General Knowledge Bangla | বাংলা জিকে Part-16

General Knowledge Bangla | বাংলা জিকে Part-16


General Knowledge Bangla | বাংলা জিকে Part-16


Dear Students,

Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি General Knowledge Bangla | বাংলা জিকে প্রশ্নোত্তর। প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি General Knowledge Bangla | বাংলা জিকে প্রশ্নোত্তর, নীচে General Knowledge Bangla | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই General Knowledge Bangla | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি নোটবুকে লিপিবদ্ধ করুন।





Bengali General Knowledge Part-16



1. ভারতীয় বায়ুসেনার দ্বারা অপারেশন সংকটমোচন কবে করা হয় ? 

উত্তর : 2016 সালে

2. ভারত-পাক তাশখন্দ চুক্তি কবে হয় ? 

উত্তর : 1966 সালে 

3. ভারতের আগ্রা কোন শিল্পের জন্য বিখ্যাত ? 

উত্তর : কার্পেট শিল্প

4. কলিকাতা নাম পাল্টে কলকাতা কত সালে হয় ? 

উত্তর : 2001 সালে

5. খারাষ্ঠী এবং ব্রামহী লেখার প্রচলন হয় কার রাজত্বকালে ?

উত্তর : অশোকের 

6. কোন যুগকে বলা হয় ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণীদের যুগ ? 

উত্তর : প্যালিওসিন যুগ

7. বেদনানাশক অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি ?

উত্তর : অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড

8. গ্যালেনা কোন ধাতুর আকরিক ?

উত্তর : সীসা

9. গান মেটালে দস্তা এবং টিন ব্যতীত কোন উপাদান সবচেয়ে বেশি থাকে ? 

উত্তর : তামা

10. নাইটার বা সল্টপিটার কাকে বলা হয় ? 

উত্তর : পটাশিয়াম নাইট্রেট 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.