Gk Knowledge Bengali | বাংলা জিকে Part-32

Gk Knowledge Bengali | বাংলা জিকে Part-32


Gk Knowledge Bengali | বাংলা জিকে Part-32


Dear Students,

Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Gk Knowledge Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর। প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Gk Knowledge Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর, নীচে Gk Knowledge Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই Gk Knowledge Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি নোটবুকে লিপিবদ্ধ করুন।





Bengali General Knowledge Part-32



1. লোহিত পচন রোগ কোন শস্যে দেখা যায় ? 

উত্তর : আখ

2. ম্যাগনেসিয়ামের অভাবে মানুষের শরীরে কি রোগ হয় ? 

উত্তর : হৃদগতি বৃদ্ধি

3. আনারসের কোন অংশটি ভক্ষণযোগ্য ? 

উত্তর : বৃতি

4. চোখের তারারন্ধ্র প্রসারণে কোন উপক্ষার ব্যবহৃত হয় ? 

উত্তর : অ্যাট্রপিন

5. জেলি ফিসের গমানাঙ্গ কি ? 

উত্তর : দেহনালি

6. হাঙরের শরীরে কোন ধরণের আঁশ দেখা যায় ? 

উত্তর : প্লাকয়েড আঁশ

7. ভ্যারিওলা ভাইরাস কোন রোগ সৃষ্টি করে ? 

উত্তর : গুটি বসন্ত

8. রিল্যাপসিং জ্বরের বাহক কি ? 

উত্তর : উকুন

9. রিউম্যাটিজম রোগে কোন অংশ রোগাক্রান্ত হয় ? 

উত্তর : অস্থিসন্ধি

10. অ্যারিবোফ্ল্যাবিনোসিস রোগ কোন ভিটামিনের অভাবে হয় ? 

উত্তর : ভিটামিন B2




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.