General Knowledge In Bengali | বাংলা জিকে Part-5

General Knowledge In Bengali | বাংলা জিকে Part-5


General Knowledge In Bengali | বাংলা জিকে Part-5


Dear Students,

Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি General Knowledge In Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর। প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি General Knowledge In Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর, নীচে General Knowledge In Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই General Knowledge In Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি নোটবুকে লিপিবদ্ধ করুন।





Bengali General Knowledge Part-5




1. টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে এটি কোন ধরনের চলন ? 

উত্তর : থার্মোন্যাস্টি

2. একটি নিম্নশ্রেণীর উদ্ভিদ যার মধ্যে গমন পরিলক্ষিত হয় ? 

উত্তর : ক্ল্যামাইডোমোনাস

3. থাইরয়েড গ্রন্থি কি প্রকৃতির ?

উত্তর : অন্ত:ক্ষরা গ্রন্থি

4. কোনটি ইনজেক্ট করে দুগ্ধবতী গাভির দুগ্ধ ক্ষরণ বাড়ানো হয় ? 

উত্তর : পিটুইটারির নির্যাস

5. ত্বকের রোম কে খাড়া করে কোন পেশী ?

উত্তর : অ্যারেকটোরেস পিলাই

6. মানুষের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?

উত্তর : ভেগাস

7. একটি নিউরোহরমোন এর উদাহরণ হলো ? 

উত্তর : ভেসোপ্রেসিন 

8. গুরুমস্তিষ্কের দুটি গোলার্ধদ্বয় কি দিয়ে যুক্ত থাকে ? 

উত্তর : করপাস ক্যালোসাম

9. চোখের কোন অংশে সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয় ?

উত্তর : পীতবিন্দু 

10. চোখের কোন অংশটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে ?

 উত্তর : অ্যাকুয়াস হিউমর



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.