Google News এ আমাদের ফলো করুন
Dear Students,
Gksolves.com
চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি
শিশু শিক্ষা ও বিকাশ সংক্রান্ত প্রশ্নোত্তর PDF প্রতিবছর বিভিন্ন
সরকারি চাকরির
পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL |
SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor |
Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন
বিজ্ঞান, ভূগোল,
রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে।
তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শিশু শিক্ষা ও বিকাশ সংক্রান্ত প্রশ্নোত্তর PDF. নিচে শিশু শিক্ষা ও বিকাশ সংক্রান্ত প্রশ্নোত্তর টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন।
এই শিশু শিক্ষা ও বিকাশ সংক্রান্ত প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির
নীচে যান এবং ডাউনলোড করুন।
সুতরাং, দেরি না করে এখনই শিশু শিক্ষা ও বিকাশ সংক্রান্ত প্রশ্নোত্তর PDF টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
শিশু শিক্ষা ও বিকাশ সংক্রান্ত প্রশ্নোত্তর PDF: Download Child Education And Development Question And Answer Bengali PDF
১ |
কোঠারী
কমিশন গঠিত হয় |
১৯৬৪
সালে |
২ |
প্রথাগত
পর্যায় দেখা যায় |
১০-১৩
বছর |
৩ |
যৌক্তিক
সক্রিয়তার স্তর শুরু হয় |
১২
বছর বয়সে |
৪ |
কোঠারী
কমিশনে মোট সদস্য ছিলেন |
১৭
জন |
৫ |
কলকাতায়
হিন্দু স্কুল স্থাপিত হয় |
১৮১৭
সালে |
৬ |
নর্মাল
স্কুল প্রতিষ্ঠিত হয় |
১৮৫৫
সালে |
৭ |
স্পিয়ারম্যান
মানসিক ক্ষমতা সম্পর্কে তত্ত্ব আবিষ্কার করেন |
১৯০৪
সালে |
৮ |
রবীন্দ্রনাথ
ধর্মশিক্ষা গ্রন্থ লেখেন |
১৯১১
সালে |
৯ |
“Mentality of Apes” বইটি প্রকাশিত হয় |
১৯২৫
সালে |
১০ |
ব্রেইল
পদ্ধতি আবিষ্কৃত হয় |
১৮২৯সালে |
১১ |
নতুন
দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় সংহতি সম্মেলন সর্বপ্রথম অনুষ্ঠিত হয় |
১৯৫১
সালে |
১২ |
মুদালিয়ার
কমিশন গঠিত হয় |
১৯৫২-৫৩
সালে |
১৩ |
ভারতীয়
ভাষাগুলির বিকাশের জন্য সাহিত্য অ্যাকাডেমী স্থাপিত হয় |
১৯৫৪
সালে |
১৪ |
ভারতীয়
চিত্রকলার উন্নতিকল্পে ললিত কলা অ্যাকাডেমি প্রতিষ্ঠিত হয় |
১৯৫৫
সালে |
১৫ |
দু-বছরের
উচ্চমাধ্যমিক শিক্ষাক্রম চালু হয় |
১৯৭৬
সালে |
১৬ |
জাতীয়
বয়স্ক শিক্ষা কর্মসূচী (NAEP) গঠন করা হয় |
১৯৭৮-৭৯
সালে |
১৭ |
জাতীয়
শিক্ষানীতি পরিকল্পিত হয় |
১৯৮৬
সালে |
১৮ |
জাতীয়
সাক্ষরতা মিশনের কাজ শুরু হয় |
১৯৮৮
সালে |
১৯ |
প্রথম
বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় |
১৯৯২
সালে |
২০ |
শিক্ষার
অধিকার আইনটি চালু হয় |
১
লা এপ্রিল, ২০১০ সাল |
২১ |
“শব্দভান্ডার বিস্ফোরণ” হয় শিশুর |
২
বছর বয়সে |
২২ |
সংবেদন
চালকমূলক স্তর বা প্রজ্ঞামূলক বিকাশের প্রথম স্তরের সময়সীমা |
২
বছর |
২৩ |
দৃষ্টিহীনদের
