Dear Students,
Gksolves.com
চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি
ভারতের প্রথম যাবতীয় ঘটনা PDF প্রতিবছর বিভিন্ন
সরকারি চাকরির
পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL |
SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor |
Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন
বিজ্ঞান, ভূগোল,
রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে।
তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের প্রথম যাবতীয় ঘটনা PDF. নিচে ভারতের প্রথম যাবতীয় ঘটনা টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন।
এই ভারতের প্রথম যাবতীয় ঘটনা PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির
নীচে যান এবং ডাউনলোড করুন।
সুতরাং, দেরি না করে এখনই ভারতের প্রথম যাবতীয় ঘটনা PDF টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
ভারতের প্রথম যাবতীয় ঘটনা PDF: Download First All India Events PDF
১. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ডাকঘর
প্রতিষ্ঠা করে-
উত্তর: বোম্বেতে ১৭৬৪ সালে
২. প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়-
উত্তর: ১৭৮০ সালে, বেঙ্গল
গ্যাজেট
৩. প্রথম ভারতীয় ডাকঘর চালু হয়-
উত্তর: ১৮৩৭ সালে
৪. ভারতে প্রথম পোস্টাল স্ট্যাম্প চালু হয়-
উত্তর: ১৮৫২ সালে
৫. পরীক্ষামূলকভাবে প্রথম ইলেকট্রিক, টেলিগ্রাফ লাইন ভারতে চালু হয়-
উত্তর: ১৮৫১ সালে (কলকাতা থেকে ডায়মন্ডহারবারে)
৬. প্রথম রেল চলচ্যাচল শুরু হয়-
উত্তর: ১৮৫৩ সালের ১৬ই এপ্রিল , মুম্বাই থেকে থানে পর্যন্ত
৭. ভারতে প্রথম সুতা মিল চালু হয়-
উত্তর: ১৮৫৪ সালে বোম্বেতে
৮. প্রথম ব্লাস্ট ফার্নেস চালু করে আধুনিক স্টিল
উৎপাদন শুরু হয়-
উত্তর: ১৮৭০ সালে
৯. ভারতে প্রথম সিমেন্ট কারখানা চালু হয়-
উত্তর: ১৯০৪ সালে চেন্নাইতে
১০. ভারতের প্রথম আইরন এন্ড ইন্ডাস্ট্রি চালু হয়-
উত্তর: জামশেদপুরে, ১৯০৭
সালে
১১. ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয়-
উত্তর: ১৯২৫ সালের ৩ রা ফেব্রুয়ারি
১২. অল ইন্ডিয়া রেডিও চালু হয়-
উত্তর: ১৯৩০ সালে
১৩. ভারতের প্রথম নিউজপ্রিন্ট কারখানা চালু হয়-
উত্তর: মধ্যপ্রদেশের নেপানগরে
১৪. ভারতের প্রথম পরীক্ষামূলক টেলিভশন চালু হয়-
উত্তর: ১৯৫৯ সালের ১৫ই সেপ্টেম্বর, দিল্লিতে
১৫. ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র চালু
হয়-
উত্তর: ১৯৬৯ সালে তারাপুরে
১৬. ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয়-
উত্তর: ১৯৭৪ সালের ১৮ই মে
১৭. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট
উৎক্ষেপণ করা হয়-
উত্তর: ১৯৭৫ সালের ১৯শে এপ্রিল
১৮. ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়-
উত্তর: ১৯৮৪ সালে কলকাতায়
১৯. ভারতের প্রথম ATM চালু করে-
উত্তর: HSBC ব্যাঙ্ক, ১৯৮৭
সালে, মুম্বাইতে
