টামিবা কোথায় বাস করে ?


উত্তর: মানুষের অন্ত্রে।


120. ' বায়ােলজি ’ কথাটি কে প্রথম প্রচলন করেন ?


উত্তর: জাঁ বাপটিস্ট লামার্ক।


121. ‘ প্রােটোপ্লাজম ’ নামকরণ কে করেন ?


উত্তর: পারকিনজি।


122. ফ্ল্যাজেলিন আসলে কী ?


উত্তর: প্রােটিন।


123. ৪০ কিলােগ্রাম ওজনের একজন পূর্ণবয়স্ক মানুষের দেহকোশের সংখ্যা কত ?


উত্তর: ৬ লক্ষ কোটি।


124. কুনােব্যাঙের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে ?


উত্তর: পাঁচটি(তিনটি প্রধান প্রকোষ্ঠ)।


125. মানুষের রক্তের শ্বেতকণিকা কতদিন বাঁচে ?


উত্তর: ১ থেকে ১৫ দিন।


126. পাখিদের দেহের তাপমাত্রা কত ?


উত্তর: ৪০ ডিগ্রী -৪২০  ডিগ্রী সেন্টিগ্রেড।


127. ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন দ্বারা গঠিত আন্তর্জাতিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়ােটেকনােলজি কোথায় অবস্থিত ?


উত্তর: নিউদিল্লী।


128. তিনটি প্রাথমিকরংকী কী ?


উত্তর: লাল, নীল, সবুজ।


129. রেনে ডেকার্তে কী জন্য বিখ্যাত ?


উত্তর: জ্যামিতিতে বীজগণিতের সূত্র প্রয়ােগ।


130. ‘ অ্যানাটমির জনক কে ?


উত্তর: বেলজিয়ামের অধ্যাপক আনদ্রিয়াস ভেসালিয়াস।


131. জলাতঙ্কের প্রতিষেধক কে আবিষ্কার করেন ?


উত্তর: লুই পাস্তুর।


132. মাকড়শা কে কেন ' ব্ল্যাক উইডাে ’ বলা হয় ?


উত্তর: যৌন মিলনের পর সাধারণতঃ স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়শাকে খেয়ে ফেলে।


133. মাথার খুলিতে কতগুলি হাড় রয়েছে 

উত্তর: ২২ টি।


134. মানব দেহের যে ক্যান্সার জিনটি প্রথম শনাক্ত করা হয়, সেটি কী ?


উত্তর: রেটিনােব্লাসটোমা।


135. ঘােড়া ও গাধার মিলনে কোন প্রাণির সৃষ্টি হয় ?


উত্তর: খচ্চর।


136. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্যার আইজাক নিউটন কী বিষয় পড়াতেন ?


উত্তর: অঙ্ক।


137. কোন স্তন্যপায়ী প্রাণির হাঁসের মতাে ঠোঁট আছে ?


উত্তর:  প্ল্যাটিপাস।


138. কোন প্রাণি মুখ দিয়ে খাদ্য খায় আবার মলত্যাগ করে ?


উত্তর: বাদুড়।


139. খুব অল্প তাপমাত্রা বিষয়ক জ্ঞান ও পদ্ধতি উদ্ভাবনকে কী বলে ?


উত্তর: ক্রায়ােজেনিক্স।


140. উদ্ভিদ ভিটামিন পায় কোথা থেকে ?


উত্তর: উদ্ভিদ নিজ দেহকোশে ভিটামিন প্রস্তুত করে।


141. রড ও কোণ কোশের কাজ কী ?


উত্তর: রেড কোষ মৃদু আলােয় দেখতে সাহায্য করে, কোন কোশ তীব্র আলােয় এবং রঙীন বস্তু দেখতে সাহায্য করে।


142. ‘ কোশ ’ কথাটির প্রবক্তা কে ?


উত্তর: রবার্ট হুক।


143. অশ্রুগ্রন্থী কোথায় থাকে ?


উত্তর: কানের দিকে ভ্রূর নিচে।


144. DNA শর্করা কী ?


উত্তর: ম্যাগেজ।


145. DNA এর পিউরিন কী ?


উত্তর: অ্যাডেনিন ও গুয়ানিন।


146. একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম কর ?


