Dear Students,
Gksolves.com
চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি
ভারতের প্রতিবেশী দেশসমূহ PDF প্রতিবছর বিভিন্ন
সরকারি চাকরির
পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL |
SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor |
Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন
বিজ্ঞান, ভূগোল,
রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে।
তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের প্রতিবেশী দেশসমূহ PDF. নিচে Neighboring Countries Of India PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন।
এই ভারতের প্রতিবেশী দেশসমূহ PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির
নীচে যান এবং ডাউনলোড করুন।
সুতরাং, দেরি না করে এখনই ভারতের প্রতিবেশী দেশসমূহ PDF টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
ভারতের প্রতিবেশী দেশসমূহ PDF: Download Neighboring Countries Of India PDF
বাংলাদেশ
রাজধানী |
ঢাকা |
মুদ্রা |
বাংলাদেশি টাকা |
প্রধান ভাষা |
বাংলা |
উচ্চতম পর্বতশৃঙ্গ |
সাকা হাফং (১,০৬৪
মিটার)। পূর্বে কেওক্রাডং (৯৮৬ মিটার) কে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মনে করা
হতো। |
প্রধান নদনদী |
মেঘনা, পদ্মা, যমুনা |
·
প্রতিবেশী দেশগুলির মধ্যে
বাংলাদেশের সাথে ভারতের সীমানা দীর্ঘতম। সীমারেখার দৈর্ঘ্য– ৪০৯৬.৭
কিলোমিটার।
·
ভারত ও বাংলাদেশের সীমারেখা তিন
বিঘা করিডর নামে পরিচিত।
·
ভারতের পাঁচটি রাজ্য বাংলাদেশের
সাথে সীমানা ভাগ করে – পশ্চিমবঙ্গ, আসাম,
মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম।
·
পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের
সীমারেখার দৈর্ঘ্য প্রায় ২২১৬ মিটার।
·
বাংলাদেশের প্রধান শিল্প হলো পাট
শিল্প।
চীন
রাজধানী |
বেজিং |
মুদ্রা |
রেনমিনবি ও ইউয়ান |
প্রধান ভাষা |
মান্দারিন |
উচ্চতম পর্বতশৃঙ্গ |
মাউন্ট এভারেস্ট |
প্রধান নদনদী |
ইয়াং সি কিয়াং, হোয়াং হো |
·
ভারত ও চীনের সীমান্ত রেখার
দৈর্ঘ্য প্রায় – ৩৪৮৮ কিলোমিটার।
·
ভারতের চারটি রাজ্য – হিমাচলপ্রদেশ,
উত্তরাখণ্ড, সিকিম ও অরুনাচলপ্রদেশ এবং একটি
কেন্দ্রশাসিত অঞ্চল – লাদাখ চীনের সাথে সীমানা ভাগ করে ।
·
ভারত ও চিনের মধ্যবর্তী
সীমান্ত ম্যাকমোহন লাইন নামে পরিচিত। ভারত
ও চীনের মধ্যে যে অঞ্চল নিয়ে বিবাহ দেখা যায় সেটি Line of Actual Control নামে পরিচিত।
·
জনসংখ্যার নিরিখে বিশ্বে প্রথম
স্থানাধিকারী দেশ হলো চীন।
·
হুনান প্রদেশকে চিনের ধান ভাণ্ডার
বলা হয়।
·
চীনের দুঃখ বলা হয় হোয়াং হো নদীকে
।
পাকিস্তান
রাজধানী |
ইসলামাবাদ |
মুদ্রা |
পাকিস্তানী রুপী |
প্রধান ভাষা |
উর্দু |
উচ্চতম পর্বতশৃঙ্গ |
তিরিচমির |
প্রধান নদনদী |
সিন্ধু |
·
ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখার
দৈর্ঘ্য প্রায় – ৩৩২৩ কিলোমিটার।
·
ভারতের তিনটি রাজ্য – গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল –
জম্মু-কাশ্মীর ও লাদাখ পাকিস্তানের সাথে সীমানা ভাগ করে।
·
ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী
সীমান্ত রেখা – র্যাডক্লিফ লাইন, লাইন
অফ কন্ট্রোল এবং স্যার ক্রিক প্রণালী (গুজরাট ও সিন্ধ এর মাঝে) নামে পরিচিত।
·
“পাকিস্তান” কথিত
অর্থ ‘পবিত্রদের দেশ’ এবং ১৯৩৩
খ্রিস্টাব্দে “পাকিস্তান” শব্দটি তৈরী
করেন চৌধুরী রহমত আলী।
·
পৃথিবীর দ্বিতীয় উষ্ণতমস্থান
জোকোবাবাদ এখানে অবস্থিত।
·
পাকিস্তানে ক্যারেজ প্রথায় জলসেচ
উল্লেখযোগ্য।
নেপাল
