Dear Students,
Gksolves.com
চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি
ভারতের প্রধান সমুদ্র বন্দরের তালিকা PDF প্রতিবছর বিভিন্ন
সরকারি চাকরির
পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL |
SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor |
Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন
বিজ্ঞান, ভূগোল,
রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে।
তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের প্রধান সমুদ্র বন্দরের তালিকা PDF. নিচে List Of Major Seaports Of India PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন।
এই ভারতের প্রধান সমুদ্র বন্দরের তালিকা PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির
নীচে যান এবং ডাউনলোড করুন।
সুতরাং, দেরি না করে এখনই ভারতের প্রধান সমুদ্র বন্দরের তালিকা PDF টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
ভারতের প্রধান সমুদ্র বন্দরের তালিকা PDF: Download List Of Major Seaports Of India PDF
কান্ডালা বন্দর
·
ভারতের
পশ্চিম উপকূলে গুজরাট রাজ্যের কচ্ছো জেলার গান্ধীধাম শহরের কাছে অবস্থিত।
·
এটি একটি
প্রকৃতিক প্রোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর।
·
এই বন্দরটি
একটি Trade Free Zone.
জওহরলাল নেহেরু বন্দর
·
ভারতের
পশ্চিম উপকূলে অবস্থিত।
·
ভারতের
বৃহত্তম কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর।
·
এই বন্দরটি
পূর্বে নভসেবা বন্দর নাম পরিচিত ছিল। নভাকা ও শিভা গ্রাম দুটির নাম থেকে এটির সাধারণ
নাম এসেছে নভশেবা বা নভসেবা।
·
মহারাষ্ট্রের
মুম্বাই শহরের পূর্বে আরব সাগরের তীরে
বন্দরটি অবস্থিত।
·
এটি ভারতের
প্রথম হাইটেক বন্দর।
মুম্বাই বন্দর
·
ভারতের
পশ্চিম উপকূলে অবস্থিত।
·
বন্দরের
পোতাশ্রয়টি প্রাকৃতিক বা স্বাভাবিক পোতাশ্রয় এবং এটি ভারতের বৃহত্তম প্রাকৃতিক
পোতাশ্রয় যুক্ত বন্দর।
·
মহারাষ্ট্রের
মুম্বাইতে (পশ্চিম) অবস্থিত।
·
এটি ভারতের
বৃহত্তম এবং ব্যস্ততম বন্দর।
·
এটিকে
ভারতের প্রবেশদ্বার বা Gateway of India বলা হয়ে থাকে।
·
মুম্বাই
বন্দর হল ভারতের দ্বিতীয় প্রাচীন (প্রথম কলকাতা বন্দর) বন্দর।
মার্মাগাঁও বন্দর
·
মার্মাগাঁও
বন্দর বা মারগাঁও বন্দর ভারতের পশ্চিম উপকূলে দক্ষিণ গোয়াতে অবস্থিত।
·
এই বন্দরের
পোতাশ্রয়টি প্রাকৃতিক পোতাশ্রয়।
·
১৮৮৫
খ্রিষ্টাব্দে প্রাকৃতিক আশ্রয়স্থলে বন্দরটি প্রতিষ্ঠিত হয় এবং এটি ভারতের
প্রাচীনতম বন্দরগুলির মধ্যে একটি।
·
এই বন্দরটির
নিজস্ব রেললাইন রয়েছে।
·
জুয়ারি নদীর
মোহনার মুখে অবস্থিত।
·
ভারত থেকে
সবচেয়ে বেশি লৌহ আকরিক এই বন্দরের দ্বারা রপ্তানি করা হয়।
নিউ ম্যাঙ্গালোর বন্দর
·
নিউ
ম্যাঙ্গালোর বন্দর ভারতের পশ্চিম উপকূলে কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোর শহরের
পানাম্বুরে অবস্থিত।
·
এটি একটি
কৃত্রিম প্রোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর।
·
এই
বন্দরটিকে কর্ণাটকের প্রবেশদ্বার বলা হয়ে থাকে।
·
এই বন্দরটির