উত্তর: এন্টোরােব্যাক্টর।


147. ছত্রাক বিদ্যাকে কী বলা হয় ?


উত্তর: মাইকোলজি।


148. কোটি ছত্রাক দ্বারা সৃষ্ট রােগ নয় ? - খুস্কি, ছুলি, দাদ, কলেরা।


উত্তর:  কলেরা।


149. একটি পতঙ্গভুক উদ্ভিদের নাম কী ?


উত্তর: কলসপত্রী।


150. অসংখ্য নিউক্লিয়াসযুক্ত একটি আদ্য প্রাণির নাম কী ?


উত্তর: ওপালিনা।


151. আমাদের দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কী ?


উত্তর: প্লীহা।


152. যে যন্ত্রের সাহায্যে ঘ্রাণ অনুভূতির তারতম্য নির্ণয় করা হয়, তাকে কী বলে ?


উত্তর: অলফ্যাক্টরি মিটার।


153. চোখের সাধারণ প্রতিসরণ ক্ষমতাকে কী বলে ?


উত্তর: এম্মেট্রপিয়া।


154. আমাদের দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি ?


উত্তর: যকৃৎ।


155. যকৃৎ থেকে ক্ষরিত রসকে কী বলে ?


উত্তর: পিত্ত।


156. পাকস্থলীর পেপটিক কোশের শীর্ষে যে বড় দানা থাকে তাকে কী বলে ?


উত্তর: জাইমােজেন।


157. দেহের সংকোচ কলাকে কী বলে ?


উত্তর: পেশী।


158. রেশম মথের একটি প্রােটোজোয়া ঘটিত রােগের নাম কী ?


উত্তর: পেব্রিন।


159. রেশম মথের একটি ভাইরাস ঘটিত রােগের নাম কী ?


উত্তর: গ্রাসেরী।


160.পতঙ্গের লার্ভা দশায় খােলস ত্যাগকে কী বলে ?


উত্তর: মােলটিং।


161. পশুর মলকে রেশম চাষীরা কী বলে ?


উত্তর: নাদিকাসার।


162. রেশম মথের একটি প্রােটোজোয়া ঘটিত রােগের নাম কী ?


উত্তর: পেব্রিন।


163. রেশম মথের একটি ব্যাকটেরিয়াঘটিত রােগের নাম কী ?


উত্তর: ফ্ল্যাচেরী।


164. মানুষের জ্ঞানেন্দ্রিয়র সংখ্যা কয়টি ?


উত্তর: ৫ টি।


165.পায়ােরিয়া রােগটি মানবদেহে কোন অংশে হয় ?


উত্তর: দাঁতের মাড়ি।


166. মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি ?


উত্তর: সেরিব্রাম।


167. পারকিনসনস্ রােগ মানবদেহের কোন অংশে হয় ?


উত্তর: স্নায়ুতন্ত্র।


168. মানবদেহের কোন অংশে অ্যাডামস্ অ্যাপল থাকে ?


উত্তর: কণ্ঠে।


169. হিমােগ্লোবিনিক অ্যাসিডের সংকেত কী ?


উত্তর: HHb


170. গ্রটিস যদি স্বরর হয় তবে এপিগ্লটিস কী ?


উত্তর: স্বরর নিয়ন্ত্রণকারী ঢাকনা।


171. রক্তে কোনটির পরিমাপ শ্বাসকার্যকে নিয়ন্ত্রণ করে ?


উত্তর: কার্বন - ডাই - অক্সাইড।


172. মানুষের কোন শ্রেণির রক্তের লােহিত কণিকায় অ্যান্টিজেন থাকে না ?


উত্তর: ‘ 0 ' শ্রেণির রক্তে।


173. কোনটি তৃতীয় নয়নের সমার্থক ?


উত্তর: পিনিয়াল বডি।


174. কোয়াশিওরকর কী ?


উত্তর: ক্ষয়রােগ।


175. দেহমধ্যে কোন অঙ্গে  ' ব্যাওম্যানস ক্যাপসুল ' দেখা যায় ?


উত্তর: বৃক্ক।


176. কীসের অভাবে কোয়াশিওরকর রােগ হয় ?