২০. ভারতের প্রথম ইন্টারনেট চালু হয়-
উত্তর: ১৯৯৫ সালে, BSNL দ্বারা
২১. ভারতের প্রথম চন্দ্রাভিযান “চন্দ্রযান ১” প্রেরণ
করা হয়-
উত্তর: ২০০৮ সালের ২২শে অক্টোবর
২২. ভারতের প্রথম মঙ্গলযান “মম” মঙ্গলগ্রহে
প্রেরণ করা হয়েছিল-
উত্তর: ২০১৩ সালের ৫ই নভেম্বর
২৩. দেশের প্রথম ক্যাশলেস রাজ্যের স্বীকৃতি পায়-
উত্তর: গোয়া, ২০১৬
সালে
২৪. ভারতের প্রথম ডিজিটাল জেলা হল-
উত্তর: নাগপুর
২৫. ভারতের প্রথম শিশু আদালত চালু হয়-
উত্তর: হায়দ্রাবাদে
২৬. প্রথম রাজ্য যেখানে সপ্তম পে কমিশন
বাস্তবায়িত হয়েছিল-
উত্তর: হরিয়ানা
২৭. UJALA প্রকল্পে প্রথম ২ কোটি LED বালব বিতরণ করে-
উত্তর: গুজরাট
২৮. ভারতের প্রথম এমফিবিয়াস বাস প্রকল্প চালু
হয়েছে-
উত্তর: পাঞ্জাবের অমৃতসরে
২৯. প্রথম সাইবার ক্রাইম থানা চালু হয়েছে-
উত্তর: কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে
৩০. ভারতের প্রথম ই-বিধানসভা চালু হয়েছে-
উত্তর: হিমাচলপ্রদেশে
৩১. ভারতের প্রথম রাজ্য যেটি প্রথম কেরোসিন তেলে
সরাসরি ভর্তুকি ব্যাবস্থা বাস্তবায়িত করেছে-
উত্তর: ঝাড়খন্ড
৩২. ভারতে প্রথম চেরি ফুলের উৎসব চালু হয়-
উত্তর: মেঘালয়ে
৩৩. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিল প্রথম চালু হয়-
উত্তর: উত্তরপ্রদেশের কানপুরে
৩৪. ভারতের প্রথম রাজ্য যেখানে সব জেলায় সাইবার
পুলিশ স্টেশন চালু হয়েছে-
উত্তর: মহারাষ্ট্র
৩৫. ভারতের প্রথম জলের তোলাই রেস্তুরাঁ চালু
হয়েছে-
উত্তর: আহমেদাবাদে
৩৬. ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় গড়ে
উঠেছে-
উত্তর: ভদোদরায়
৩৭. ভারতের প্রথম প্রতিরক্ষা পার্ক গড়ে উঠেছে-
উত্তর: কেরলের ওট্টাপালমে
৩৮. ভারতের প্রথম LCD প্যানেল প্লান্ট চালু হয়েছে-
উত্তর: মহারাষ্ট্রে
৩৯. ভারতের প্রথম সিভিল এভিয়েশন পার্ক গড়ে উঠেছে-
উত্তর: গুজরাটে
৪০. ভারতের প্রথম মহাকাশ উদ্যান গড়ে উঠেছে-
উত্তর: ব্যাঙ্গালুরুতে
৪১. ভারতের প্রথম ডিজিটাল রাজ্য হল-
উত্তর: কেরালা
৪২. ভারতের মধ্যে প্রথম টাইগার সেল তৈরী হয়-
উত্তর: দেরাদুনে
৪৩. ভারতের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর গড়ে ওঠে-
উত্তর: নিউ দিল্লিতে
৪৪. ভারতের প্রথম উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য-
উত্তর: সিকিম
৪৫. এশিয়া তথা ভারতের সব থেকে বড়ো জঙ্গল সাফারি
রয়েছে-
উত্তর: ছত্তিশগড়ে
৪৬. এশিয়া তথা ভারতের প্রথম দীর্ঘতম সাইকেল
হাইওয়ে চালু হয়েছে-
উত্তর: উত্তরপ্রদেশে
৪৭. ভারতের প্রথম ডিজিটাল গ্রাম হল-
উত্তর: গুজরাটের অকোদারা
৪৮. ভারতের প্রথম LNG (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) বাস চালু হয়-
উত্তর: কেরালাতে
৪৯. ভারতের প্রথম দ্বীপ জেলা হল-
উত্তর: আসামের মাজুলি
৫০. ভারতের প্রথম ওয়াই-ফাই হটস্পট গ্রাম হল-
উত্তর: হরিয়ানার গুমথালা গারহু
৫১. ভারতের প্রথম হ্যাপি জংশন-
উত্তর: বিহারের সোনপুর
