Bangla Gk | বাংলা জিকে Part-40

Bangla Gk | বাংলা জিকে Part-40


Bangla Gk | বাংলা জিকে Part-40


Dear Students,

Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Bangla Gk | বাংলা জিকে প্রশ্নোত্তর। প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Bangla Gk | বাংলা জিকে প্রশ্নোত্তর, নীচে Bangla Gk | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই Bangla Gk | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি নোটবুকে লিপিবদ্ধ করুন।





Bengali General Knowledge Part-40


1. কোন রাজপুত শাসক ভোপাল শহরটি প্রতিষ্ঠা করেন ? 

উত্তর : রাজা ভোজ 

2. ইলতুতমিস কোথায় শিখন কেন্দ্র গড়ে তুলেছিলেন ? 

উত্তর : পাটনা 

3. কোন রোগের ওপর নাম 'Slim Disease' ? 

উত্তর : AIDS

4. পেরিয়ার পক্ষীনিবাস কোন রাজ্যে অবস্থিত ? 

উত্তর : কেরালা

5. বাঁশের নৃত্য আদিকাল থেকে হয়ে আসছে কোন রাজ্যে ? 

উত্তর : মিজোরাম

6. বিজু নাচ কোন রাজ্যের লোকনৃত্য ? 

উত্তর : ত্রিপুরা

7. বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে পালন করা হয় ? 

উত্তর : 28 জুলাই 

8. আধুনিক জাদুচর্চার জনক কাকে বলে হয় ? 

উত্তর : গণপতি চক্রবর্তী

9. বায়ুর ক্ষয়কার্যে সৃষ্ট ব্যাঙের ছাতার মত তৈরি ভূমিরূপ কে কি বলে ? 

উত্তর : গৌর

10. নদীর গতিপথ খুব আঁকাবাঁকা হলে তাকে কি বলে ? 

উত্তর : মিয়েন্ডার



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.