নির্মান শুরু হয় ১৯৬২ সালে । ১৯৭৪ সালে ৪ মে বন্দরটির উদ্ভোদন করেন প্রাক্তন
প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
·
ভারতের
পশ্চিম উপকূলের গভীরতম বন্দর এটি।
·
প্রধানত লৌহ
আকরিক রপ্তানি করার জন্য এই বন্দরটি ব্যবহার করা হয়।
কোচি বন্দর
·
ভারতের
পশ্চিম উপকূলে কেরালা রাজ্যের কোচি শহরে অবস্থিত।
·
এটি একটি
প্রাকৃতিক প্রোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর।
·
কেরালার
অন্যতম এবং বৃহত্তম বন্দর।
·
মশলা ও লবন
রপ্তানির জন্য বিখ্যাত।
চেন্নাই বন্দর
·
ভারতের
পূর্ব উপকূলে অবস্থিত।
·
এটি একটি কৃত্রিম
পোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর।
·
প্রতিষ্ঠিত
হয়েছিল ১৮৮৫ সালে।
তুতিকোরিন বন্দর ও ভি ও চিদাম্বরম বন্দর
·
ভারতের
পূর্ব উপকূলে অবস্থিত তামিলনাড়ুর তুতিকোরিনে অবস্থিত এবং তামিলনাড়ুর দ্বিতীয়
বৃহত্তম বন্দর।
·
বর্তমানে এই
বন্দরটি ভি ও চিদাম্বরম বন্দর নামে পরিচিত। পূর্বে এই বন্দরের নাম ছিল তুতিকোরিন
বন্দর।
·
প্রধানত
শ্রীলংকার সাথে বাণিজ্য করা হয় এই বন্দরের মাধ্যমে।
এন্নোর বন্দর
·
এই বন্দরের
অফিসিয়াল নাম কামারাজার পোর্ট লিমিটেড।
·
এই বন্দরটি
ভারতের পূর্ব উপকূলে তামিলনাড়ুর এন্নোরে অবস্থিত।
·
এটি
প্রাকৃতিক প্রোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর।
·
এই বন্দরটি
ভারতের প্রথম বেসরকারি প্রধান বন্দর।
·
২০০১ সালে
এই বন্দরটি প্রতিষ্ঠিত হয়।
·
এই বন্দরটি
তৈরী করা হয় প্রধানত চেন্নাই বন্দরের চাপ কমানোর জন্য।
বিশাখাপত্তনম বন্দর
·
এই বন্দরটি
ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে অন্ধ্রপ্রদেশের অবস্থিত।
·
এটি ভারতের
গভীরতম বন্দর।
·
স্বাভাবিক
বা প্রাকৃতিক পোতাশ্রয় যুক্ত বন্দর।
·
জাপানে
প্রচুর পরিমানে লৌহ আকরিক এই বন্দরের মাধ্যমে রপ্তানি করা হয়।
পোর্ট ব্লেয়ার বন্দর
·
এই বন্দরটি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত।
·
স্বাভাবিক
বা প্রাকৃতিক পোতাশ্রয় যুক্ত বন্দর।
·
আন্দামান
দ্বীপপুঞ্জে পর্যটন শিল্পে এই বন্দরটির ভূমিকা অনবদ্য।
পারাদ্বীপ বন্দর
·
এই বন্দরটি
ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে ওড়িশাতে অবস্থিত।
·
এটি একটি
কৃত্রিম পোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর।
·
এই বন্দরটির
নিজস্ব রেললাইন রয়েছে এবং সড়ক ও রেলপথের
সাথে যোগাযোগের সুবিধা রয়েছে।
কলকাতা বন্দর
·
এটি
কলকাতা-হলদিয়া বন্দর নামেও পরিচিত।
·
ভারতের
পূর্ব উপকূলের এই বন্দরটি একটি সমুদ্র বন্দর (বঙ্গোপসাগর ) ও একটি নদী বন্দর
(হুগলি) হিসেবে স্বীকৃতি পেয়েছে।
· এটি একটি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর।
· বর্তমানে কলকাতা বন্দরের দুটি পৃথক ডক ব্যবস্থা রয়েছে- কলকাতায় কলকাতা ডক ও হলদিয়ায় হলদিয়া ডক চত্বর নামে একটি গভীর জলের ডক রয়েছে।Download ভারতের প্রধান সমুদ্র বন্দরের তালিকা PDF
File Format:- Pdf
Quality:- High
File Size:- 2 Mb
File Location:- Google Drive
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Please do not share any spam link in the comment box