৫২. ভারতের প্রথম সৌরচালিত নৌকা চালু হল-
উত্তর: কেরালাতে
৫৩. ভারতের প্রথম ক্যাশলেস দ্বীপ হল-
উত্তর: করং
৫৪. ভারতের প্রথম ভাসমান বিদ্যালয় “লোকটাক এলিমেন্টারি ফ্লোটিং স্কুল” চালু হয়েছে-
উত্তর: মনিপুরের লোকটাকে হ্রদে
৫৫. ভারতের প্রথম ইন্টিগ্রেটেড হেলিপোর্ট চালু
হয়েছে-
উত্তর: উত্তর দিল্লির রোহিনীতে
৫৬. ভারতের প্রথম ভার্টিকাল গার্ডেন চালু হল-
উত্তর: বেঙ্গালুরুতে
৫৭. ভারতের প্রথম সমুদ্রের উপর দিয়ে রোপওয়ে চালু
করার উদ্যোগ নিলো-
উত্তর: মুম্বাই পোর্ট ট্রাস্ট
৫৮. ভারতের প্রথম স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন
রয়েছে-
উত্তর: মহারাষ্ট্রে
৫৯. ভারতের প্রথম বায়ো রিফাইনারি প্লান্ট চালু
হল-
উত্তর: পুনেতে
৬০. প্রথম বৈদ্যুতিক রেডিও ট্যাক্সি চালু হয়েছে-
উত্তর: নাগপুরে
৬১. ভারতের প্রথম শহরযেটি রোবট ট্রাফিক পুলিশ
চালু করলো-
উত্তর: ইন্দোর
৬২. দক্ষিণ এশিয়ার প্রথম রো-রো ফেরি চালু হল-
উত্তর: গুজরাটে
৬৩. ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত
রেলওয়ে স্টেশন হল-
উত্তর: মহারাষ্ট্রের মাতুঙ্গা স্টেশন
৬৪. ভারতের প্রথম হেলি-ট্যাক্সি পরিষেবা চালু হল-
উত্তর: ব্যাঙ্গালুরুতে
৬৫. ভারতের প্রথম মাইক্রো ফরেস্ট গড়ে উঠেছে-
উত্তর: ছত্তিশগড়ের রায়পুরে
৬৬. ভারতের প্রথম রেল দুর্যোগ ব্যবস্থাপনা
কেন্দ্র গড়ে উঠেছে-
উত্তর: ব্যাঙ্গালুরুতে
৬৭. ভারতের প্রথম অ্যাডভান্সড হোমিওপ্যাথি
ভাইরোলজি ল্যাব চালু হয়েছে-
উত্তর: কলকাতায়
৬৮. ভারতের প্রথম ন্যাশনাল স্পোর্টস মিউজিয়াম
গড়ে উঠেছে-
উত্তর: নতুন দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে
৬৯. প্রথম রাজ্য যেটি ওরাল মেডিসিনের মাধ্যমে
হেপাটাইটিস-সি রোগের চিকিৎসা চালু করলো-
উত্তর: হরিয়ানা
৭০. ভারতের প্রথম কার্টুন নেটওয়ার্ক থিম পার্ক
আমাজিয়া গড়ে উঠেছে-
উত্তর: গুজরাটের সুরাটে
৭১. ভারতের প্রথম ভাসমান সৌরশক্তি কেন্দ্র গড়ে
উঠেছে-
উত্তর: কেরালাতে
৭২. ভারতের প্রথম চলমান খাদ্য পরীক্ষা
ল্যাবরেটরি চালু হয়েছে-
উত্তর: গোয়াতে
৭৩. ভারতের প্রথম শহর যেটি নিজের লোগো তৈরী
করেছে-
উত্তর: ব্যাঙ্গালুরু
৭৪. ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত
রেলস্টেশন-
উত্তর: গুয়াহাটি
৭৫. ভারতের প্রথম শহর যেখানে ট্র্যাফিক সিগন্যালে মহিলা আইকন -এর ছবি দেওয়া হলো-
উত্তর: মুম্বাই
৭৬. ভাষার ভিত্তিতে গঠিত স্বাধীন ভারতের প্রথম
রাজ্য-
উত্তর: অন্ধ্রপ্রদেশ
৭৭. ভারতের প্রথম রাজ্য যেটি তুষার চিতা সংরক্ষণ
কেন্দ্র তৈরী করার তৈরী করার পরিকল্পনা করেছে-
উত্তর: উত্তরাখন্ড
৭৮. ভারতের প্রথম কোম্পানি যেটি ১৩ লক্ষ কোটি মার্কেট
ক্যাপিটালাইজেশনের লক্ষে পৌঁছলো-
উত্তর: রিলায়েন্স
৭৯. ভারতের প্রথম রাজ্য যেখানে বিদ্যুৎ লাইন এবং
ট্রান্সমিশন টাওয়ার পরিদর্শন করতে ড্রোন ব্যবহার শুরু হল-
উত্তর: মহারাষ্ট্র
৮০. ভারতের প্রথম লাইকেন পার্ক গড়ে উঠেছে কোন
রাজ্যে?