রাজধানী |
কাঠমান্ডু |
মুদ্রা |
নেপালী রুপী |
প্রধান ভাষা |
নেপালী |
উচ্চতম পর্বতশৃঙ্গ |
মাউন্ট এভারেস্ট |
প্রধান নদনদী |
কর্নালী (দীর্ঘতম), কোশী, কালীসেতি |
·
ভারত ও নেপালের সীমান্ত রেখার
দৈর্ঘ্য প্রায় – ১৭৫১ কিলোমিটার।
·
ভারতের পাঁচটি রাজ্য নেপালের সাথে
সীমানা ভাগ করে – বিহার, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ,
সিকিম এবং পশ্চিমবঙ্গ।
·
নেপালের একটি স্থলবেষ্টিত (Landlocked
Country) দেশ।
·
৮০০০ মিটারেরও অধিক উচ্চতাসম্পন্ন
হিমালয়ের ১৪টি শৃঙ্গের মধ্যে ৮টি নেপালে অবস্থিত।
·
কাঠমান্ডুতে SAARC-এর সদরদপ্তর অবস্থিত।
মায়ানমার
রাজধানী |
নেপিডো (Naypyidaw) |
মুদ্রা |
কিয়াত |
প্রধান ভাষা |
বর্মী |
উচ্চতম পর্বতশৃঙ্গ |
কাকাবোরাজি |
প্রধান নদনদী |
ইরাবতী |
·
ভারত ও মায়ানমারের সীমান্ত রেখার
দৈর্ঘ্য প্রায় – ১৬৪৩ কিলোমিটার।
·
ভারতের চারটি রাজ্য মায়ানমারের
সাথে সীমানা ভাগ করে – মিজোরাম, মনিপুর,
নাগাল্যান্ড, অরুনাচলপ্রদেশ।
·
মায়ানমারকে প্যাগোডার দেশ বলা হয়।
ভুটান
রাজধানী |
থিম্পু |
মুদ্রা |
গুলট্রাম |
প্রধান ভাষা |
জংখা |
উচ্চতম পর্বতশৃঙ্গ |
কুলাকাংড়ি |
প্রধান নদনদী |
মানস |
·
ভারত ও ভুটানের সীমান্ত রেখার
দৈর্ঘ্য প্রায় – ৬৯৯
কিলোমিটার।
·
ভারতের চারটি রাজ্য ভুটানের সাথে
সীমানা ভাগ করে – সিকিম, পশ্চিমবঙ্গ,
আসাম ও অরুনাচল প্রদেশ।
·
পৃথিবীর প্রথম কার্বনমুক্ত দেশ হলো
ভুটান।
·
ভুটান গর্জনকারী ড্রাগনের দেশ বা
বজ্রপাতের দেশ নামে পরিচিত।
·
ভারতের সহযোগিতায় এখানে চুখা নামক
জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
আফগানিস্তান
রাজধানী |
কাবুল |
মুদ্রা |
আফগানি |
প্রধান ভাষা |
পাস্ত, ডরি |
উচ্চতম পর্বতশৃঙ্গ |
নোশাক |
প্রধান নদনদী |
আমুদরিয়া, হেলমন্দ (দীর্ঘতম) |
·
আফগানিস্তান নামের অর্থ হলো – আফগানদের
দেশ।
·
ভারত ও আফগানিস্তানের সীমান্ত
রেখার দৈর্ঘ্য প্রায় – ১০৬ কিলোমিটার।
·
ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী
সীমান্ত রেখার নাম- ডুরান্ড লাইন।
·
আফগানিস্তান একটি স্থলবেষ্টিত (Landlocked
Country) দেশ।
·
খাইবার গিরিপথ, আফগানিস্তান
ও পাকিস্তানকে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ সড়কপথ।
শ্রীলংকা
রাজধানী |
শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে |
মুদ্রা |
শ্রীলংকান রুপী |
প্রধান ভাষা |
সিংহলী |
উচ্চতম পর্বতশৃঙ্গ |
পেড্রতালাগালা |
প্রধান নদনদী |
মহাবলী গঙ্গা |
·
শ্রীলঙ্কা নামটি এসেছে সংস্কৃত
শব্দ “শ্রী” ও “লংকা”
থেকে। শ্রী শব্দের অর্থ পবিত্র এবং লংকা অর্থ দ্বীপ।
·
পক প্রণালী শ্রীলংকাকে ভারত থেকে
বিচ্ছিন্ন করেছেন।
·
ভারত ও শ্রীলংকার মধ্যে মান্নার
উপসাগর অবস্থিত।
·
শ্রীলংকা – দারুচিনির
দেশ এবং প্রাচ্যের মুক্তা নামেও পরিচিত।
·
জাফনা উপদ্বীপে প্রচুর মশলার চাষ
হয়।
মালদ্বীপ
রাজধানী |
মালে |
মুদ্রা |
রূফিয়া |
প্রধান ভাষা |
ধিভেহী |
উচ্চতম পর্বতশৃঙ্গ |
– |
প্রধান নদনদী |
– |
·
পৃথিবীর অন্যতম নিম্ন দেশ হলো
মালদ্বীপ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা মাত্র ২.৩ মিটার।
·
পর্যটন শিল্প হলো এখানকার অন্যতম
শিল্প।
·
মধ্যযুগে ইবন বতুতা ও অন্যান্য আরব
পর্যটকেরা এই অঞ্চলকে ‘মহাল দিবিয়াত’ নামে
উল্লেখ করেছেন। আরবীতে মহাল অর্থ প্রাসাদ। বর্তমানে এই নামটিই মালদ্বীপের
রাষ্ট্রীয় প্রতীকে লেখা হয়।
Download ভারতের প্রতিবেশী দেশসমূহ PDF
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Please do not share any spam link in the comment box