দৃষ্টিশক্তি স্বাভাবিক মানুষদের তুলনায় |
১/১০
ভাগ বা তারও কম |
২৪ |
সর্বশিক্ষা
অভিযান – ২০০০ কর্মসূচীর লক্ষ্য হল অষ্টম শ্রেণী
পর্যন্ত, অর্থাৎ ১৪ বছর বয়সের সব শিশুর প্রারম্ভিক
শিক্ষা সমাপ্ত করা |
২০১০
সালের মধ্যে |
২৫ |
শিশুর
মধ্যে কুয়িং (Cooing) দেখা যায় |
২-৪
মাস বয়সে |
২৬ |
কোহেলবার্গ
নৈতিক বিকাশের পর্যায়ের কথা বলেছেন |
৩
টি |
২৭ |
নালন্দা
বিশ্ববিদ্যালয়ে প্রধান গ্রন্থাগার ছিল |
৩টি |
২৮ |
এরিকসন
শিশুর জীবন বিকাশকে ভাগ করেছেন |
৪
টি পর্যায়ে |
২৯ |
প্রজ্ঞামূলক
বিকাশের স্তর আছে |
৪
টি |
৩০ |
নঈ
তালিমের শিক্ষার স্তর হল |
৪টি |
৩১ |
ব্রেইল
লেখা হয় |
৬
টি বিন্দু দিয়ে |
৩২ |
থাস্টোনের
মতে প্রাথমিক উপাদান হল |
৭টি |
৩৩ |
কম্পিউটার
সহযোগী শিখন হল |
CAL |
৩৪ |
স্পিয়ারম্যানের
দ্বি-উপাদান তত্ত্বটিতে যে উপাদানটি সাধারণ তাকে সূচিত করা হয় |
G দ্বারা |
৩৫ |
উপস্থাপন, প্রতিক্রিয়া ও ফলাফল এই তিনটি পর্যায় দেখা যায় |
Kellar পরিকল্পনায় |
৩৬ |
জ্যাকস্
ডেলারস এর সভাপতিত্বে আন্তর্জাতিক শিক্ষা কমিশন UNESCO র
কাছে যে রিপোর্ট পেশ করেছিল তার শিরোনাম কী ছিল ? |
Learning : The Treasure
within |
৩৭ |
থাস্টোনের
প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্বে স্মৃতি সম্বন্ধীয় উপাদানকে সূচিত করা হয় |
M দ্বারা |
৩৮ |
শৃঙ্খলা
গঠনে সহায়ক একটি সহপাঠক্রমিক কাজ হল |
NCC তে নিয়মিত অংশগ্রহণ |
৩৯ |
স্বয়ংশিখনে
একটি কৌশল হল |
PSI |
৪০ |
শিক্ষা, কৃষ্টি ও বিজ্ঞানচর্চার প্রসারের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা |
UNESCO |
৪১ |
থাস্টোনের
প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্বে ভাষামূলক ধারণাগুলি বোঝার এবং প্রয়োগ করার
ক্ষমতাকে সূচিত করা হয় |
v অক্ষর দ্বারা |
৪২ |
প্যাভলভের
তত্ত্বটিকে বলা হয় |
Туре |
৪৩ |
সহপাঠক্রমিক
কার্যাবলীর মধ্যে যেটি শিক্ষার্থীর সৃজনাত্মক চাহিদাকে পরিতৃপ্ত করে |
অঙ্কন |
৪৪ |
শংসাপত্র
প্রদানের ব্যবস্থা থাকে না |
অনিয়ন্ত্রিত
শিক্ষায় |
৪৫ |
বাস্তব
পরিস্থিতি কৃত্রিম পদ্ধতিতে শিক্ষার্থীদের কাছে উপস্থাপিত করা হয় |
অনুকৃতি
পদ্ধতিতে |
৪৬ |
স্কিনারের
তত্তটি হল |
অপারেন্ট
অনুবর্তন |
৪৭ |
বৌদ্ধ
দর্শন এবং তত্ত্ব বিষয়ে আলোচনা রয়েছে |
অভিধর্ম
পিটকে |
৪৮ |
স্কিমা
সম্প্রসারণে কোন দুটি প্রক্রিয়া সক্রিয় হয়ে থাকে |
অভিযোজন
ও সাংগঠনিকীকরণ |
৪৯ |
“প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য
থাকে” |
অ্যারিস্টটল |
৫০ |
‘শিক্ষার লক্ষ্য হল, সুস্থ দেহে সুস্থ মন তৈরি করা’ |
অ্যারিস্টটল |
৫১ |
মনোবিজ্ঞানকে
‘আত্মার বিজ্ঞান’ বলে
উল্লেখ করেছেন |
অ্যারিস্ট্রটল |
৫২ |
কোনো
উদ্দীপকের প্রেক্ষিতে ব্যক্তির প্রতিক্রিয়াকে বলে |
আচরণ |
৫৩ |
এরিকসন
বয়ঃসন্ধিক্ষণের সময়কে বিবেচনা করেছেন |
আত্মপরিচয়