উত্তর: উত্তরাখন্ড
৮১. ভারতের প্রথম মহাকাশচারী-
উত্তর: রাকেশ শর্মা
৮২. ভারতের প্রথম উপগ্রহ-
উত্তর: আর্যভট্ট
৮৩. ভারতের প্রথম পারমাণবিক চুল্লি-
উত্তর: অপ্সরা
৮৪. ভারতের প্রথম সফল চন্দ্রাভিযান-
উত্তর: চন্দ্রায়ণ -১
৮৫. ভারতের প্রথম বেসরকারী মহাকাশ সংস্থা
যেটি রকেট (“রমন”)
ইঞ্জিনের টেস্ট ফায়ার করল-
উত্তর: Skyroot Aerospace
৮৬. ভারতের প্রথম মহিলা মহাকাশচারী-
উত্তর: কল্পনা চাওলা
৮৭. ভারতের প্রথম এভারেস্টজয়ী-
উত্তর: অবতার সিং চীমা
৮৮. ভারতের প্রথম মহিলা এভারেস্টজয়ী-
উত্তর:বাচেন্দ্রী
পাল
৮৯. ভারতের প্রথম ব্যাক্তি যিনি ইংলিশ চ্যানেল
সাঁতার করে অতিক্রম করেন-
উত্তর: মিহির সেন
৯০. ভারতের প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল সাঁতার করে অতিক্রম করেন-
উত্তর: আরতি
সেন
৯১. ভারতের প্রথম অলিম্পিকে দলগত মেডেল-
উত্তর: হকি স্বর্ণ পদক (১৯২৮ অলিম্পিক)
৯২. ভারতের প্রথম অলিম্পিকে স্বর্ণ পদক-
উত্তর: অভিনব বিন্দ্রা
৯৩. ভারতের প্রথম একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপে জয়
লাভ-
উত্তর: ১৯৮৩ সালে
৯৪. ভারতের প্রথম টি -২০ ক্রিকেট বিশ্বকাপে জয়
লাভ-
উত্তর: ২০০৭ সালে
৯৫. ভারতের প্রথম নোবেলজয়ী-
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩)
৯৬. ভারতের প্রথম অস্কারজয়ী ব্যাক্তিত্ব-
উত্তর: ভানু আথাইয়া
৯৭. ভারতের প্রথম চলচ্চিত্র-
উত্তর: রাজা হরিশচন্দ্র
৯৮. ভারতের প্রথম ভারত রত্ন প্রাপক-
উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ
৯৯. ভারতের প্রথম হাইকোর্ট-
উত্তর: কলকাতা হাইকোর্ট
১০০. ভারতের প্রথম মেডিক্যাল কলেজ-
উত্তর: কলকাতা মেডিক্যাল কলেজ (১৮৩৫)
Download ভারতের প্রথম যাবতীয় ঘটনা PDF
File Format:- Pdf
Quality:- High
File Size:- 4 Mb
File Location:- Google Drive
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Please do not share any spam link in the comment box