পশ্চিমবঙ্গের মন্ত্রীসভা 2021: The Cabinet of West Bengal 2021

পশ্চিমবঙ্গের মন্ত্রীসভা 2021: The Cabinet of West Bengal 2021

পশ্চিমবঙ্গের মন্ত্রীসভা 2021: The Cabinet of West Bengal 2021
পশ্চিমবঙ্গের মন্ত্রীসভা 2021: The Cabinet of West Bengal 2021


Dear Students,

Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের মন্ত্রীসভা 2021: The Cabinet of West Bengal 2021. প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের মন্ত্রীসভা 2021: The Cabinet of West Bengal 2021, নীচে পশ্চিমবঙ্গের মন্ত্রীসভা 2021: The Cabinet of West Bengal 2021 গুলি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই পশ্চিমবঙ্গের মন্ত্রীসভা 2021: The Cabinet of West Bengal 2021 গুলি নোটবুকে লিপিবদ্ধ করুন।





পশ্চিমবঙ্গের মন্ত্রীসভা 2021: The Cabinet of West Bengal 2021




পূর্ণ মন্ত্রী


মমতা বন্দ্যোপাধ্যায়- মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্র ও পাহাড় বিষয়ক দফতর, কর্মিবর্গ দফতর, স্বাস্থ্য দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। 


পার্থ চট্টোপাধ্যায়- শিল্প ও বাণিজ্য। তথ্য ও প্রযুক্তি। সংসদ বিষয়ক। 


অমিত মিত্র- অর্থ, যোজনা ও পরিসংখ্যান। সাধন পাণ্ডে- ক্রেতা বিষয়ক। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি। 


জ্যোতিপ্রিয় মল্লিক- বন, অচিরাচরিত শক্তি উত্‍স্য। বঙ্কিম চন্দ্র হাজরা- সুন্দরবন বিষয়ক। 


মানস ভুইঞাঁ-  জল অনুসন্ধান। সৌমেন মহাপাত্র— সেচ ও জল পরিবহণ। 


মলয় ঘটক-  আইন ও বিচার ব্যবস্থা, পূর্ত দফতর। উজ্জ্বল বিশ্বাস— কারা দফতর। 


অরূপ বিশ্বাস-  বিদ্যুত্‍, ক্রীড়া ও যুব কল্যাণ। 


অরূপ রায়-  সমবায় 


রথীন ঘোষ-  খাদ্য ও গণবন্টন। 


ফিরহাদ হাকিম-  পরিবহণ ও আবাসন। 


চন্দ্রনাথ সিনহা-  ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র। 


শোভনদেব চট্টোপাধ্যায়- কৃষি 


ব্রাত্য বসু-  স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা


পুলক রায়- জনস্বাস্থ্য কারগরী। 


শশী পাঁজা- মহিলা ও শিশু কল্যাণ। 


গুলাম রব্বানি- সংখ্যালঘু উন্নয়ন। 


বিপ্লব মিত্র-  কৃষি বিপণন। 


জাভেদ আহমেদ খান- বিপর্যয় মোকাবিলা। 


স্বপন দেবনাথ- প্রাণী সম্পদ উন্নয়ন। 


সিদ্দিকুল্লাহ চৌধুরী- মাস এডুকেশন ও লাইব্রেরি।


স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী


বেচারাম মান্না-  শ্রম


সুব্রত সাহা- খাদ্য প্রক্রিয়াকরণ ও হর্টিকালচার।


হুমায়ুন কবীর-  টেকনিক্যাল এডুকেশন, প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট।


অখিল গিরি-  মত্‍স্য চাষ।


চন্দ্রিমা ভট্টাচার্য-  নগরোন্নয়ন এবং পুর বিষয়ক। সেই সঙ্গে স্বাস্থ্য প্রতি মন্ত্রী।


রত্না নাগ-  পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়ো টেকনোলজি।


সন্ধ্যারানী টুডু- পশ্চিমাঞ্চল উন্নয়ন এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী।


বুলু চিক বরাইক-  অনগ্রসর শ্রেণি কল্যাণ, আদিবাসী উন্নয়ন।


সুজিত বসু-  দমকল ও জরুরি পরিষেবা।


ইন্দ্রনীল সেন-  পর্যটন।


প্রতি মন্ত্রী


দিলীপ মণ্ডল-  পরিবহণ


আখরুজ্জামানা- বিদ্যুত্‍


শিউলি সাহা-  পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন


শ্রীকান্ত মাহাতো-  ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র


সাবিনা ইয়াসমিন- সেচ, জল পরিবহণ ও উত্তরবঙ্গ উন্নয়ন


বীরবাহা হাঁসদা-  বন


জ্যোত্‍স্না মান্ডি-  খাদ্য ও গণ বন্টন


পরেশ চন্দ্র অধিকারী-  স্কুল শিক্ষা


মনোজ তিওয়ারি-  যুব ও ক্রীড়া



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.