Bangla Gk | বাংলা জিকে Part-50

Bangla Gk | বাংলা জিকে Part-50

Bangla Gk | বাংলা জিকে Part-50


Dear Students,

Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Bangla Gk | বাংলা জিকে প্রশ্নোত্তর। প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Bangla Gk | বাংলা জিকে প্রশ্নোত্তর, নীচে Bangla Gk | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই Bangla Gk | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি নোটবুকে লিপিবদ্ধ করুন।





Bengali General Knowledge Part-50


1. স্কারলেট জ্বর কিসের কারণে ঘটে ? 

উত্তর : স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়া 

2. গনোরিয়া রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি ? 

উত্তর : নাইসেরিয়া গনোরি

3. সিফিলিস রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া ? 

উত্তর : ট্রেয়োপোনিমা প্যালিডাম 

4. পীতজ্বর কোন ভাইরাসের কারনে হয় ? 

উত্তর : আরবোভাইরাস 

5. সিনগেলস রোগটির জন্য দায়ী কে ? 

উত্তর : ভারিসেলা জাস্টার ভাইরাস 

6. যক্ষা রোগের জন্য দায়ী কি ? 

উত্তর : মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস

7. প্যারটাইফয়েড জ্বর এর কারণ কি ? 

উত্তর : স্যালমোনেল্লা ব্যাকটেরিয়া 

8. টিটেনাস রোগটির জন্য দায়ী ব্যাকটেরিয়া কি ? 

উত্তর : ক্লসট্রিডিয়াম টিটেনি 

9. কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি ? 

উত্তর : ভিব্রিও কলেরি

10. ব্রুচেলেসিস রোগটির জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি ? 

উত্তর : ব্রুচেলাস মেলিটিউসিস



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.