উত্তর: প্রােটিন।


177. শৈশবকালে কোন হরমোন ক্ষরণে বামনত্ব রােগ দেখা যায় ?


উত্তর: STHI


178. কোন হরমোন মানুষের দুগ্ধক্ষরণে সহায়তা করে ?


উত্তর: প্রােল্যাকটিন।


179. কোন গ্রন্থি নিঃসৃত হর্মোন মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে ?


উত্তর: অ্যাড্রিন্যাল।


180. মানুষের অনুচক্রিকায় লাইসােজম, মাইট্রোকন ড্রিয়া, মাইক্রোটিবিউল, গ্লাইকোজেন কোনটি থাকে না ?


উত্তর: লাইসােজোম।


181. ত্বকের যে অংশ অনুভূতি সংগ্রহ করে, তাকে কী বলে ?


উত্তর: এপিডারমিস।


182. রক্তে রক্তকণিকা কত শতাংশ থাকে ?


উত্তর: ৪৫ শতাংশ।


183. কোন প্রজাতির অর্কিড় মাটিতে জন্মায় ?


উত্তর: প্যাফিওপেজিলাম।


184. স্বল্প সময়ে অসংখ্য সংক্ষিপ্ত DNA খণ্ডক তৈরীর পদ্ধতিকে কী বলে ?


উত্তর: PCR


185. কোশ কোথায় পূর্ণতা লাভ করে ?


উত্তর: থাইমাসে।


186. হকওয়ার্ম কোনটিকে বলে ?


উত্তর: অ্যানসাইলাে স্টোমা।


187. একটি মনােজেনেটিক পরজীবির নাম বল ?


উত্তর: এন্টামিবা।


188. চোখে প্রবিষ্ট আলাের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন অংশ ?


উত্তর: কণিনিকা।


189. হাতির গর্ভধারণ কাল কত দিন ?


উত্তর: প্রায় ২ বছর।


190. ম্যালেরিয়া পরজীবির যে দশাটি মানবদেহের পক্ষে সংক্রামক তার নাম কী ?


উত্তর: স্পােরােজয়েট।


191. গােসাপ, বহুরূপী, কুমীর, মােলক - কোনটি মরু অভিযােজিত সরীসৃপ ?


উত্তর: মােলক।


192. পতঙ্গের খােলস নির্মোচনের অন্তর্বর্তী দশার নাম কী ?


উত্তর: ইনস্টার।


193. রােডপসিন কোথায় থাকে ?


উত্তর: রডকোষে।


194. রক্তের আপেক্ষিক ঘনত্ব সাধারণতঃ কত ?


উত্তর: ১ : ০৬।


195. গিনিওয়ার্ম কাকে বলে ?


উত্তর: ড্রাকানকুলাসকে।


196. কোশের সবচেয়ে ক্ষুদ্র অঙ্গাণুর নাম কী ?


উত্তর: রাইবােজোম।


197. টাইফয়েড, হাম, আমাশয়, ইনফ্লুয়েঞ্জা — কোনটি জলবাহিত রােগ ?


উত্তর: টাইফয়েড, আমাশয়।


198. মেরুদণ্ডী প্রাণীর সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থিটির নাম কী ?


উত্তর: যকৃৎ।


199. ‘ অন্ধবিন্দু ’ দেহের কোথায় থাকে ?


উত্তর: চোখে।


200. পিডােজেনেসিস কী ?


উত্তর: লার্ভার জনন পদ্ধতিকে  বলে।


201. কার দেহে কোরকোদগম পদ্ধতিতে অযৌন জনন হয় ?


উত্তর: ইষ্ট।


202. রক্তবাহে রক্ত জমাট বাঁধতে যে প্রােটিন বাধা দেয় তার নাম কী ?


উত্তর: হেপারিন।


203. ব্যাকটেরিয়ার যৌন জনন পদ্ধতি সর্বপ্রথম আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?


উত্তর: জে.লেডারবার্গ এবং ই . টুটাম।


204. ব্যাকটেরিয়াকে অনুজীব বা মাইক্রোবস নাম দেন কে ?