বনাম পরিচয় বিভ্রান্তির দ্বন্দ্বকাল হিসাবে |
৫৪ |
দার্শনিক
মাহের মতে মনোবিদ্যা হল |
আত্মা
সম্বন্ধীয় বিদ্যা |
৫৫ |
পরীক্ষার
পর আপনি দেখলেন ছাত্রদের অধিকাংশই আপনার বিষয়ে খারাপ ফল করেছে – শিক্ষক হিসাবে আপনার করনীয় |
আপনার
পড়ানোর পদ্ধতিটির যৌক্তিকতা বিচার করা |
৫৬ |
স্কিমা
(Schema)র ধারণাটির উদ্ভাবক |
আর্ট
বার্টলেট |
৫৭ |
দেহের
উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে |
আর্নল্ড
জোনস |
৫৮ |
কোনো
বস্তু ব্যক্তির জ্ঞানেন্দ্রিয়গুলিকে উত্তেজিত করে স্নায়বিক উত্তেজনা সঞ্চার
করলে তাকে বলা হয় |
উদ্দীপক |
৫৯ |
ব্রাহ্মণ্য
শিক্ষাব্যবস্থায় শিক্ষা শুরুর অনুষ্ঠানকে বলা হত |
উপনয়ন |
৬০ |
ইংল্যান্ডের
যে ব্যক্তি কোঠারী কমিশনের সদস্য ছিলেন, তার নাম |
এইচ.
এল. এলভিন |
৬১ |
শিখন
ও শিক্ষণে বক্তৃতা পদ্ধতি হল |
একমুখী |
৬২ |
কোঠারী
কমিশন গঠিত হয় যার উদ্যোগে, তিনি হলেন |
এম.
সি. চাওলা |
৬৩ |
হাতের
আঙ্গুল সঞ্চালনমূলক পদ্ধতির ভারতীয় নাম |
করপল্লবী |
৬৪ |
কোহেলবার্গের
মতে, ‘A’ টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় |
কর্তৃত্ব
ও নিয়ম দ্বারা |
৬৫ |
সক্রিয়
অনুবর্তনের ক্ষেত্রে নিয়ন্ত্রক হল |
কেন্দ্রীয়
স্নায়ুতন্ত্র |
৬৬ |
“Education and National
Development” – শিরোনামে
রিপোর্ট প্রকাশ করে |
কোঠারী
কমিশন |
৬৭ |
বিদ্যালয়
হল সমাজের |
ক্ষুদ্র
সংস্করণ |
৬৮ |
অ্যাবাকাস
যে শিক্ষার উপকরণ, তা হল |
গণিত |
৬৯ |
মনেপ্রাণে
সর্বোদয় সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন |
গান্ধীজী |
৭০ |
“ভগবান হল সত্য এবং সত্যই ভগবান” |
গান্ধীজী |
৭১ |
বুদ্ধির
গঠন সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা হলেন |
গিলফোর্ড |
৭২ |
“জ্ঞানের মতো এত পবিত্র অন্য কিছু বস্তু
পৃথিবীতে নেই” |
গীতা |
৭৩ |
‘Psychology’ শব্দটি নেওয়া হয়েছে |
গ্রীক
শব্দ থেকে |
৭৪ |
কোঠারী
কমিশনের রিপোর্ট বিভক্ত |
চারটি
খণ্ডে |
৭৫ |
সেমানটিক্স
(Semantics) বা শব্দার্থের উৎস হচ্ছে |
চিন্তার
সাথে শব্দের সম্পর্ক |
৭৬ |
কোন
একজন শিক্ষক তার শ্রেনীকক্ষে শৃঙ্খলা রাখতে না পারলে বুঝতে হবে |
ছাত্রদের
মনস্তত্ত্ব সম্পর্কে তার কোন ধারণাই নেই |
৭৭ |
“লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ” – বলেছেন |
জন
ডিউই |
৭৮ |
প্রত্যেকেই
একজনকে শিক্ষা দাও |
জাতীয়
সাক্ষরতা মিশন কর্মসূচীর নীতি |
৭৯ |
“মনোবিদ্যা হল আচরণের বিজ্ঞান” – এই মতবাদের প্রবক্তা |
জে.বি.ওয়াটসন
এবং স্কিনার |
৮০ |
মনোবিজ্ঞানের
ওপর ভিত্তি করে প্রথম শিক্ষাপদ্ধতি গড়ে তোলেন |
জোয়ান
হার্বাট |
৮১ |
পিয়াজে
মনে করতেন, ব্যক্তি এবং পরিবেশের ভেতরে পারস্পরিক
প্রতিক্রিয়ার ফলে উদ্ভূত হয় |
জ্ঞান
ও প্রজ্ঞা |
৮২ |
কোহেলবার্গের
মতে শিশুদের নৈতিক বিকাশে বিশেষ ভূমিকা রয়েছে |
জ্ঞানমূলক
দ্বন্দ্বের |
৮৩ |
সমাজমিতি
কৌশলের উদ্ভাবক হলেন |
ড.
