Dear Students,
Gksolves.com
চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা PDF প্রতিবছর বিভিন্ন
সরকারি চাকরির
পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL |
SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor |
Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন
বিজ্ঞান, ভূগোল,
রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে।
তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা PDF. নিচে International Border List টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন।
এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির
নীচে যান এবং ডাউনলোড করুন।
সুতরাং, দেরি না করে এখনই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা PDF টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা PDF: Download International Border List PDF
১. ম্যাকমোহন লাইন (McMahon Line)
লাইন নামকরণ করা
হয় স্যার হেনরি ম্যাকমোহনের নামে, যিনি ব্রিটিশ ভারত সরকারের পররাষ্ট্র সচিব ছিলেন। এই ম্যাকমোহন লাইন ১৯১৪
সালে সিমলা চুক্তির মাধ্যমে ব্রিটেন ও তিব্বতের স্বীকৃত হয়। চিন সরকার একে
বিতর্কিত অংশ বলে মনে করে।
২. ডুরান্ড লাইন (Durand Line)
১৮৯৩ সালে ব্রিটিশ
কূটনীতিক এবং ব্রিটিশ ভারতের সিভিল সার্ভেন্ট স্যার মাহমুদুল ডুরান্ড এবং আফগান
আমির আব্দুর রহমান খানের মধ্যে স্বাক্ষরিত হয়। বর্তমানে এই সীমারেখার অধিকাংশই
রয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে (প্রায় ২,৪৩০ কিলোমিটার) তবে পাকিস্তান অধিকৃত ভারত (গিলগিট অঞ্চলে)
ও আফগানিস্তানের মধ্যে এই রেখার কিছুটা রয়েছে। এর দৈর্ঘ্য প্রায় ১০৬ কিলোমিটার
(মতান্তরে ৮০ কিলোমিটার)
৩. র্যাডক্লিফ লাইন (Radcliffe Line)
৭ ই আগস্ট ১৯৪৭
খ্রিষ্টাব্দে ভারত বিভাজন সংক্রান্ত সীমানা নির্ধারন রেখার অন্তিম পরিকল্পনা
প্রকাশ করা হয়৷ বর্তমানে এই রেখাটির পশ্চিমভাগ ভারত-পাকিস্তান সীমান্ত ও পূর্বভাগ
বাংলাদেশ-ভারত সীমান্ত নামে পরিচিত৷ এই রেখার পরিকল্পক স্যার শেরিল র্যাডক্লিফ এর
নামে এটি নামাঙ্কিত৷
৪. লাইন অব কন্ট্রোল (Line of Control)
প্রথম ইন্দো-পাক
কাশ্মীর যুদ্ধের (১৯৪৭-৪৮ খ্রিস্টাব্দ) ফলস্রুতিতে সম্মিলিত জাতিপুঞ্জের
মধ্যস্থতায় কাশ্মীরে যুদ্ধবিরতি যে সীমারেখা সৃষ্টি হয় তা ‘লাইন অফ কন্ট্রোল’ (L.O.C.) নামে পরিচিত। এটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সীমারেখা নয়।
৫. পক প্রণালী (Palk Strait)
পক প্রণালী ভারতীয়
রাজ্য তামিলনাড়ু ও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী। এটি
উত্তরপূর্বে অবস্থিত বঙ্গোপসাগর ও দক্ষিণে অবস্থিত মান্নার উপসাগরকে একসঙ্গে যুক্ত
করেছে। ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর রবার্ট পকের নামে এই প্রণালীর
নামকরণ করা হয়েছে।
৬. লাইন অব একচুয়াল কন্ট্রোল (Line of Actual Control)
ভারত ও চীনের
তিব্বতের মধ্যে সীমানা নিরুপণ কারী রেখা। পূর্ব লাদাখ ও আকসায় চীনের মধ্যে অবস্থিত
এবং ভারত ও চীনের মধ্যে মাঝে মধ্যেই এই লাইন নিয়ে বিবাদ দেখা যায়।
৭. তিনবিঘা করিডর (Tin bigha Corridor)
ভারত ও বাংলাদেশের
মধ্যে অবস্থিত। ১৯৭৪ এর ১৬ ই মে এর ইন্দিরা গান্ধী-শেখ মুজিবুর রহমান চুক্তি
অনুসারে ভারত ও বাংলাদেশ তিনবিঘা করিডোর ও দক্ষিণ বেরুবাড়ীর সার্বভৌমত্ব পরস্পরের
কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বাংলাদেশ সরকারের অনেক বিরোধিতার পর ২০১১ সালে ভারত
পূর্ণভাবে এটি বাংলাদেশকে দেওয়ার বদলে একটি নির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশ
সরকারকে ইজারা হিসাবে দিয়েছিল এই শর্তে যে একই সময়ে দক্ষিণ বেরুবাড়ি ভারতের
নিয়ন্ত্রণেই থাকবে।
৮. স্যার ক্রিক লাইন (Sir Creek Line)
ভারত (গুজরাট) ও
পাকিস্তান (সিন্ধ প্রদেশ) এর মধ্যে বিতর্কিত লাইন। স্থানীয়রা এই সীমানার নাম
দিয়েছে বান গঙ্গা।
৯. ৪৯ ডিগ্রি অক্ষরেখা (49th parallel north)
৪৯ ডিগ্রি উত্তর
অক্ষরেখা বরাবর অবস্থিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্তরেখা
নির্দেশ করে। ৮৯০০ কিলোমিটার দীর্ঘ এই সীমান্তটি পৃথিবীর বৃহত্তম আন্তর্জাতিক
সীমানা।
১০. ২৪ তম সমান্তরাল লাইন (24th Parallel Line)
পাকিস্তানের দাবি
অনুসারে এটি ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমানারেখা। ভারত এই সীমানার স্বীকৃতি
দেয়নি।
অন্যান্য
আন্তর্জাতিক সীমানা
১০.
