General Knowledge In Bengali | বাংলা জিকে Part-21

General Knowledge In Bengali | বাংলা জিকে Part-21


General Knowledge In Bengali | বাংলা জিকে Part-21


Dear Students,

Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি General Knowledge In Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর। প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি General Knowledge In Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর, নীচে General Knowledge In Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই General Knowledge In Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি নোটবুকে লিপিবদ্ধ করুন।





Bengali General Knowledge Part-21




1. 'সলবাই'-এর সন্ধি কত খ্রিস্টাব্দে হয় ?

উত্তর: ১৭৮২

2. কোন নেতা গান্ধীজীকে সর্বপ্রথম 'রাষ্ট্রপিতা' বা 'জাতির জনক' বলে অভিহিত করেন ?

উত্তর: সুভাষচন্দ্র বসু

3. 'অর্থনৈতিক জাতীয়তাবাদে'র অন্যতম পথিকৃৎ হিসেবে কে পরিচিত ?

উত্তর: আর সি দত্ত

4. 'সত্যার্থ প্রকাশ' কার রচনা ?

উত্তর: দয়ানন্দ সরস্বতী

5. তিলকের মৃত্যুতে কে বলেছিলেন - "My strongest bulwork is gone" ?

উত্তর: মহাত্মা গান্ধি

6. ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ?

উত্তর: হেনরি ভিভিয়ান ডিরোজিও

7. কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গৃহীত হয় ?

উত্তর: লাহোর

8. লর্ড মেকলের শিক্ষানীতির প্রধান উদ্দেশ্য কী ছিল ?

উত্তর: ভারতে পাশ্চাত্য ও ইংরেজি শিক্ষার প্রবর্তন

9. গান্ধার শিল্প-সংস্কৃতি বিকাশের প্রধান কেন্দ্র কোথায় ছিল ?

উত্তর: তক্ষশীলা

10. বিজয়নগর সাম্রাজ্যের কার রাজসভায় 'অষ্ট দিগগজ' বা আটজন বিশিষ্ট শিক্ষিত ব্যক্তি যুক্ত ছিলেন ?

উত্তর: কৃষ্ণ দেবরায়



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.