জে. এল. মোরেনো |
৮৪ |
“জাতীয় সংহতি হল একটি অনুভূতি যা একটি দেশের
নাগরিকদের একত্রে বেঁধে রাখে” |
ডরেথি
থম্পসন |
৮৫ |
শব্দের
তীব্রতা পরিমাপের একক হল |
ডি.
বি. (ডেসিবেল ) |
৮৬ |
‘শিক্ষা হল অভিজ্ঞতার পুনর্গঠন’ |
ডিউই |
৮৭ |
“আগ্রহ একধরনের গতিশীল মানসিক প্রবণতা” – এই মতের প্রবক্তা হলেন |
ড্রেভার |
৮৮ |
আপনি
ক্লাসে গিয়ে দেখলেন ছাত্ররা ঝগড়াঝাটি করছে,
শিক্ষক
হিসাবে আপনার করণিয় |
তাদের
গণ্ডগোলের কারণ অনুসন্ধান করে দেখা |
৮৯ |
প্রচেষ্টা
ও ভুল তথা সংযোজনবাদ তত্ত্বের মুখ্য প্রবক্তা হলেন |
থর্নডাইক |
৯০ |
মানসিক
ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবক্তা হলেন |
থাস্টোন |
৯১ |
ভারতে
দূরশিক্ষা সর্বপ্রথম চালু হয় |
দিল্লি
বিশ্ববিদ্যালয়ে |
৯২ |
উচ্চতর
মাধ্যমিকের সময়সীমা |
দুই
বছর |
৯৩ |
আমাদের
দেশে প্রথম অন্ধদের জন্য হস্টেল শুরু হয় |
দেরাদুনে
– সেন্ট ডানস্টন হস্টেল |
৯৪ |
খেলাধুলায়
অংশগ্রহণ করলে শিক্ষার্থীর যে ধরনের বিকাশ বেশী ঘটে তা হল |
দৈহিক
বিকাশ |
৯৫ |
প্রাচীন
ভারতে শিক্ষা ছিল |
ধর্মকেন্দ্রিক |
৯৬ |
বিদ্যালয়
হল |
নিয়ন্ত্রিত
শিক্ষার প্রতিষ্ঠান |
৯৭ |
পশ্চিমবঙ্গের
মুক্ত বিশ্ববিদ্যালয়টির নাম |
নেতাজী
সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় |
৯৮ |
এল.