হিন্ডারবার্গ লাইন (Hindenburg
Line)
➟ জার্মান ও পোল্যান্ড -এর মধ্যে আন্তর্জাতিক সীমানা।
১১.
সিগফ্রিড লাইন (Siegfried Line)
➟ জার্মানি ও ফ্রান্স -এর মধ্যে আন্তর্জাতিক সীমানা।
১২.
ম্যাজিনো লাইন (Maginot Line)
➟ জার্মান ও ফ্রান্স -এর মধ্যে আন্তর্জাতিক সীমানা।
১৩.
ওডেরনীচ লাইন (Oder‐Neisse Line)
➟ পূর্ব জার্মানী ও পোল্যান্ডের মধ্যে নিরুপিত সীমারেখা
১৪.
ম্যানারহেইম লাইন (Mannerheim
Line)
➟ ফিনল্যান্ড ও রাশিয়া-এর মধ্যে আন্তর্জাতিক সীমানা।
১৫.
কার্জন লাইন (Curzon Line)
➟ পোল্যান্ড-রাশিয়া এর মধ্যে আন্তর্জাতিক সীমানা।
১৬. ফচ
লাইন (Foch Line)
➟ পোল্যান্ড ও লিথুনিয়া।
১৭.
নর্দার্ন লিমিট লাইন (Northern
Limit Line)
➟ উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া।
১৮.
গ্রিন লাইন (Green line)
➟ ইসরাইল ও তার প্রতিবেশী দেশ।
১৯. ব্লু
লাইন (Blue Line)
➟ লেবানল ও ইসরাইল।
২০.
পার্পল লাইন (Purple Line)
➟ ইসরাইল-সিরিয়া।
২১.
আলপাইন লাইন (Alpine Line)
➟ ইতালি ও ফ্রান্স।
২২.
ম্যাকনামারা লাইন (McNamara
Line)
➟ উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম।
২৩.
সনোরা লাইন (Sonora Line )
➟ মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র।
২৪.
নর্দার্ন লিমিট লাইন (Northern
Limit Line)
➟ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
২৫.
মিলিটারি ডিমারকেশন লাইন (Military
Demarcation Line)
➟ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া, এটি Armistice
Line নামেও পরিচিত।
২৬. ফচ
লাইন (Foch Line)
➟ পোল্যানড ও লিথুয়ানিয়ার মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের সময় নির্মিত লাইন।
২৭. লাইন
অব ডিমারকেশন (Line of
Demarcation)
➟ পর্তুগাল ও স্পেনের সীমানারেখা। ১৪৯৪ খ্রিস্টাব্দে টানা হয়েছিল।
২৮. ৮ ম
সমান্তরাল লাইন (8th Parallel
Line)
➟ সোমালিয়াও ইথিওপিয়া
২৯. ১৭ তম
সমান্তরাল লাইন (17th Parallel
Line)
➟ উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
৩০. ২০ তম
সমান্তরাল লাইন (20th Parallel
Line)
➟ লিবিয়া ও সুদান
৩১. ২২ তম
সমান্তরাল লাইন (22nd Parallel
Line)
➟ মিশর ও সুদান
৩২. ৩১ তম
সমান্তরাল লাইন (31st Parallel
Line)
➟ ইরান ও ইরাক
৩৩. ৩৮ তম
সমান্তরাল লাইন (38th Parallel
Line)
➟ উত্তর ও দক্ষিণ করিয়া
৩৪. ৫২ তম
সমান্তরাল লাইন (52nd Parallel
Line)
➟ আর্জেন্টিনা ও চিলি
Download গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা PDF
File Format:- Pdf
Quality:- High
File Size:- 4 Mb
File Location:- Google Drive
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Please do not share any spam link in the comment box