উত্তর: স্যাডিলট।


205. T2 কী ?


উত্তর: ব্যাকটেরিয়া আক্রমণকারী একটি ফাজ।


206. ইনস্টিটিউট অব মাইক্রোবায়াল টেকনােলজি কোথায় অবস্থিত ?


উত্তর: চন্ডীগড়।


207. ন্যাশানাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?


উত্তর: নাগপুর।


208. লয়েডস্ বােটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত ?


উত্তর: দার্জিলিং।


209.  লালবাগ বােটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত ?


উত্তর: বেঙ্গালুরু।


210. সেন্ট্রাল সয়েল স্যালিনিটি রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ?


উত্তর: কার্নাল(হরিয়ানা)।


211. সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ?


উত্তর: যােধপুর।


212. সেন্ট্রাল ন্যাশানাল হারবেরিয়াম কোথায় অবস্থিত ?


উত্তর: হাওড়ার শিবপুরে।


213. সেন্ট্রাল ফুড টেকনােলজি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?


উত্তর: মহীশূর।


214. সেন্ট্রাল কোকোনাট রিসার্চ স্টেশান কোথায় অবস্থিত ?


উত্তর: কাসরাগােড়া(কেরালা)।


215. সেন্ট্রাল কেয়্যার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?


উত্তর: কলাভর(কেরালা)।


216. সেন্ট্রাল ইনস্টিটিউট অব মেডিসিনাল অ্যান্ড অ্যারােমেটিক প্লান্টস কোথায় অবস্থিত ?


উত্তর: লক্ষ্ণৌ।


217. কোষের পাওয়ার হাউস কাকে বলে ?


উত্তর: মাইটোকনড্রিয়া।


218. ATP এর পুরাে নাম কী ?


উত্তর: অ্যাডিনােসিন ট্রাই ফসফেট।


219. জ্যান্থােফিল, ক্যারােটিন, অ্যানথােসায়ানিন, ক্লোরােফিল - কোনটি জলে দ্রাব্য রঞ্জক ?


উত্তর: অ্যানথােসায়ানিন।


220. রক্তকণিকা বিহীন রক্তকে কী বলে ?


উত্তর: প্লাজম।


221.ওড়বার জন্য আরশােলার কটি ডানা থাকে ?


উত্তর: একজোড়া।


222. মানুষের দেহে সর্বাধিক পরিমাণে যে মৌলটি থাকে তার নাম কী ?


উত্তর: অক্সিজেন।


223. ডেভিল মাছ কোন  প্রানীকে বলা হয় ?


উত্তর: অক্টোপাস।


224. জীবাশ্মের বয়স নির্ণয় করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়  ?


উত্তর: রেডিও কাবর্ন ডেটিং।


225. প্রাণির লােহিত কণিকায় নিউক্লিয়াস থাকে ?


উত্তর: মানুষ।


226. মানুষের সবচেয়ে ছােট পেশী কোনটি ?


উত্তর: স্টেপিডিয়াস পেশী।


227. মানুষের সবচেয়ে বড় পেশী কোনটি ?


উত্তর: সারটোরিয়াস।


228. মানুষের সবচেয়ে দীর্ঘ অস্থির নাম কী ?


উত্তর: ফিমার।


229. কোন দুটি গ্যাসের মিশ্রণ অ্যাকোয়ারিজিয়া ?


উত্তর: হাইড্রোক্লোরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ(৩ : ১)।


230. মানবদেহের সবচেয়ে শক্ত বস্তু কী ?


উত্তর – দাঁতের এনামেল অংশ।


231. মানবদেহে কত প্রকার পেশী থাকে ?


উত্তর: তিন প্রকার। ঐচ্ছিক পেশী, অনৈচ্ছিক পেশী ও হৃদপেশী।


232. মানবদেহের ফ্লেক্সর পেশীর উদাহরণ কী ?


উত্তর: বাইসেপস্।


233. মানবদেহের এক্সটেন্সর পেশীর উদাহরণ কী ?


উত্তর: ট্রাইসেপস্।


234. মানবদেহের অ্যাডাক্টার পেশীর উদাহরণ কী ?


উত্তর: ডেলটয়েড।


235.  মানবদেহে কতজোড়া সুষুম্না স্নায়ু রয়েছে ?