কোহেলবার্গ গবেষণা করেন |
নৈতিক
বিকাশের উপর |
৯৯ |
মাধ্যমিক
শিক্ষাকাল বলতে বোঝায় |
পঞ্চম
থেকে দশম শ্রেণী |
১০০ |
মূলত
পেশী এবং স্নায়ুতন্ত্রের বিকাশসহ শারীরিক বিকাশকে বলে |
পরিণমন |
১০১ |
শৈশব
থেকেই শিশুকে সু-অভ্যাস গঠনের শিক্ষা দেয় |
পরিবার |
১০২ |
ইকো
ক্লাব হল |
পরিবেশ
বিষয়ক সংস্থা |
১০৩ |
শিক্ষা
বলতে বোঝায় |
পরিবেশের
সঙ্গে নিজেকে মানিয়ে সমাজ ও নিজের উপকারে তার পুনর্গঠন করবার দক্ষতা আয়ত্ত করা |
১০৪ |
আধুনিক
মনোবিদ্যার দুটি প্রধান শাখা |
পরীক্ষামূলক
মনোবিদ্যা ও প্রয়োগমূলক (ফলিত) মনোবিদ্যা |
১০৫ |
প্রজ্ঞামূলক
বিকাশের (Cognitive Development) ধারণা |
পিয়াজে |
১০৬ |
সঞ্চালনমূলক
পদ্ধতির প্রবর্তন করেন |
পিরিয়ার |
১০৭ |
“প্রত্যক্ষণ প্রকৃতপক্ষে সংবেদন ও স্মৃতির
সমন্বয়” |
পিলস্বারি |
১০৮ |
“I want to Psychologize
Education’ বলেছিলেন |
পেস্তালৎজি |
১০৯ |
রুশোর
ভাবশিষ্য হলেন |
পেস্তালৎসি |
১১০ |
কুকুরের
ওপর গবেষণা করেছেন |
প্যাভলভ |
১১১ |
দার্শনিক
হিসেবে রবীন্দ্রনাথ ছিলেন |
প্রকৃতিবাদী |
১১২ |
“পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সংগতিবিধানই হল
শিক্ষা” |
প্রকৃতিবাদী
দর্শনের বক্তব্য |
১১৩ |
সর্বপ্রাণবাদ
(Animism) যে কোন স্তরের বৈশিষ্ট্য |
প্রাক-সক্রিয়তার
স্তর |
১১৪ |
নিওফ্রয়েডিয়ানকাদের
বলে |
ফ্রয়েড
অনুগামীদের |
১১৫ |
কিন্ডারগার্টেনের
প্রবর্তক হলেন |
ফ্রয়েবেল |
১১৬ |
অডিওমিটার
যন্ত্রের সাহায্যে মাপা হয় |
বধিরতা |
১১৭ |
অক্টেক
ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় |
বধিরত্ব |
১১৮ |
এজেন্ডা-২১
কর্মসূচী গৃহীত হয় |
বসুন্ধরা
সম্মেলনে |
১১৯ |
ভাষার
ব্যাকরণ হল |
বাক্যবিন্যাস |
১২০ |
বৃদ্ধি
কারণ হলে তার ফল হবে |
বিকাশ |
১২১ |
শিশুর
জন্মগত প্রাথমিক বৈশিষ্ট্যগুলি পরবর্তীকালে পরিমাণগত ও গুণগত উভয় ভাবেই
পরিবর্তিত হয় গুণগত পরিবর্তনের
প্রক্রিয়াকে মনোবৈজ্ঞানিক পরিভাষায় বলা হয় |
বিকাশ |
১২২ |
‘কথামালা’
রচনা
করেছেন |
বিদ্যাসাগর |
১২৩ |
সোমপ্রকাশ
পত্রিকা প্রকাশ করেছিলেন |
বিদ্যাসাগর |
১২৪ |
বাঙালিদের
প্রথম শিক্ষাগুরু ছিলেন |
বিদ্যাসাগর |
১২৫ |
মেট্রোপলিটন
ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত ছিলেন |
বিদ্যাসাগর |
১২৬ |
রাধাকৃষ্ণ
কমিশন হল |
বিশ্ববিদ্যালয়
শিক্ষা কমিশন |
১২৭ |
নঈ
তালিম শিক্ষার অপর নাম হল |
বুনিয়াদী
শিক্ষা |
১২৮ |
শিক্ষাকে
মনোজগতের আলোর উৎসের কেন্দ্রবিন্দু বলা হয়েছে |
বেদে |
১২৯ |
এরিকসন
এর মতে, মনোসামাজিক দ্বন্দ্ব হল |
