General Knowledge Bangla 2021 | বাংলা জিকে Part-8

General Knowledge Bangla 2021 | বাংলা জিকে Part-8


General Knowledge Bangla 2021 | বাংলা জিকে Part-8


Dear Students,

Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি General Knowledge Bangla 2021 | বাংলা জিকে প্রশ্নোত্তর। প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি General Knowledge Bangla 2021 | বাংলা জিকে প্রশ্নোত্তর, নীচে General Knowledge Bangla 2021 | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই General Knowledge Bangla 2021 | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি নোটবুকে লিপিবদ্ধ করুন।





Bengali General Knowledge Part-8



1. অরণ্য সপ্তাহ কবে পালন করা হয় ? 

উত্তর : ১৪ - ২০ জুলাই 

2. শকাব্দ কবে থেকে শুরু হয় ? 

উত্তর : ৭৮ খ্রিস্টাব্দে 

3. স্থুলতা সম্পর্কে ভীত হওয়া কে কি বলে ?

উত্তর : ওবেসোফোবিয়া 

4. সমআয়তন ও সমআকৃতির জনন কোশের মিলনকে কি বলে ? 

উত্তর : আইসোগ্যামি 

5. অগ্নাশয়ের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয় ?

উত্তর : বিটা 

6. কোন শিল্পী ময়ূর সিংহাসন নির্মাণ করে ? 

উত্তর : বেবাদল খাঁ 

7. আকবরের তরবারির নাম কি ছিল ? 

উত্তর : সংগ্রাম 

8. বাবরের প্রকৃত নাম কি ? 

উত্তর : জহিরউদ্দিন মহম্মদ 

9. রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায় ? 

উত্তর : কাশ্মীর 

10. 'ভারত আত্মা' - কার রচনা ? 

উত্তর : বিপিনচন্দ্র পাল 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.