অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


Objective General Knowledge In Bengali | বাংলা জিকে Part-29

Objective General Knowledge In Bengali | বাংলা জিকে Part-29



Objective General Knowledge In Bengali | বাংলা জিকে Part-29


Dear Students,

Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Objective General Knowledge In Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর। প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Objective General Knowledge In Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর, নীচে Objective General Knowledge In Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই Objective General Knowledge In Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি নোটবুকে লিপিবদ্ধ করুন।





Bengali General Knowledge Part-29




1. কম্পিউটারের কোন প্রজন্মের বৈশিষ্ট্য ভ্যাকুয়াম টিউব ? 

উত্তর : প্রথম প্রজন্ম

2. সোনাল মানসিং কোন নৃত্যের সাথে যুক্ত ? 

উত্তর : ভারতনাট্যম

3. 'রঘুপতি রাঘব রাজা রাম' এর রচয়িতা কে ? 

উত্তর : বিষ্ণু দিগম্বর পালুসকর
 
4. কোন সালে দুরদর্শন কেন্দ্র খোলা হয় ?
 
উত্তর : 1959 সালে 

5. 'My Confession' কার আত্মজীবনী ? 

উত্তর : লিও টলস্টয়

6. 'গোগোল' চরিত্রের স্রষ্টা কে ? 

উত্তর : সমরেশ বসু

7. বিট্টল মন্দির কোথায় অবস্থিত ? 

উত্তর : হাম্পি, কর্ণাটক

8. রঘুরাম রাজন ভারতের কততম গভর্নর ছিলেন ? 

উত্তর : 23 তম 

9. অক্টারলোনি মনুমেন্টের বর্তমান নাম কি ? 

উত্তর : শহীদ মিনার 

10. ভোরের পাখি কার উপাধি ? 

উত্তর : বিহারীলাল চক্রবর্তী



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.