ব্যক্তি
ও সমাজের ভেতর চাহিদার দ্বন্দ্ব |
১৩০ |
যে
দুটি মনোবৈজ্ঞানিক নীতির উপর আধুনিক শিক্ষণ পদ্ধতি প্রতিষ্ঠিত তা হল |
ব্যক্তিস্বাতন্ত্রের
নীতি ও সক্রিয়তার নীতি |
১৩১ |
বসুন্ধরা
সম্মেলন অনুষ্ঠিত হয় |
ব্রাজিলের
রিও-ডি-জেনিরোতে |
১৩২ |
দৃষ্টিহীনদের
শিক্ষায় ব্যবহার করা হয় |
ব্রেইল |
১৩৩ |
প্লেটো
ছিলেন চরম |
ভাববাদী |
১৩৪ |
ভারতবর্ষে
দৃষ্টিহীনদের জন্য বিশেষ উপযোগী পদ্ধতি |
ভারতী
ব্রেইল |
১৩৫ |
মূকাভিনয়
ও মুখভঙ্গী হল |
ভাষা |
১৩৬ |
মরফিন
(Morphene) |
ভাষার
ক্ষুদ্রতম একক |
১৩৭ |
ইসলামিক
শিক্ষায় প্রাথমিক প্রতিষ্ঠান হল |
মক্তব |
১৩৮ |
শিক্ষামনোবিজ্ঞান
হল |
মনোবিজ্ঞানের
ফলিত শাখা |
১৩৯ |
“বয়ঃসন্ধিকালের স্তরটিকে ঝড়ঝঞ্জার স্তর” (A Period of Storm and stress) বলেছেন |
মনোবিদ
G.H.Hall |
১৪০ |
“বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতাই
বুদ্ধি” |
মনোবিদ
উড্রো |
১৪১ |
বিশেষ
বিশেষ সামর্থ অর্জন করার ক্ষমতাই বুদ্ধি –
এই
মতটি সর্বপ্রথম প্রকাশ করেন |
মনোবিদ
উড্রো |
১৪২ |
এরিকসন
এর মতে, যেটি অহংসত্তার বিকাশ ঘটায় |
মনোসামাজিক
দ্বন্দ্ব |
১৪৩ |
মানুষ
যার কাছে প্রথম শিক্ষা নেয় |
মায়ের
কাছে |
১৪৪ |
দেহের
অভ্যন্তরে অবস্থিত অন্তঃসংগ্রাহকগুলি যে সংবেদন সৃষ্টি করে তাদের বলা হয় |
যান্ত্রিক
সংবেদন |
১৪৫ |
‘Generic Epistemologist’ |
যারা
ব্যক্তির বিকাশের সাথে সাথে প্রজ্ঞার বিকাশের সম্বন্ধ খুঁজে বেড়ান |
১৪৬ |
সম্ভাবনা
থেকে বাস্তবকে আলাদা করে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা শুরু হয় |
যৌক্তিক
সক্রিয়তার স্তরে |
১৪৭ |
“চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করাই শিক্ষার লক্ষ্য” -বলেছিলেন |
রবীন্দ্রনাথ |
১৪৮ |
শ্ৰীনিকেতন
যার বাস্তব শিক্ষাচিন্তার মূর্ত প্রতীক, তিনি হলেন |
রবীন্দ্রনাথ
ঠাকুর |
১৪৯ |
স্বাধীন
ভারতে প্রথম শিক্ষা কমিশন হল |
রাধাকৃষ্ণণ
কমিশন (১৯৪৮-৪৯) |
১৫০ |
ভারত
পথিক বলা হয় |
রামমোহনকে |
১৫১ |
“শিক্ষা হবে জীবনব্যাপী” – এ কথা বলেছেন UNESCO – এর ডিরেক্টর জেনারেল |
রিনি
মাহেউ |
১৫২ |
পোশাকে
ও আচার ব্যবহারে শিক্ষকের হওয়া উচিত |
রুচিকর
ও স্বাস্থ্যসম্মত |
১৫৩ |
শিক্ষায়
প্রকৃতিবাদের প্রবক্তা হলেন |
রুশো |
১৫৪ |
“প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু আসে তা
সবই সৎ ও মঙ্গলময়” |
রুশো |
১৫৫ |
“সমাজ বিচ্ছিন্ন ব্যক্তির অস্তিত্ব কল্পনাই করা
যায় না” |
রেমন্ট |
১৫৬ |
ফোনোলজি
(Phonology) |
শব্দগঠনে
ধ্বনির ব্যবহার |
১৫৭ |
এল.