উত্তর: ৩১ জোড়া।


236. মস্তিষ্কের আবরণের নাম কী ?


উত্তর: মেনিনজেস।


237. মস্তিষ্কের গহূরে যে তরল থাকে তাকে কী বলে ?


উত্তর: সেরিব্রোস্পাইনাল ফ্লুইড।


238. একটি চেষ্টিয় স্নায়ুর নাম কী ?


উত্তর: অকিউলােমােটর।


239. রক্তের প্লাজমা প্রােটিন কয়েকটির নাম কী ?


উত্তর: প্রােথম্বিন, ফাইব্রিনােজেন, অ্যালবুমিন, গ্লোবিউলিন প্রভৃতি।


240. লালা এবং অশ্রুতে অবস্থানকারী ব্যাকটেরিয়া পচনকারী উৎসেচকের নাম কী ?


উত্তর: লাইসােজোম।


241. যে উদ্ভিদের সাধারণ নাম ' ক্লাব মস ’ তা আসলে কী ?


উত্তর: সেলাজিনেল্লা।


242. শব্দের তীব্রতার এককের নাম কী ?


উত্তর: বেল।


243. ব্যাকটেরিয়া গােষ্ঠী কী জাতীয় ?


উত্তর: বুসভিয়াম।


244. রাইবােজোমে কত শতাংশ প্রােটিন আছে ?


উত্তর: ৪০ শতাংশ।


245. ক্রোমােজোমে শতকরা কত শতাংশ নিউক্লীয় প্রােটিন থাকে ?


উত্তর: ৯০ শতাংশ।


246. নিউক্লিয়াসের অস্তিত্ব প্রথম কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন ?


উত্তর: রবার্ট ব্রাউন।


247. কোন বিজ্ঞানীদ্বয় কোষে প্রথম রাইবােজোমের অস্তিত্ব প্রমাণ করেছিলেন ?


উত্তর: রবিনসন ও ব্রাউন।


248. ভাইরাস শব্দটির অভিধানিক অর্থ কী ?


উত্তর: প্রাণিজ বিষ।


249. ভাইরাস কথাটি প্রথম ব্যবহার করেন কে ?


উত্তর: বি . এরিংক।


250. নিউক্লিয়েড কী ?


উত্তর: ভাইরাসের নিউক্লীয় অম্ল।


251. ভাইরাসের দেহের বহিঃখােলককে কী বলে ?


উত্তর: ক্যাপসিড।


252. সবচেয়ে বড় ভাইরাসের নাম কী ?


উত্তর: লিম্ফোগ্রানুলােমা ভেনেরিয়াম।


253. সবচেয়ে ছােট ভাইরাসের নাম কী ?


উত্তর: রাইনােভাইরাস।


254. সােয়াইন ফ্লু - এর ভাইরাসের নাম কী ?


উত্তর: H1N1


255. বার্ড ফ্লু - র ভাইরাসের নাম কী ?


উত্তর: H5N1


256. ভিরিয়ান কী ?


উত্তর: সংক্রমনযােগ্য একটি বিচ্ছিন্ন ভাইরাস একক।


257. ভাইরয়েড কী ?


উত্তর: শুধু নিউক্লীক অ্যাসিডযুক্ত ভাইরাস।



258. ব্যাকটিরিওফাজ কী ?


উত্তর: ব্যাকটিরিয়া ভক্ষক ভাইরাস।


259. কোন ব্যাকটেরিয়ার আকৃতি কমা চিহ্নের মতাে ?


উত্তর: ভিব্রিওনস্।


260. কোন ব্যাকটেরিয়া নর্দমার ময়লার পচন ঘটিয়ে  ড্রেনকে পরিষ্কার করে ?


উত্তর: এন্টারােব্যাক্টর।


261. বিধ্বংসী ভাইরাস কাকে বলে ?


উত্তর: অংগজ অবস্থা প্রাপ্ত ভাইরাসকে।


262. সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার নাম কী ?


উত্তর: ব্যাসিলাসরুটচিল্লি।


263. সবচেয়ে ছােট ব্যাকটেরিয়ার নাম কী ?


উত্তর: ডায়ালিস্টার নিউমােসিন্টেস।


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.