কোহেলবার্গ (১৯২৭-৮৭) যে বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পান |
শিকাগো |
১৫৮ |
“বিদ্যালয় হল সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান” |
শিক্ষাবিদ
ফ্রয়েড |
১৫৯ |
ছাত্রদের
সঙ্গে শিক্ষকের ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলার সবচেয়ে ভালো উপায় |
শ্রেণীকক্ষের
ভিতরে এবং বাইরে ছাত্রদের সামনে আদর্শ এবং প্রধান পথপ্রদর্শকের ভূমিকা নেওয়া |
১৬০ |
যে
শিক্ষক ছাত্রদের কাছে প্রিয় |
সংক্ষিপ্ত
ও পরিষ্কার মতামত দানকারী |
১৬১ |
কোনো
জৈবিক প্রক্রিয়ার ফলে মস্তিষ্কে সঞ্চারিত সরলতম স্নায়বিক অনুভূতিকে বলে |
সংবেদন |
১৬২ |
ব্রাহ্মণ্য
শিক্ষার মাধ্যম ছিল |
সংস্কৃত
ভাষা |
১৬৩ |
একটি
সমাজের সার্বিক জীবনধারার রূপ হল |
সংস্কৃতি |
১৬৪ |
এরিক
এরিকসন এর মতে বিকাশের তিনটি উপাদানের দুটি হল শরীর ও অহং অপরটি |
সমাজ |
১৬৫ |
ডঃ
জে. এল মোরেনা উদ্ভাবিত পদ্ধতির নাম |
সমাজমিতি |
১৬৬ |
ডিউই
এর মতে শিক্ষার উদ্দেশ্য হল |
সামাজিক
বিকাশ |
১৬৭ |
পিয়াজে
জন্মগ্রহণ করেন |
সুইজারল্যান্ডে |
১৬৮ |
মূক
বধিরদের জন্য কম্পন ও স্পর্শ পদ্ধতি কে চালু করেন |
সোফিয়া
অ্যালকন |
১৬৯ |
পায়রা
ও ইঁদুরের ওপর গবেষণা করেছেন |
স্কিনার |
১৭০ |
শিখনতত্ত্বে
প্রেষণা এবং পুরস্কার লাভের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন |
স্কিনার |
১৭১ |
কোন
একটি মুহুর্তে অর্জন করা তথ্যসমগ্রের একক সংগঠনকে বলে |
স্কিমা |
১৭২ |
ওজোন
স্তর রয়েছে বায়ুমণ্ডলের |
স্ট্র্যাটোস্ফিয়ারে |
১৭৩ |
থাস্টোনের
দলগত উপাদান তত্ত্বে ‘S’ উপাদানটি হল |
স্থান
প্রত্যক্ষণের ক্ষমতা |
১৭৪ |
দ্বি-উপাদান
তত্ত্বের প্রবক্তা |
স্পিয়ারম্যান |
১৭৫ |
‘Abilities of Man’ |
স্পিয়ারম্যান |
১৭৬ |
‘শিক্ষা হল চরিত্র গঠন ও ধামিক জীবনযাপনের
উপায়’ |
স্বামী
দয়ানন্দ |
১৭৭ |
“মানুষের শ্বাসপ্রশ্বাস মানুষের কাছেই সর্বনাশা” |
স্যার
পার্সিনান |
১৭৮ |
কাজের
মাধ্যমে শিক্ষা বা Learning by Doing |
হল
সক্রিয়তাভিত্তিক পাঠদান |
১৭৯ |
বুনিয়াদী
শিক্ষার মূলভিত্তি |
হস্তশিল্প |
১৮০ |
বিনের
বুদ্ধির অভীক্ষাকে সংস্কার করে দৃষ্টিহীনদের বুদ্ধির পরিমাপের পদ্ধতি আবিষ্কার
করেন |
হায়েস |
১৮১ |
“চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ” |
হার্বাট’ |
১৮২ |
“সকল মানুষের ভাষাগত অভিজ্ঞতা সমান” |
হাল
ও হ্যারো |
১৮৩ |
সামাজিক
চুক্তি নীতির প্রবক্তা হলেন |
হেগেল |
১৮৪ |
প্রত্যক্ষণ
হল সম্পূর্ণভাবে একটি |
মানসিক
প্রক্রিয়া,সংবেদনের অর্থবোধ |
Download শিশু শিক্ষা ও বিকাশ সংক্রান্ত প্রশ্নোত্তর PDF
File Format:- Pdf
Quality:- High
File Size:- 2 Mb
File Location:- Google Drive
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Please do not share any spam link in the comment box